Better Life With Steem || The Diary game || 12th May 2024

in hive-120823 •  4 months ago 

নমস্কার বন্ধুরা!

20240512_224017_0000.jpg
সকাল থেকে দুপুর
IMG_20240512_162751.jpg

বেশ কিছুদিন যাবত দিনের শুরুটা হচ্ছে বৃষ্টির মুখ দেখে। তবে আজ খুব সকালে ঘুম থেকে উঠলেও বৃষ্টির দেখা পেলাম না। আজকের আকাশ বেশ রোদ ঝলমলে অবস্থায় ছিলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খালি পেটে দুই গ্লাস জল খেলাম। সকালে খালি পেটে খাওয়া আমার ছোটবেলার অভ্যাস আর এটা খুব ভালো অভ্যাস বলে আমি মনে করি।

তারপর বই নিয়ে বসলাম। কিছু সময় পড়ার পর খুব খিদে পেয়ে গেলো। তখন বাইরে থেকে কিছু খাবার এনে সকালের খাওয়াটা শেষ করলাম। পেট টা ঠান্ডা করে ফোনটা হাতে নিয়ে কমিউনিটির কিছু পোস্ট পড়লাম এবং কমেন্ট করলাম।

IMG_20240512_162046_799.jpg

পরীক্ষা শেষ হওয়ার পর আর কোচিং শুরু করা হয় নি তাই ভাবলাম আজ স্যারের সাথে একটু দেখা করতে যাবো এবং পড়ার বিষয়ে কথা বলবো। সেই উদ্দেশ্যে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। প্রয়োজন ছাড়া যেহেতু বাসা থেকে বেরোনো হয় না তাই হাঁটাহাঁটিও তেমন হয় না। তাই হেটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ১০/১২ মিনিট হাঁটলেই স্যারের কাছে পৌঁছালাম এবং প্রয়োজনীয় বিষয়ে কথা বলে আবারও বাসার উদ্দেশ্য রওনা হলাম।

বাসায় আসার পথে দেখলাম একজন লিচু বিক্রি করছে। আমি বিগত কয়েকটা পোস্টে বলেছিলাম যে, লিচু আমার সব থেকে প্রিয় ফল। আমাদের বাড়িতেও লিচু গাছ রয়েছে তবে এবার গরমের কারনে গাছে একটাও লিচু নেই। তাই খেতে ইচ্ছা হলে কিনে খাওয়া ছাড়া উপায় নেই। একজন লিচু বিক্রেতা ১০০ লিচু ৩০০ টাকা দরে বিক্রি করছে। আমি সেখান থেকে ৫০ টা লিচু কিনলাম।

ProductBD priceSteem price
লিচু ৫০ পিস১৫০ টাকা3.39

বাসায় এসে একটু বিশ্রাম নিয়ে স্নান সেরে নিলাম। ওহ! স্নান করার আগে রান্নাটাও শেষ করেছিলাম। স্নান করে এসে দুপুরের খাবার খেলাম এবং কিছু সময় ঘুমিয়েছিলাম।

সন্ধ্যার পরবর্তী কার্যক্রম
IMG_20240512_161740_548.jpg
IMG_20240512_161740_605.jpg

সন্ধ্যার পর আমি আর কৌশিক আবারও বিগত দিনের মতো রাস্তায় হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে হাটঁতে খুলনার সাতরাস্তায় চলে আসলাম। বাসা থেকে অবশ্য সাতরাস্তা খুব বেশি দুরে অবস্থিত নয়।

IMG_20240512_161739_823.jpg

বেশ কিছু দিন যাবত ভাবছি মায়ের জন্য একটা রাইস কুকার কিনবো। গ্রামের দিকে জ্বলানির তেমন কোনো অভাব নেই এজন্য বাড়িতে রাইস কুকারের যে খুব বেশি প্রয়োজন পড়ে তেমন না। তারপরও এর জন্য মায়ের অনেক সুবিধা হবে। আগে থেকে মাকে কিছু না জানিয়েই কিনে নিয়ে যাবো। আজ যেহেতু তেমন কোনো কাজ নেই এবং হাতে সময় নিয়েই ঘুরতে বেরিয়েছি তাই ভাবলাম আজ কিনতে যাবো। আমি আর কৌশিক ডাক-বাংলা চলে গেলাম এবং পরিচিত একটা দোকানে গিয়েছিলাম।

IMG_20240512_161740_667.jpg

নিজের প্রয়োজনানুসারে মাঝারি সাইজের একটা রাইস কুকার পছন্দ করলাম কিন্তু দাম শুনে একটু অবাকই হলাম বলতে পারেন কারন কিছুদিন আগেই অন্য একজনকে কিনে দিয়েছিলাম সেই তুলনায় অনেক অনেক বেশি চাচ্ছে। তারা তো যত বেশি চাইতে পারে আর কি! কিছুদিন আগেই যেহেতু কেনার অভিজ্ঞতা রয়েছে তাই সেভাবে দাম ঠিক করলাম এবং বিল মিটিয়ে দিলাম।

ProductBD priceSteem price
রাইস কুকার২৬৫০ টাকা৫৯.২০

তারপর গাড়িতে উঠে বাসায় চলে আসলাম। ভাবছি কাল একটু বাড়িতে যাবো এবং রাইস কুকারটা দিয়ে আসবো। আজ স্যারের সাথে কথা বললাম, কয়েকদিনের মধ্যে কোচিং শুরু করবো তার আগে এটা দিয়ে আসবো ভাবছি। আর এভাবেই আমি আমার আরেকটা দিনের কার্যক্রম শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

END

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

ঠিক বলেছেন ভাইয়া খালি পেটে পানি খেলে অনেক রোগ হতে মুক্তি পাওয়া যায় যার মধ্যে অন্যতম হলো গ্যাস্ট্রিক। এ কারণে আমিও সকাল বেলা খালি পেটে পানি খাই। আপনার পছন্দ ফল আর আমার পছন্দের ফল এক লিচু আমার অনেক ফেভারিট। ধন্যবাদ আপনাকে আপনি আপনার মায়ের জন্য একটি রাইস কুকার কিনেছেন। আপনার সারাদিনের কার্যক্রম আমাদের মাঝে তুলে আমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছেন তার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন

এটা আপনি ঠিক বলেছেন, খালি পেটে জল খেলে গ্যাসের সমস্যা দুর হয়। লিচু আমার অনেক প্রিয় এজন্য বাবা বাড়িতে লিচু গাছ লাগিয়েছে। প্রতিবছরই লিচু ধরে তবে এবার একটাও লিচু নেই। মায়ের জন্য একটা রাইস কুকার কিনলাম যাতে করে মায়ের একটু সুবিধা হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত করার জন্য।

Steem/SBD doller sell korle inbox. 01700817832 ডলার বিক্রি করলে যোগাযোগ করেন ধন্যবাদ.💖
Whatapp 01700817832

মনে হচ্ছে আপনাদের ওখানে লিছুর দাম কিছুটা কম আছে কেননা আমাদের ওখানে ১০০ পিসির দাম 500 টাকা। আপনি যেখানে কিনছেন ৫০ পিসি ১৫০ টাকা দিয়ে। ভালো লাগলো আপনার একটি দিনের কার্যক্রম পড়ে ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনার পরবর্তী দিনের কার্যক্রম পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন ‌।

প্রিয় ভাই, আপনার দিনলিপিটি পড়ে অনেক ভালো লাগলো। দিনটি আপনি দারুনভাবে উপভোগ করেছেন। দিনটি শুরু হয়েছিলো আপনার দুই গ্লাস পানি খাওয়ার মধ্য দিয়ে। সকালে পানি খাওয়া সত্যি অনেক ভালো অভ্যাস। আপনার লিচু কেনা দেখে আমারও মনে পরে গেলো লিচু কেনার কথা। কিন্তু গতকাল বাজারে গিয়েও আমি লিচু কিনতে পারি নি। কেননা আমাদের এদিকে লিচুর দাম প্রচুর।

মায়ের যাতে সুবিধা হয় সেই কারনে আপনি রাইস কুকার কিনেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনি মায়ের কথা খুব ভাবেন তা আর নতুন করে বলব না। কেননা আমরা সকলেই এই বিষয়ে অবগত। ভালো থাকবেন ভাই, শুভ কামনা রইলো।