The Performance i Conclude During 7 Days as Moderator

in hive-120823 •  12 hours ago 
The Performance i Conclude During 7 Days as Moderator_20250225_175215_0000.jpg

Hello Everyone,,,

আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। অনেক সময় ভালো না থাকলেও আমাদের ভালো বলতে হয় বা ভালো থাকার চেষ্টা করতে হয়। জীবনের প্রতিটা মুহুর্তই যে ভালো থাকবো এটা আবশ্যক নয়!

আজ বুধবার, তাই প্রতি সপ্তাহের মতো আজও মডারেটর রিপোর্ট উপস্থাপন করতে চলেছি। আজকের রিপোর্টে আমি ফেব্রুয়ারী মাসের ১৮ থেকে ২৪ তারিখ আমার কার্যক্রম উপস্থাপন করবো।

কনটেস্টের বিজয়ীদের নাম ঘোষণা

আপনারা সকলেই অবগত আছেন যে, বিগত সপ্তাহে এডমিন ম্যামের পাশাপাশি কমিউনিটিতে আমিও কনটেস্টের আয়োজন করেছিলাম৷ আমার আয়োজিত কনটেস্টের বিষয়বস্তু ছিল ফটোগ্রাফি। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের মধ্যে অনেকেই কনটেস্টে অংশগ্রহণ করেছিলো। কনটেস্টে অংশগ্রহণের সময় সীমা শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী বিজয়ীদের নাম ঘোষণা করতে হয়।

বিজয়ীদের বাছাই করা অনেক জঠিল একটা সিদ্ধান্ত বলে আমার মনে হয় কারন প্রত্যেকেই এত সুন্দরভাবে লেখা শেয়ার করেন তার মধ্যে থেকে তিনজকে বাছাই করা সত্যি কঠিন। যেহেতু প্রথমবারের মতো কনটেস্টে আয়োজন করেছিলাম তাই এডমিন ম্যামের সহোযোগিতায় বিজয়ীর নাম ঘোষণা করেছিলাম।

বিজয়ীদের পুরস্কৃত করা

IMG_20250223_000601.jpg

সকলে যেভাবে সুন্দরভাবে নিজেদের পোস্ট উপস্থাপন করেছেন সেই তুলনায় এই পুরস্কার হয়ত খুবই সামান্য। তবে আশা করি, এটা আপনাদের উৎসাহ বাড়াতে সাহায্য করবে। আবারও বিজয়ীদের অনেক অভিনন্দন জানাই এবং সকল অংশগ্রহণকারীর প্রতি ভালোবাসা রইল।

কমিউনিটিতে চলমান কনটেস্ট

বরাবরের মতো কমিউনিটিতে নতুন সপ্তাহে আরও একটা ভিন্ন বিষয়বস্তুর উপর কনটেস্টে চলমান রয়েছে। এবারের কনটেস্টের বিষয়বস্তু আমাদের জীবন ও সমাজের সাথে সম্পৃক্ত। সমাজে নারী ও পুরুষের সমান অধিকার থাকার কথা থাকলেও আমাদের মধ্যে কিছু জ্ঞানহীন মানুষ সেটা স্বীকৃতি দিতে চায় না। তাছাড়া একজন একজন সফল পুরুষের পিছনে কি কোনো নারীর লড়ে যাওয়ার গল্প থাকে? এটাই মূলত কনটেস্টের বিষয়বস্তু। আশা করি আগ্রহীরা অংশগ্রহণ করবেন। আমি কনটেস্ট পোস্টের লিংক দিয়ে দিয়েছি এবং সকলকে অংশগ্রহণ করার অনুরোধ রইলো।

নতুন সদস্যের ভেরিফিকেশন

IMG_20250225_144235.jpg

প্রতিনিয়ত কমিউনিটিতে নতুন নতুন সদস্যরা যুক্ত হতে থাকেন। বিগত দিন আমাদের মাঝে নতুন একজন সদস্য যুক্ত হয়েছেন। তাই নিয়ম অনুযায়ী তার ভিডিও ভেরিফিকেশনের সময় আমিও উপস্থিত ছিলাম। তার পাশাপাশি বিগত দিন কমিউনিটির সদস্যদের সাথে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে। আমাদের কো - এডমিন ম্যাম তাদের অনেক পরামর্শ দিয়েছেন যেটা আমার জন্যেও গুরুত্বপূর্ণ।

বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন

DatePost Count
18-02-20255
19-02-20253
20-02-20255
21-02-20254
22-02-20254
23-02-20256
24-02-20253

আপনারা জানেন একজন মডারেটরের সব থেকে বড় দায়িত্ব হলো পোস্ট ভেরিফিকেশন করা। বিগত সপ্তাহে কমিউনিটিতে পোস্ট সংখ্যা তুলনামূলক অনেকটাই কম ছিলো। পোস্টই যদি কম থাকে তাহলে ভেরিফিকেশনের সংখ্যাও কম হবে এটা স্বাভাবিক।

কমিউনিটির সদস্য হিসাবে আমার দায়িত্ব

কমিউনিটির মডারেটরের পাশাপাশি আমি একজন সদস্য। তাই সদস্য হিসাবে আমার প্রধান দায়িত্ব হলো নিজের পোস্ট শেয়ার করা।

TitleThumbnail
The Performance i Conclude During 7 Days as Moderator
GLhDmHx9sqyzQFnr4Sph7ao5rmeSStAmTty32LPYX9g6sPnzKjeoxjwnjSpbZsprXmL6ieDYiyz1mBxnbPDECMcRUL1hMSCMJUm9XiZkvW...qoYobSBQAUVyfGZr2YZMdoq1kWfjFmPJ7AWddwffGNkko5ghuKMXEJBomFs8YehbayhvYsbtCyiWc9pYvA3fWVeXU6pzEbYADVG4TrqaQUHsadDK33wUKc22J.jpeg
ভালোবাসার রং
32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErEqH8bF3AvPGJDMxmSiRCQfNp29MFgGN5YeTgVLJ3SsdQe381uvQdRS4qBM2mL7rV6TE2HnvTfoFa9NMKp3QGD272jmwJseg64W.jpeg
কাগজের ভালোবাসা!
JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7y6UunD7fWqLT97GFTKKpLJJHgPaeRb8iEndtCHSyyJUHLwMq7rRjCmYLEuVhJW7a1LJXVwPvnP2WhS3ZjMUsrWK9SPE3Y.jpeg
Winners announcement of February#3 by @tanay123-Photography Lover
2CwnDyeL7SRXDBVj6NtmCD5H6MtSGL67PPVU3VFHdaaQVzwNnytHoEjvuVefVoyzHDDWxgotCbWKhwiz8UUQnkjapXtR3VdUJRUF6govpG81LWUxfiT1emGZuzENpfYmBPUEye5p3T3MK8YKzRC9PnnXv4NkFHtuexjEED6qVw3Wfb8ztE4sa.jpeg
ঈশ্বরের স্মরণে!
JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81UhNNFxNk4uSVQdGvwXG3tUodJ2mG59XTYhcNT2ZqNGvBYhjjDUro5S8jkHd7kvNnMwWBiWyQ5Q2XpjYGG1wzFufFpvge.jpeg
কাগজের নকশা তৈরি!
JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z9SqrFP8L8WUPjSv2k2q1Yb5kpvUfyD62YDrDDqZGouT1asZ9EL9bpgx4XXSToVhzLyx2Bc7ck7AidwRRfnLyuZ3T52bG.jpeg

যদিও সদস্য হিসাবে আমার দায়িত্ব প্রতিদিন অন্তত একটা পোস্ট শেয়ার করা তবে বিগত সাত দিনে আমি ৬ টা পোস্ট শেয়ার করেছি এজন্য আন্তরিকভাবে দুঃখিত।

উপসংহার :- আশা করি, আপনারা সকলে আমার রিপোর্ট মনোযোগসহকারে পড়েছেন এবং আমার কার্যক্রম সম্পর্কে ধারনা পেয়েছেন। সত্যি বলতে, কমিউনিটিতে পোস্ট সংখ্যা অনেক কমে গেছে তাই সকলের কাছে পূর্বেও মতো একটিভলি কাজ করার অনুরোধ করবো। শুভকামনা রইল সকলের জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একজন মডারেটর হিসেবে নিজের দায়িত্ব পালন করা কতটা কষ্টকর সেটা আমি বেশ ভালোভাবেই জানি। তার পরেও আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছেন এটা দেখেই অনেক বেশি ভালো লাগছে। আপনার প্রতিযোগিতার আয়োজন করেছেন অনেকেই সেখানে অংশগ্রহণ করেছে। তবে আমি অংশগ্রহণ করতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

প্রতিটা মাসে প্রতিটা সপ্তাহে আমাদের কমিউনিটির মধ্যে অনেক বেশি প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। মোটামুটি দুইটা প্রতিযোগিতা অবশ্যই থাকে। যেখানে সবাই অনেক বেশি অংশগ্রহণ করে এবং আমাদের কমেন্টের মধ্যে পোস্ট সংখ্যা বৃদ্ধি পায়। এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আবারো আপনি আপনার একটা সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করেছেন। এভাবেই কমিউনিটির সাথে যুক্ত থাকুন আগামী দিনে আরো ভালো করুন, এটাই কামনা করি সৃষ্টি কর্তার কাছে ভালো থাকবেন।

Loading...