Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক বেশি ভালো আছেন। শীতের আগমনের সাথে সাথে ঘরে নতুন ফসল তোলার ধুম লেগে গেছে। যদিও অনেক জায়গায় ফসল তোলার কাজ শেষ, তবে আমাদের এখানে সবেমাত্র ফসল কাটা শুরু হয়েছে।
বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার তারতম্যের কারনে সাধারণত এমন আগে - পরে হয়ে থাকে। তাছাড়া একেক অঞ্চলে একেক জাতের ধানের বীজ রোপন করা হয়। আজ থেকে আমাদের ধান কাটার কাজ শুরু হবে।
তাই লোক ঠিক করে রাখা হয়েছে তিনজন। যদিও এখন সকলে ফসল কাটতে ব্যস্ত এজন্য লোক পাওয়া খুব কষ্টকর হয়ে যায় তবে অনেক খোঁজার পর তিনজনকে পাওয়া গেছে।
আমি আগেও ফসল কাটাতে গিয়েছি তবে আমাকে কেউ জোর করে না যাওয়ার জন্য। তবে এবছর যেহেতু বাড়ি আছি, তাই ভাবলাম আমিও যাবো ফসল কাটতে, এতে কিছুটা হলেও তো উপকার হবে।
ফসল কাটার জন্য যাদের ঠিক করা হয়েছিলো তারা অনেক সকালেই মাঠে গিয়ে ফসল কাটা আরম্ভ করেছিলো । বাবা আর আমি সকালে খাওয়া দাওয়া শেষ করে রওনা হলাম।
বিগত বছরের তুলনায় এবছর বেশ ভালো ফসল হয়েছে |
---|
বাড়ি থেকে ফসলের জমিতে পৌঁছাতে অনেক সময় লাগে। মাঠে পৌঁছে দেখি অনেকটা ফসল কাটা হয়ে গেছে। ফসলের কাছে পৌঁছে ওদের সাথে আমি আর বাবা ধান কাটতে শুরু করি। প্রথমে খুব ভালোই লাগছিলো তবে ঘন্টা খানেক কাটার পর হাতে ব্যথা করতে শুরু করে। আসলে প্রথম দিন কোনো কাজ করতে গেলে অল্পতেই হাঁপিয়ে যেতে হয়।
অর্ধেক জমির ধান কাটা হয়েছে মাত্র |
---|
যতই খারাপ লাগে না কেন আমি কিন্তু কাজ করা বন্ধ করিনি। প্রায় দুপুর হয়ে গেলো ততক্ষণে অর্ধেক জমির ধান কাটা হয়েছে। সকলে বসে একটু জল খেলাম ও বিশ্রাম নিলাম তখন কয়েকটা ফটোগ্রাফি করে রাখলাম। ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন যে ধান কেটে রোদে শুকাতে দেওয়া হয়েছে এবং ৩/৪ দিন পর এগুলোকে বাড়ি নিয়ে যেতে হবে।
আসলে আমাদের তো খুব বেশি জমি নেই। কয়েকদিন আগেও আমি জানতাম না যে আমাদের কতটুকু জমি রয়েছে, আসলে ছোটবেলা থেকেই দেখছি যে বাবা এগুলোর দেখাশুনা করেন। সত্যি বলতে বাবা মা কর্মক্ষম থাকতে হয়ত সবাই একটু খামখেয়ালি চলাফেরা করে এবং কোনো দায়িত্ব কাঁধে নিয়ে চায় না। আমি ঠিক তেমনই কখনও এসব বিষয়ে কথা বলি না বাবার সাথে।
তবে আজ যখন দু'জন একসাথে বিলে আসছিলাম তখন শুনলাম যে আমাদের কতটুকু ফসলি জমি রয়েছে। অন্য জায়গায় কিভাবে জমির হিসাব করা হয় জানি না তবে আমাদের এদিকে বিঘা ও কাঁটা হিসাবে জমির পরিমাপ করা হয়। ২০ কাটাতে ১ বিঘা হিসাব করা হয়। সেই হিসাবে আমাদের ৪.৫ বিঘার মতো ফসলি জমি রয়েছে।
ধান কাটা সম্পূর্ণ হয়েছে |
---|
তবে এই জমিগুলো তো একজায়গায় নয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। আজ যেখানে ধান কাটতে এসেছি এখানে ১.৫ বিঘা জমি। এখান থেকে কিছুটা দুরে আরেকটা জমি রয়েছে। আমাদের খুব বেশি নেই তবে যেটুকু আছে তাতেই খুশি কারন অনেকে রয়েছে যাদের শুধু বাড়িঘর ছাড়া আর কিচ্ছু নেই তারা যদি তাতে খুশি হতে পারে তাহলে আমরা কেন নই।
মাথায় করে ধান নিয়ে যাওয়া হচ্ছে |
---|
গ্রামের মানুষের একটা খুব সহজ ভাবনা থাকে সেটা হলো - জমি থেকে যে ধান উঠবে সেটা সারাবছর নিজেদের প্রয়োজন মিটানোর পর যেটা থেকে যাবে বছর শেষে সেটা বিক্রি করে কিছু টাকা হাতে পেলেই তাতে খুশি। বিগত বছর সকলের ফলন খুব খারাপ হয়েছিলো আমাদের দিকে। তবে তারপর এবছর অনেক ধান বিক্রি করতে পেরেছি। ঈশ্বরের কৃপায় এবছর খুব ভালো ফসল হয়েছে।
ধান কেটে ক্লান্ত শরীরে বাড়ি ফেরার মুহুর্ত |
---|
এই জমির সকল ধান কাটা হয়ে গেলে আমি আর বাবা বাড়িতে চলে আসলাম আর অন্যরা আমাদের পাশের অন্য একটা জমিতে আবারও ধান কাটতে চলে গেলো। ছোটবেলা থেকে খুব অভাবের মধ্যেও দিন পার করিনি আবার বিলাসী জীবনও কাটায়নি।
নিজের চাহিদাগুলোকে সব সময় সীমিত রেখেছি, আমি একটা বিষয় মন থেকে বিশ্বাস করি, যার চাহিদা যত কম তার সুখ তত বেশি!