Better Life With Steem || The Diary game || 12th January 2025

in hive-120823 •  10 days ago 

Hello Everyone,,,

IMG_20250112_202832_137.jpg

IMG_20250112_202831_937.jpg

নতুন বছর কেমন কাটছে সবার? আমার কিন্তু খুব সাদামাটাই কাটছে এখন পর্যন্ত, পরবর্তীতে কি হবে জানি না। জীবনের প্রতিটা পদক্ষেপে আমাদের পরীক্ষা দিতে হয় আর এই পরীক্ষা সারাজীবন ব্যাপি দিতে হয়। প্রকৃত পক্ষে আমাদের পরীক্ষা কখনওই শেষ হয় না।

ধৈর্য্য ও সংযমের নীতি মেনে চললে জীবনে ভালো কিছু আসবে এটা আমরা সকলেই জানি তবে এই নীতিটা কয় জনই বা মেনে চলতে পারে বলুন তো। খারাপ সময়ে ধৈর্য্য রাখা উচিত তবে সত্যি বলতে উচিত - অনুচিতের জ্ঞান সবার থাকলেও পরিস্থিতি সামনে আসলে ধৈর্য্য হারিয়ে ফেলি আমরা।

প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আজও কুয়াশায় মোড়ানো সকাল দেখতে পেলাম। যেটা শীতকালের চিরচেনা সৌন্দর্য্য। যদিও অন্য দিনের তুলনায় আজ কুয়াশা কিছুটা কম ছিলো, তবে ঠান্ডা যেন দিন দিন আরও প্রবল হচ্ছে।

কিছু সময় হাঁটাহাটি করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে টুকটাক কাজ করতে হচ্ছে আর কাজের ভিতর থাকলে শীত অনেকটা কম লাগে।

IMG_20250112_202831_883.jpg

IMG_20250112_202831_343.jpg

আমাদের বাড়িতে লিচু গাছ ও জামরুল গাছ রয়েছে এটা আগে অনেকবার বলেছি আপনাদের সাথে। এখনও পর্যন্ত লিছু গাছে কোনো ফুল না আসলেও জামরুল গাছে বেশ ভালো পরিমাণে ফুল ধরেছে। যদি ফুলগুলো ঝরে না যায় তাহলে অনেক জামরুল ধরবে এটা দেখেই বোঝা যাচ্ছে। ক'দিন পর আম গাছে মুকুল ধরবে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে যদিও বাড়িতে কাঁঠাল গাছ নেই।ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতিও তার রূপ বদলে ফেলে। আমাদের চোখের সামনেই এই রূপ বদল হয় তবে আমরা সেটা বুঝতে পারি না শুধুমাত্র সৌন্দর্যটা অনুভব করতে পারি।

IMG_20250112_202831_444.jpg

সকাল হতে না হতেই দুপুর হয়ে যাচ্ছে। ভালো বিষয় হলো দুপুরে রোদ বেরোচ্ছে প্রতিদিন আর এই সুযোগে স্নান সেরে ফেলছি। মাঠ থেকে ফসল উঠতে না উঠতে আবারও নতুন করে ফসল চাষ করার প্রস্তুতি নিচ্ছে লোকজন। তবে এসময় আমরা ফসল চাষ করি না।

এসময়ে ফসল চাষ করলে কৃত্রিমভাবে জলের সরবরাহ করতে হয় এজন্য জলের সমস্যা দেখা যায়। তবে যাদের জল সেচ দেওয়ার জন্য জমির আশেপাশে নালা রয়েছে তারা চাষ করে।

দুপুরে স্নান সেরে বাড়িতে বসে আছি, তখন আমার দাদার মেয়ে এসেছে আমাদের বাড়িতে। আমার মেজ জেঠিমা ওকে কোলে করে নিয়ে এসেছে এবং এসে আমাকে ডাকছে। আমি ঘর থেকে বাইরে গিয়ে দেখলাম, খালি গায়ে
আর হাতে জামা নিয়ে দাঁড়িয়ে আছে দাদার মেয়ে!

জামাটা নাকি আমাকেই পরিয়ে দিতে হবে, অন্য কেউ পরালে হবে না। কি আর করার বলুন তো! আমিই ওকে জামা পরিয়ে দিলাম।

বিগত দিন কি হয়েছে শুনুন -

ওর দাদু অর্থাৎ আমার মেজ জেটু পুকুরে স্নান করতে গিয়েছে। তখন ও বলছে -

  • দাদু, পুকুর ঘাটে কি করছো?

উওরে জেটু বলছে : স্নান করবো আমি। তারপর ও বললো -

  • তাড়াতাড়ি ঘাট থেকে সরে আসো, নাহলে আচাড় খাবার খাবানে!

আচাড় খাবার বলতে ( পড়ে যাওয়ার) কথা বুঝিয়েছে। গ্রাম্য ভাষার পড়ে গেলে অনেকে আচাড় খাওয়া বলে। ওর কাছে এটা নাকি আচড়া খাবার!

ওর যে নিত্য নতুন ও উদ্ভট কথা বার্তা কি করে মাথায় আসে বুঝি না।

IMG_20250112_202831_222.jpg

বিকালে রাস্তায় হাঁটতে বেরোলাম। তখন চোখে পড়লো চাঁদ উঠেছে সূর্যের তেজ কমার সাথে সাথে শীত যেন হুমড়ি খেয়ে পড়ে, তাই বাড়িতে চলে আসলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার দৈনিক জীবনের কাজকর্ম পড়ে, খুব ভালই লাগছে দাদা। আমাদের বাসার আগে জামরুলের গাছ ছিল, প্রচুর পরিমাণ এই গাছে ফল ধরে থাকে। আমাদেরটা ধরতো সাদা জামরুল। আপনি ঠিকই বলেছেন ধৈর্য মানুষকে অনেক কিছু শিখায়, আবার সফলতাও নিয়ে আসে, আমাদের সবারই উচিত ধৈর্যধারণ করা, এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনাকে ধন্যবাদ দাদা! ভালো, থাকবেন,সুস্থ থাকবেন।

আপনার মত করে এখনো আমার জীবনে একেবারেই সাদামাটা ভাবে কেটে যাচ্ছে আসলে আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপ নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে পরীক্ষা দিতে হয় আর আমাদের জীবনে কখন কি ঘটবে সেটা আমরা কেউ আগে থেকে বলতে পারি না।

বর্তমান সময়ে পুকুরঘাট কিংবা কল পাড় প্রতিটা জায়গায় শেওলা এত পরিমানে বৃদ্ধি পেয়েছে যেটা বলে বোঝানো সম্ভব না মাঝে মাঝে আমি নিজেও কল পাড়ে পড়ে যাই কি আর বলব ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বাড়ির লিচু গাছ এবং জামরুল গাছের ফুলের কিছু ফটোগ্রাফি আপনার পোষ্টের মাধ্যমে দেখে অনেক ভালো লাগলো। এবং এটা একদম ঠিক কথা বলেছেন পরিস্থিতি সামনে আসলে আমরা ধৈর্য হারা হয়ে যাই । এবং যে কোন খারাপ সময় আসলে অবশ্যই আমাদের ধৈর্য ধারণ করতে হবে । নতুন বছর আপনার অনেক সুন্দর ভাবে কাটবে এই কামনা করি শুভকামনা রইল আপনার জন্য।