Hello Everyone,,,
আমাদের প্রতিটা দিন এক রকম ভাবে কাটে না। শারীরিক দিক থেকে বলুন বা মনের দিক থেকে প্রতিটা দিন পূর্ববর্তী দিনের থেকে ভিন্ন থাকে। নতুন নতুন ইচ্ছার উদয় হয় মনে।
আজ খুব মাছ ধরতে ইচ্ছা করছিলো। তবে বেশিরভাগ ক্ষেত্রে বাবার সাথে গিয়ে জাল দিয়ে মাছ ধরি। বাবা জাল ফেলে আর আমি ব্যাগ নিয়ে মাছ ধরতে যাই। তবে সব সময় এমনটা হয় না, কখনও কখনও জলে নেমেও মাছ ধরতে সাহায্য করি।
তবে আজ বাবাকে সাথে নিয়ে নয় বরং নিজেই মাছ ধরবো আর সেটাও আবার বঁড়শি দিয়ে। বঁড়শি দিয়ে মাছ ধরা অনেক প্রাচীন পদ্ধতি। তবে সবাই আবার বঁড়শি দিয়ে মাছ ধরতে পারে না, যেমনটা আমি!
আমি অনেককেই দেখেছি যারা বঁড়শি নিয়ে মাছ ধরতে গেলে মুহুর্তের মধ্যেই অনেক মাছ ধরে ফেলে আবার অনেকেই রয়েছে যারা সারাদিন চেষ্টা করার পরও বড়শি দিয়ে একটা মাছও ধরতে পারে না। সবটাই অভিজ্ঞতার ব্যপার। আমি কিন্তু এই না পারার দলে!
এজন্য সচারাচর বঁড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করে নিজেকে নিজে অসম্মান করতে চাই না। তবে আজ খুব পরিমাণে ইচ্ছা করছি বঁড়শি দিয়ে মাছ ধরতে। নিজেদের তো পুকুর রয়েছে তাই সেখান থেকেই ধরবো।
অনেক দিন যেহেতু মাছ ধরা হয় না তাই বাড়িতে বঁড়শি ছিলো। তখন দোকানে গিয়ে কয়েকটা ভিন্ন ভিন্ন সাইজের বঁড়শি কিনে আনলাম। তারপর সেগুলো সুতায় বেঁধে মাছ ধরার জন্য প্রস্তুত করলাম। এবার শুধু টপাটপ মাছ ধরার পালা। তবে একটাও ধরতে পারবো কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিলো।
পুকুর পাড়ে চলে গিয়েছিলাম বঁড়শি আর একটা পাত্র নিয়ে। তখন মনে মনে ভাবছিলাম যদি একটাও মাছ ধরতে না পারি তাহলে সেটা খুব স্বাভাবিক ঘটনা হবে কিন্তু যদি মাছ ধরতে পারি তাহলে বুঝতে হবে ঐ মাছের ভাগ্যটা খুব খারাপ 😀 এই চিন্তা নিয়েই পুকুরে বড়শি ফেললাম।
মিনিট কয়েক পার হয়ে গেলো কিন্তু একটা মাছেরও আনাগোনা চোখে পড়লো না। তারপর বেশ কিছুক্ষন পর মাছে ঠোকা দিতে শুরু করলো কিন্তু একটাও ধরতে পারছিলাম না।
তবে বেশ কিছুক্ষণ পর নিজেকে অবাক করে একটা তেলাপিয়া মাছ ধরলাম। নিজের কাছে যে কতটা খুশি লাগছিলো বলে বুঝাতে পারবো না! কে বলেছে আমি বঁড়শি দিয়ে মাছ ধরতে পারি না??
কিছু সময়ের মধ্যেই আরও কয়েকটা তেলাপিয়া, পুটি ও কইমাছ ধরলাম। বঁড়শি দিয়ে একসাথে এত মাছ আগে কখনও ধরিনি।
তবে একটা মাছ বঁড়শি দিয়ে জলের উপরে ওঠানোর পর বঁড়শি থেকে বেরিয়ে গিয়ে মাটিতে পড়েছে এবং আমাকে ধরার সুযোগ না দিয়েই আবার জলে চলে গেলো। মাছ ধরতে গেলে মাঝে মধ্যে এমনটা হয়ে থাকে!
আমি অল্পতেই খুশি তাই একয়েকটা মাছ ধরে বাড়িতে চলে আসলাম। আমার ধরা এই মাছগুলো দেখে মা আমার দিকে তাকিয়ে এমন ভাবে হাসলো মনে হলো আমি অসাধ্য কোনো কাজ করেছি। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you Very much for your support🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই এই বরশি দিয়ে মাছ মারতে গেলে পুরো দিন শেষ হয়ে যাবে হয়তো দুইটার বেশী মাছ তুলতে পারবো না ৷ আমি আগে আমাদের পুকুরে প্রায় বরশি ফেলতাম অনেকক্ষণ বসে থাকি তারপরও মাছ তুলতে পারি না পরে মায়ের হাতে বোকা খেতে হয় ৷
আপনার বরশি দিয়ে মাছ ধরার বিষয় টা আমার অতি চমৎকার লেগেছে ৷ যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বড়শি দিয়ে মাছ ধরাটা অনেক ধৈর্য্যের কাজ। বড়শি দিয়ে মাছ ধরার সব থেকে মজার ব্যপার হলো যখন বঁড়শি তে মাছ ধরে তখন একটানা বাধতে থাকে। আমিও বড়শি দিয়ে মাছ ধরে পারি না ভালো তবে আজ খুব ইচ্ছে করছিলো তাই গিয়েছিলাম। ভালো বিষয় হলো, খালি হাতে ফিরতে হয় নি। বেশ কয়েকটা মাছ ধরেছিলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত জানানোর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ছোটবেলা বরশি দিয়ে মাছ ধরেছিলাম, তবে শ্বশুর বাড়ি এসেও সেই সক মনের ভিতরে নাড়াচাড়া দিয়েছিল।।
কিন্তু কখনো আর ধরা হয়নি কারণ,, আমার শাশুড়ি আম্মার কথা মানুষ দেখলে কি বলবে,, আর সেই কারণে আপনার মত এরকম মাছ ধরে হালকা আচে ভেজে সস দিয়ে, আর খাওয়া হয়নি তবে ইচ্ছা আছে,,,
শ্বশুরবাড়িতে যখন আরেকটু পূরণ হয়ে যাব তখন একদিন এইরকম নিজের হাতে মাছ ধরে গরম গরম ভেজে খাওয়ার স্বাদ গ্রহণ করবো, কি ভালোটা এই না তখন লাগবে বলেন??
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বড়শি দিয়ে মাছ ধরতে না পারলেও বেশ মজার বিষয় এটা। আপনারও যে বড়শি দিয়ে মাছ ধরতে ইচ্ছা করে সেটা জেনে ভালো লাগলো, তবে পরিস্থিতির কারনে বঁড়শি দিয়ে মাছ ধরতে যেতে পারেন না।
আমিও অনেক দিন বড়শি দিয়ে মাছ ধরিনা তবে আজ খুব শখ করে দিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে আপনার মতামত জানানোর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটি সময় ছিলো যখন বাজার থেকে বরশি নিয়ে বাড়ি আসতাম এবং বাঁশের কুঞ্চি বা বাঁশের আগা কেটে বড় করে বরশি তৈরি করে মাছ ধরতে যেতাম যখন মাছ পেতাম না তখন অনেক রাগ হতো এবং যখন মাছ 2 একটি করে পেতাম তখন অনেক ভালো লাগতো।
আমাদের দিকে টিকিটে মাছ ধরার প্রতিযোগিতা চলে বরশি দিয়ে এবং আমি অনেক বার দেখতেও গিয়েছি যখন মানুষের মাছ পেতো তখন আমি অনেক আনন্দিত হতাম যাই হোক আপনি বরশি দিয়ে মাছ মারার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন এবং কিছু মাছ আপনি ধরতে পেরেছেন যা দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বড়শি দিয়ে মাছ ধরতে গেলো যদি মাছ না ধরে তাহলে সেটা সত্যি খুব বিরক্ত লাগে। তবে যখন একটানা মাছ বাঁধে তখন কিন্তু বেশ ভালো লাগে।
অনেক জায়গাতে টিকিটের মাছ মাছ ধরা হয় তবে আমি কখনও সরাসরি দেখিনি। আমি আজই বঁড়শি কিনে এনেছিলাম কারন অনেক দিন যাবত বঁড়শি দিয়ে মাছ ধরা হয়। বেশ ভালো লাগছিলো যখন মাছ ধরছিলো। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit