নমস্কার বন্ধুরা! আশা করি সকলে অনেক ভালো আছেন। শীত যেমন ধীরে ধীরে এগিয়ে আসছে সেই সাথে সকালে ঘুম থেকে ওঠার আলসেমিটাও অনেক বাড়ছে। অন্যান্য সময় সকালে উঠতে পারলেও শীতের সকালে বিছানা ছাড়তেই যেন মন চায় না। মনে হয়, আর কিছুক্ষণ কম্বল গায় জড়িয়ে শুয়ে থাকি।
গাছের চারা একজায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হচ্ছে |
---|
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম সাথে সাথে কারন বিছানা ছেড়েই তৎক্ষনাৎ ফ্রেশ না হলে আমার অস্বস্তি লাগে। তারপর হাঁটতে হাঁটতে রাস্তায় আসলাম। যদিও হাঁটার জন্য খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না তবে একটু বেলা করে উঠেও কিছুসময় হেঁটে শরীরচর্চা করার চেষ্টা করি। আর হ্যা, অবশ্যই খালি পেটে এক গ্লাস জল খেয়েছিলাম। আমার জেটুদের বাড়ি আমাদের বাড়ির পাশেই। সকাল সকাল দেখি জেটু এক জায়গা থেকে অন্য জায়গায় গাছ নিয়ে যাচ্ছে রোপণ করার জন্য।
এই গাছটা বাড়ির ভিতরে হয়েছিলো তাই চারা অবস্থায় অন্যত্র সরিয়ে নিচ্ছে। এই গাছটার নাম বকুল গাছ। আশা করি বকুল গাছ আপনারা সকলেই চেনেন। বকুল ফুলের ঘ্রাণ আমার ভীষণ প্রিয়। আচ্ছা! বকুল ফুলের মালা গেঁথেছেন কখনও আপনারা?
ছোটবেলায় বকুল ফুলের মালা গেঁথে গলায় দিতাম। বকুল ফুল সংগ্রহ করে সেগুলো বইয়ের পাতার ভাজে ভাজে রেখে দিতাম তাহলে যখন বই খুলতাম তখন সুন্দর ঘ্রাণ বের হতো। বকুল ফুলগুলো হয়ত শুকিয়ে যেত কিন্তু ঘ্রাণ ঠিকই বের হতো।
সকালের খাওয়া দাওয়ার পর পাশের দোকানে গিয়েছিলাম। বাড়িতে কয়েকটা স্ক্রু প্রয়োজন পড়ছিলো তাই গিয়ে সেগুলো কিনে আনলাম। শুধুমাত্র খাদ্য দ্রব্য সামগ্রী নয় বরং সকল কিছুর দাম বেড়ে গিয়েছে। কয়েকদিন আগেও এই স্ক্রু গুলোর দাম যেটা ছিলো সেই তুলনায় এখন কিছুটা বেশি। তবে প্রয়োজন পড়লে তো সকলের বাধ্য হয়ে কিনতে হয়। বাড়িতে এসে বাড়ির কাজে টুকটাক সাহায্য করলাম।
বাবলা পাতা |
---|
প্রতিদিন দুপুরে কিছু সময় ঘুমালেও এখন আর ঘুমাচ্ছিনা কারন শীতকালের বেলা ছোটো হয়ে গেছে। আজ বিকালে রাস্তায় হাঁটতে গিয়েছিলাম। সবুজ ধান ক্ষেতের পাশের রাস্তা দিয়ে হাঁটতে আমি বরাবরই ভালোবাসি। রাস্তার পাশে বাবলা গাছ রয়েছে। বাবলা গাছের পাতা খেয়েছেন কখনও? বাবলা গাছের পাতা চিবিয়ে খাওয়ার কিছু সময় পর জল খেলে খুব মিষ্টি লাগে। তবে সেক্ষেত্রে জালি পাতা খেতে হবে। আপনারা যদি না জেনে থাকেন তাহলে একদিন পরিক্ষা করে দেখতে পারেন।
পাশের ছোট্ট খালে অনেকে মাছ ধরছিলো। কেউ বা জাল দিয়ে আবার কেউ বঁড়শি দিয়ে মাছ ধরছিলো। বড়শি দিয়ে মাছ ধরাটা অনেক ধৈর্যের ব্যপার। গান শুনতে শুনতে রাস্তায় কিছু সময় হাঁটাহাটি করার পর আবার বাড়িতে চলে আসলাম।
সকালে সূর্যোদয় ও সন্ধ্যায় সুর্যাস্তের মুহুর্ত ভীষণ রকম ভাবে ভালো লাগে আমার। আজ সন্ধ্যার আকাশ লালচে ও ধূসর রঙ্গের মিশ্রণ ছিলো। অসাধারন লাগছিলো মুহুর্তটা তাই ক্যামেরা বন্দী করে রাখলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।
অনেক ছোট বেলায় বকুল ফুল নিয়ে মালা গাঁথার জন্য বকুল ফুল কুড়াতে যেতাম তখন গাছে উঠতে পারতাম না বলে গাছের নিচে যে ফুল গুলো পড়ে থাকত সেই ফুল গুলো নিয়ে আসলাম আমাদের বাসা থেকে কিছুদূর গেলে একটি বড় বকুল গাছ ছিলো।
যাই হোক বকুল ফুলের ঘ্রাণ আমারও অনেক ভালো লাগে এবং এটা সবার ভালো লাগে বলে আমার মনে হয়। এবং সকালে সূর্যোদয় ও সন্ধ্যায় সুর্যাস্তের মুহুর্ত আমার কাছে অনেক ভালো লাগে আমি মাঝেমধ্যে তার ফটোগ্রাফি ধারণ করি যা আপনারা কম বেশি দেখেছেন।
যাই হোক সুন্দর একটি লেখা এবং আপনার দিনের কার্যক্রম গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলায় আমিও গাছে উঠতাম না বকুল গাছকর নিচে যে ফুলগুলো পড়তো সেগুলো সংগ্রহ করতাম। আর তাই দিয়েই মালা গেঁথে গলায় দিতাম। বকুল ফুলের গন্ধ সত্যি অনেক পছন্দের আমার। পাকা বকুল ফলও খেতে ভালো লাগে। সূর্যোস্তের মুহুর্ত আমার কাছে বেশি ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit