Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক ভালো আছেন। তবে সত্যি বলতে আমার শরীর একদমই ভালো নেই। প্রথমে জ্বর, সর্দি, মাথা ব্যথা আর এখন ঘাড়ের শিরা জ্বালা করছে। কেন এমন হচ্ছে জানি না, হঠাৎ করে শরীর অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে।
যাই হোক, বরাবরের ন্যায় আজও বিগত সপ্তাহের মতো এবারও সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করতে চলেছি। আশা করি, সকলে মন দিয়ে পড়বেন।
Steemit Id Name | Role |
---|---|
@sduttaskitchen | Admin & Founder |
@sampabiswas | Co- Admin |
@nishadi89 | Moderator |
@isha.ish | Moderator |
@tanay123 | Moderator |
মডারেটর হিসাবে আমার কার্যক্রম |
---|
প্রতিটা প্লাটফর্মের নিজস্ব নিময় রয়েছে। আমরা যারা স্টিমিট প্লাটফর্মে নিয়মিত কাজ করি তাদের এই নিয়মগুলো সম্পর্কে অনেকটা ধারনা রয়েছে। তবে এই প্লাটফর্মে পোস্ট শেয়ার করার পূর্বে খেয়াল রাখা প্রয়োজন যে পোস্টে ব্যবহৃত ছবির মধ্যে রক্তের ছিটেফোঁটা দেখা না যায়। বিগত সপ্তাহে একটা পোস্টের মধ্যে তেমন কিছু লক্ষ্য করেছিলাম তাই ভেরিফিকেশনের সময় তাকে বিষয়টা অবগত করি এবং এই ধরনের ছবি ব্যবহার করা থেকে বিরত থাকতে বলি।
সেই সাথে জিপিটি ব্যবহার করে পোস্ট লেখা সম্পূর্ণ অনৈতিক কাজ এটা জানার সত্ত্বেও অনেকে সেটা করার চেষ্টা করেন। তবে পোস্ট ভেরিফিকেশন করার সময় এটা আমরা চিহ্নিত করতে পারি এবং তৎক্ষনাৎ সেই সদস্যকে জানানো হয়। বিগত সপ্তাহে তেমনই একটা পোস্ট আমি চিহ্নিত করতে পেরেছিলাম। নিজের লেখার মান ভালো হোক বা মন্দ সব চেষ্টা করা উচিত বৈধতার সাথে লেখা শেয়ার করা।
বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন |
---|
Date | Post Count |
---|---|
21-01-2025 | 6 |
22-01-2025 | 4 |
23-01-2025 | 7 |
24-01-2025 | 6 |
25-01-2025 | 7 |
26-01-2025 | 8 |
27-01-2025 | 5 |
বিগত সাত দিনে আমি আমার পোস্ট ভেরিফিকেশনের দায়িত্ব পালন করেছি এবং উপরোক্ত সংখ্যক পোস্ট ভেরিফাই করতে সক্ষম হয়েছি।
সদস্য হিসাবে আমার কার্যক্রম |
---|
বিগত সপ্তাহে আমি অন্যান্য সদস্যদের মতো নিজের এনগেজমেন্ট বৃদ্ধি করার চেষ্টা করেছি এবং নিম্নোক্ত পোস্টগুলো শেয়ার করেছি।
উপসংহার : আশা করি, সকলে আমার রিপোর্ট মনোযোগ দিয়ে পড়েছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।
এই প্লাটফর্মে অনৈতিক কাজ করা যায় না, কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ অনৈতিকভাবে এখানে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি মনে করি আপনি যতটুকু পারেন ততটুকু দিয়ে নিজের মেধা খাটিয়ে কাজ করুন।
হয়তোবা আপনার সফল হতে অনেকটা সময় লাগবে। তবে আপনি সঠিকভাবে সফল হতে পারবেন। সফলতা কখনো একদিনে আসে না আপনার পরিশ্রমের মাধ্যমে সফলতা আসে। আবারো আপনি আপনার একটা সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করেছেন, যেটা দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম সঠিক কথা বলেছেন, সফলতা কখনও একদিনে আসে না। ধৈর্য্য ধরে পরিশ্রম করলে একটা সময় সৃষ্টিকর্তা খুশি হয়েই আমাদের সফল হতে সাহায্য করেন। সফল হওয়ার জন্য কোনো শর্টকাট পদ্ধতি নেই।
অনেকেই সকল নিয়ম জানার পরও অনিয়ম করার চেষ্টা করেন। তবে আমাদের সকলেরই নিয়ম মেনে সঠিক উপায়ে কাজ করা উচিত। নিয়মের বহির্ভূত হয়ে কখনও সফল হওয়া যায় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি এই কমিউনিটি এবং এই প্ল্যাটফর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন প্রতিনিয়ত, এই প্লাটফর্মকে কিভাবে আরো সুন্দর করা যায় সেই কাজে নিয়োজিত আছেন এবং খুব গুরুত্বের সাথে আপনি আপনার দায়িত্ব পালন করছেন। এজন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি খুব সুন্দর ভাবে আপনার রিপোর্ট পোস্ট করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সত্যি জানি না যে কতটা নিখুঁতভাবে কাজ করতে পারি৷ ভুলের উর্ধে আমরা কেউ নই তবে চেষ্টা করি সঠিকভাবে কাজ করার। তবুও অনেক সময় ভুল হয়ে যায়। সময়ের সাথে সাথে হয়ত আরও অভিজ্ঞ হতে পারবো এবং অনেক কিছু শিখতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সাপ্তাহিক পারফরম্যান্স রিপোর্ট অত্যন্ত গোছানো এবং তথ্যবহুল হয়েছে। আপনার মডারেশন কার্যক্রম এবং প্ল্যাটফর্মের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। পোস্ট ভেরিফিকেশনে সতর্ক দৃষ্টি রাখা এবং অনৈতিক বিষয়গুলো চিহ্নিত করা প্ল্যাটফর্মের গুণগত মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আপনার অসুস্থতার কথা শুনে খারাপ লাগছে। আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করুন। নিজের যত্ন নেবেন এবং বিশ্রাম নেবার চেষ্টা করবেন। শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্টিমিট প্লাটফর্মে কাজ করলে অবশ্যই সকল নিয়ম কানুন মেনেই করা উচিত। অধিকাংশ মানুষ নিয়ম মেনে চললেও অনেকের কাজের মধ্যে অনেক ত্রুটি ধরা পড়ে যেগুলে চিন্হিত করা আমাদের দায়িত্ব আর সেটাই করার চেষ্টা করি সব সময়। পোস্ট ভেরিফিকেশনের সময় এসব বিষয় ভালোভাবে যাচাই করতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান মতামত জানানোর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit