ভালোবাসার রং!

in hive-120823 •  5 days ago 

IMG_20250220_224407_221.jpg

Hello Everyone,,,

ভালোবাসার মতো সুন্দর ও পবিত্র বোধহয় আর কিছুই হয় না। ভালোবাসা জীবনটাকে উপভোগ করতে শেখায়। ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা জীবনের দুঃখ ভোলাতে ও আনন্দের মুহুর্ত কয়েকগুন বাড়াতে সাহায্য করে।

ভালোবাসা সুন্দর, ভালোবাসা পবিত্র যদি সেটা সত্যিকারের হয়। তবে সত্যের বিপরীতে যেমন মিথ্যা রয়েছে তেমনই এই সুন্দর ভালোবাসাটাও কখনও কখনও আমাদের জীবনকে তছনছ করে দেয় কিছু ছলনায় কারনে!

IMG_20250220_224413_288.jpg

এমন ঘটনা হর হামেশাই ঘটে চলেছে আমাদের চারপাশে। আমরা চাইলেই কারো মনের পরিবর্তন করতে পারবো না। আপনি চাইলেই কাউকে নিজের করে রাখতে পারবেন না এটা প্রকৃতির চরম সত্য!

ভালোবাসা তো অনেক ধরনের রয়েছে, বাবা - মায়ের প্রতি ভালোবাসা, চারপাশের প্রতিবেশীর প্রতি ভালোবাসা। তবে কোনো অচেনা মানুষকেও আমরা ভালোবেসে নিজের জীবনের সাথে জড়িয়ে ফেলি।

একটা কথার উওর আমি কিছুতেই খুজে পাই না -

কেন প্রথম দিনের মতো সেই ভালোবাসাটা ধরে রাখতে পারি না ?

ভালোবাসার প্রথম অনুভূতিটা কেন ধরে রাখতে পারি না?

কেন হয় মনের এই পরিবর্তন,

এটা সত্যি আমার জানা নেই!

একটা সম্পর্কের ভীত হলো বিশ্বাস। কথা দেওয়া যতটা সহজ ঠিক ততটাই কঠিন সেই কথা রাখা। আসলে মানুষ কথা দেয় মুহুর্তটাকে সুন্দর করার জন্য তবে একবারও ভাবে না যে সে ঐ কথাটা রাখতে পারবে কিনা!

IMG_20250220_224412_090.jpg

বিশ্বাসের মূল্য দেওয়া হয়ত সব থেকে কঠিন কাজগুলো মধ্যে একটা। তবে বর্তমানে বিশ্বাস শুধু একটা শব্দ মাত্র এটা প্রকৃত মূল্যায়ন আমরা কেউ করি না।
অতিরিক্ত ভালোবাসা পেলে নাকি প্রিয় মানুষটা হারিয়ে যায় আর এটাই হয়ত প্রিয় মানুষকে হারানোর সব থেকে সহজ উপায়।

আমি যখন ১০ম শ্রেণিতে পড়তাম তখন আমার বাড়ির পাশের একটা বন্ধু সম্পর্কে জড়িয়ে পড়ে। এটা ছিলো তার জীবনের প্রথম ভালোবাসা আর প্রথম ভালোবাসার অনুভূতি কেমন হয় সেটা হয়ত আপনারা সকলেই কম বেশি অনুভব করতে পারেন।

প্রথম অবস্থায় তাদের মধ্যে বোঝাপড়া অনেক ভালো ছিলো। আমরা অন্য বন্ধুরা শুধু দেখতাম, সারাদিন ফোনে কথা বলা আর মেসেজ করা, কোথাও ঘুরতে গেলে আমাদের সময় না দিয়ে ফোন নিয়েই ব্যস্ত। যদিও আমরা তাতে কিছু মনে করতাম না কারন বন্ধুতো।

একটা মজার ঘটনা শেয়ার করি -

IMG_20250220_224410_110.jpg

বাংলাদেশের খুলনায় জেলার ভিতরেই তিল ডাঙা গ্রামে অনেক বড় কালী পূজা অনুষ্ঠিত হয়। ক'দিন পরই এবছরের পূজা অনুষ্ঠিত হবে। তবে আমি বলছি ২০২১ সালের কথা। তখন আমার বন্ধুর সাথে ঐ মেয়েটার সম্পর্ক ছিলো।
এখানে অনেক জায়গায় থেকে লোকজন আসেন পূজা দেখার জন্য আর একারনে ভীষণ রকম ভীড় হয়। তিলডাঙা গ্রামে আমার পিসিমার বাড়ি৷ তাই পূজায় গেলে রাতে পূজা দেখে পিসিমার বাড়িতেই থাকি।

সে বার আমার সাথে আমার বন্ধুও গিয়েছে এবং অন্য দিক থেকে সেই মেয়েটাও নাকি তার পরিবারের সাথে ওখানে আসছে। আমরা সন্ধ্যার দিকে পিসিমার বাড়িতে পৌঁছে যাই এবং ব্যাগ পত্র রেখে পূজার স্থানে চলে যাই।
ওখানে এত লোকের ভীড়ের মধ্যে মোবাইলে নেটওয়ার্ক পায় না একটুও আর একারনে ওরা দু'জন যোগাযোগ করতে পারছিলো না। তখন আমার বন্ধু আমাকে নিয়ে ঐ মেয়েটাকে খোজা শুরু করেছে।

IMG_20250220_224408_430.jpg

অনেক বড় জায়গা নিয়ে পূজা হয়, হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে যাচ্ছে তবুও কিছু বলতে পারছি না কারন অনেক আশা নিয়ে এসেছে। রাত প্রায় ১১ টা পর্যন্ত খোজার পর যখন আর পাওয়া গেলো না তখন আমি ওকে নিয়ে পিসিমার বাড়িতে চলে যাই রাতের খাবার খাওয়ার জন্য।
ঠিক তখন ঐ মেয়েটা ফোন করে বলে যে, তারা এতক্ষণ আত্মীয়ের বাড়িতে ছিলো এখন পূজার এখানে আসছে এই কথা শুনে দু'জন দু'জনের দিকে তাকিয়ে হাসা ছাড়া আর উপায় ছিলো না।

তবে খারাপ লাগার বিষয় হলো কয়েক বছর পর ওরা আলাদা হয়ে যায়। আমার বন্ধু এই সম্পর্কটা টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছে তবে মেয়েটার একটাই কথা পরিবার থেকে মানবে না!

পরিস্থিতির মোকাবিলা করার থেকে পরিস্থিতি থেকে পিছিয়ে আসাটাই উচিত মনে করেছে। তবে কয়েকদিন পর জানতে পারে যে, মেয়েটা অন্য কারো সাথে কথা বলে অনেক দিন ধরে।

সেই মুহুর্তে আমি আমার বন্ধুকে নিয়ে প্রতিদিন ঘুরতে যেতাম এবং সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম তবে তাতে খুব বেশি লাভ হয় না।

তাই এ কথা সত্য যে,

সময়ের সাথে সাথে মানুষের মনের রং ও বদলায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার শেয়ার করা গল্পটি খুবই হৃদয়স্পর্শী, বিশেষ করে সম্পর্কের উত্থান-পতনের সময়কাল। সত্যি কথা বলতে, মানুষ কখনোই সত্যিকার ভালোবাসা পায় না,
ভালোবাসা কখনো কখনো জীবনের সবচেয়ে অমূল্য জিনিস হয়ে ওঠে, কিন্তু এটা ধ্বংসও হতে পারে। আপনার লেখাটির মধ্যে সেই অনুভূতি খুবই স্পষ্ট হয়েছে, ধন্যবাদ শেয়ার করার জন্য।

দাদা সত্যি কথা বলতে ফুলের ছবি গুলো প্রথমে দেখে ভেবেছিলাম যে এটা কোনো ফটোগ্রাফির পোস্ট। কিন্তু যখন লেখাটা পড়লাম তখন আমার ভুল ভাঙলো। লেখা গুলো ছবির মতোই আমার কাছে খুব ভালো লেগেছে। তুমি ঠিক কথায় বলেছো বর্তমানে প্রকৃত ভালেবাসার কোনো মূল্য নেই৷ সবাই ভালোবাসার ভিতর স্বার্থ খুজে বেড়ায়।

ভালো লাগলো দাদা তোমার লেখাটা পড়ে। ভালো থেকো।

ভালোবাসার কোন রং হয় না ভালোবাসা প্রকাশ করা যায় না শুধুমাত্র অনুভব করা সম্ভব সবাই যদি ভালোবাসা প্রকাশ করতে পারতো তাহলে এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া আর কিছুই থাকতো না। একেকজনের প্রতি একেক রকম ভালোবাসা থাকে বাবা-মায়ের প্রতি একরকম নিজের ঘনিষ্ঠ প্রিয় শখের মানুষের জন্য এক রকম বন্ধু-বান্ধবের জন্য এক রকম।

আপনি আপনার বন্ধুর কথা আমাদের সাথে শেয়ার করেছেন যে কিনা প্রতিটা সময়ে শুধুমাত্র নিজের শখের মানুষকে সময় দিতে অনেক বেশি পছন্দ করত। কিন্তু অনেক চেষ্টা করেও তারা তাদের সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে না এর চাইতে বড় খারাপ লাগার বিষয় হয়তো বা কিছুই হতে পারে না ভালোবাসার রং নিয়ে আপনার মনের অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।