The Performance i Conclude During 7 Days as Moderator

in hive-120823 •  27 days ago 
The Performance i Conclude During 7 Days as Moderator_20241231_152946_0000.jpg

Hello Everyone,,,

আশা করি, সকলে অনেক ভালো আছেন। ভালো - মন্দ সকল বিষয় মিলিয়ে একটা বছর পার করার পর নতুন আরও একটা বছরে পা রাখতে চলেছি। নতুন বছরকে স্বাগত জানানোর একটা অদ্ভুত আনন্দ হয়ত সকলের মনে কাজ করে । বছরের শেষ পোস্টটি শেয়ার করতে চলেছি আপনাদের মাঝে।

আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এডমিন ম্যামকে যার জন্য আজ আমি কমিউনিটির মডারেটর হিসাবে যুক্ত হতে পেরেছি। আজ আমি আপনাদের মাঝে বিগত সপ্তাহের কার্যাবলীর রিপোর্ট উপস্থাপন করতে চলেছি।

মডারেটর হিসাবে আমার কার্যাবলী
IMG_20241231_152352.jpg
IMG_20241231_152315.jpg
IMG_20241231_173541.jpg

পোস্ট ভেরিফিকেশনের সময় আমাদের সামনে সদস্যদের নানা প্রকারের ত্রুটি চোখে পড়ে যেটা সংশোধন করার যথা সম্ভব চেষ্টা করি আমরা। আপনারা সকলেই ক্লাব হ্যাশ ট্যাগ ব্যবহারের নিয়ম সম্পর্কে অবগত। তবে অনেক সময় হ্যাশ ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে ভুল হয়ে যায়। তেমনই বিগত সপ্তাহে একজন সদস্যের পোস্ট ভেরিফিকেশন করার সময় ত্রুটি চোখে পড়ে। সদস্যটি ক্লাব-৫০ তে অন্তর্ভুক্ত ছিলেন কিন্তু হ্যাশ ট্যাগে club100 ব্যবহার করেছিলেন।

আমি মন্তব্যের মাধ্যমে তাকে তার ত্রুটি ধরিয়ে দিয়েছিলাম এবং সে সেটা সংশোধন করে নেন। ভুল ধরিয়ে দিলে সবাই সেটাকে মানতে পারেন না। তবে কেউ ভুল ধরিয়ে দিলে সেটা মেনে নিয়ে নিজেকে শুধরে নেওয়াটাও অনেক বড় শিক্ষা।

পোস্ট ভেরিফিকেশন
DatePost Count
27-12-20248
28-12-202412
29-12-202410
30-12-20247

বিগত সপ্তাহে ব্যক্তিগত কিছু কারনে আমি সপ্তাহের প্রথম তিনদিন পোস্ট ভেরিফিকেশন করতে পারিনি। তবে তারপর থেকে নিজেকে কাজের ধারাবাহিকতা বজার রাখার চেষ্টা করেছি।

সদস্য হিসাবে আমার কার্যাবলী

বিগত সপ্তাহটি আমার জন্য অনেক বেশি ব্যস্ততাময় সময় পার করেছি। বিগত সপ্তাহে আমার শেয়ার করা পোস্ট সংখ্যাও অনেক কম ছিলো। যদিও আমি কোনো অযুহাত দিতে চাই না। তবে সদস্য ও মডারেটর হিসাবে দুটোর ক্ষেত্রে নিম্নমুখী পারফরম্যান্সের জন্য আমি দুঃখিত।

TitleThumbnail
The Diary game -21th December 2024
32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErWM2wKGjmhaAgGwSijHrQYwMcHQSdSAxeDSamjTLnX3bJdGGoJLSRcWUrpnzVe3bLwuqEn4fDu74YNAspf7hMaYuXxYJjqDv6HC.jpeg
The Diary game - 27th December 2024
20241229_235739_0000.jpg
The Diary game - 29th December 2024
20241231_151155_0000.jpg

উপসংহার : বিগত সপ্তাহে আমার কার্যক্রম আপনাদের মাঝে তুলে ধরেছি। সকলকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই। আশা করি, এভাবেই সকলের সাথে অনেক গুলো বছর সুন্দর সময় কাটাতে পারবো। সকলে ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পোস্ট ভেরিফিকেশন কথাটা গুরুত্বপূর্ণ এটা হয়তোবা আমি অনেকটাই জানি। কেননা একটা সময় আমিও এই কাজের প্রতি অন্তর্ভুক্ত ছিলাম, আসলে এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি গুরুত্বসহকারে দেখতে হয়। প্রতিটা পোস্ট যাচাই করার ক্ষেত্রে অনেক বেশি সময় ব্যয় করতে হয় এবং সঠিকভাবে যাচাই করতে হয়।

আপনার কমিউনিটির প্রতি কার্যক্রম পোস্ট যাচাই করুন এবং নিজের কার্যক্রম খুব সুন্দরভাবেই পরিচালিত হয়েছে। এভাবেই এই কমিউনিটির সাথে যুক্ত থাকুন এবং অনেক দূর এগিয়ে যান, এটাই কামনা করে সৃষ্টিকর্তার কাছে ভালো থাকবেন।

প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ আমার লেখাটা পড়ে সুন্দর মতামত প্রদানের জন্য। পোস্ট ভেরিফিকেশন কতটা গুরুত্বপূর্ণ সেটা আমার থেকে আপনিই বেশি ভালো জানেন কারন আমি যখন প্রথম কাজ শুরু করেছিলাম তখন আপনি কমিউনিটির মডারেটর ছিলেন এবং আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এজন্য আপনার কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন।

আসলে কি ভাইয়া একটা বিষয় আমরা যখন খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে থাকি তখন সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যায় তাই পোস্ট ভেরিফিকেশনের কথা আর না বললেই নয় এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আপনি বর্তমান সময়ে পরিচালনা করছেন ভালো লাগছে ইনশাল্লাহ এভাবেই যুক্ত থাকুন।

Loading...

নতুন বছরের শুভেচ্ছা! আপনার কার্যক্রম এবং দায়িত্বশীলতা দেখে সত্যিই অনুপ্রাণিত হয়েছি। মডারেটর হিসাবে আপনার কার্যাবলী এবং ত্রুটি সংশোধনের প্রক্রিয়া কমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেভাবে দায়িত্ব পালন করছেন এবং নিজের উন্নতির জন্য সচেষ্ট, তা সত্যিই প্রশংসনীয়।

আগামী বছর আপনার কাজ আরও সাফল্য এবং আনন্দ বয়ে আনুক। সবসময় ভালো থাকবেন।

প্রতিটা সদস্যেরই কমিউনিটিতে কিছু দায়িত্ব রয়েছে তবে মডারেটর হিসাবে হয়ত আপনাদের থেকে সামান্য কিছুটা দায়িত্ব বেশি থাকে এবং সেগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করি সব সময়। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

যে কোন কমিউনিটিতে এডমিনের পরেই ভূমিকা পালন করতে হয় মডারেটরের ।। আর আপনি দীর্ঘদিন ধরে এই কমিউনিটিতে মডারেটর হিসেবে যুক্ত আছেন সেই সাথে অনেক দায়িত্ব সুন্দরভাবে পালন করে যাচ্ছে।। আজকে আপনি আমাদের মাঝে কমিটির কিছু কাজ তুলে ধরেছেন।। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে কমিউনিটিতে যুক্ত থেকে কাজ করার জন্য।।

আমি নিজের দায়িত্বগুলো যতটা পারি সুন্দরভাবে পালন করার চেষ্টা করি। সঠিক ভাবে পোস্ট ভেরিফিকেশন ও নতুন সদস্যদের পাশে থাকার চেষ্টা করি। আমার কার্যক্রম আপনার কাছে ভালো লেগেছে জেনে উৎসাহ বেড়ে গেলো। ভালো থাকবেন।

আসলে নতুন সদস্যদের সমস্যার সমাধান শুধু মডারেটরদের দায়িত্ব নয় ।। আমরা যারা পুরাতন আছি আমাদেরও দায়িত্ব তাদের সমস্যার সমাধান করে দেওয়ার ।। কিন্তু আমরা এতটাই অলস যে ডিসকোডে একটিভ থাকি না।।