Hello Everyone,,,
অনেক দিন পর বিগত দিন মাঠে ফসল কাটতে গিয়েছিলাম। যখন কাজ করেছি তখন খুব বেশি অসুবিধা হয় নি তবে আজ সকালে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। আজও বাড়িতে লোকজন ঠিক করা রয়েছে ধান কাটার জন্য।
আমি নিজে আজও আবার মাঠে কাজ করতে যেতে চেয়েছিলাম তবে সকালে ঘুম থেকে উঠে হাত আর নাড়াতে পারছি না এতটাই খারাপ অবস্থা। বাম হাতে এতটা বাজে অবস্থা যে কোনো কিছুই ধরতে পারছি না।
আপনারা যারা ধান কাটার কাজ করেছেন তারা হয়ত জানেন যে, বাম হাতে কতটা ব্যথা হয়। সব থেকে বড় কথা যাদের কাজ করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে তাদের খুব বেশি সমস্যা হয় না তবে আমি তো এবছর প্রথম গিয়েছি তাই হয়ত এতটা ব্যথা হয়েছে।
শুনলে অবাক হবেন যে, এতটাই ব্যথা হয়েছে যে বাম হাত দিয়ে মোবাইলটাও ধরতে পারছি না, এক হাত দিয়ে সব কাজ করতে হচ্ছে। তাই যাওয়ার ইচ্ছে থাকলেও আজ যেতে পারিনি, তাই ভাবলাম একদিন রেস্ট নিয়ে কাল আবার যাবো।
আজকের সকালটা বেশ রৌদ্রজ্জ্বল ছিলো তাই শীতও কম লাগছিলো। আজ যেহেতু সবাই অন্য একটা জমিতে ধান কাটতে গিয়েছে তাই বিগতদিন যেখানে ধান কাটা হয়েছিলো সেখানটা দেখে আসতে হবে যে সব কিছু ঠিক আছে কিনা। আসলে জমির আশেপাশের অনেকেই তাদের পোষা গরু জমিতে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখে তাই সেগুলো অনেক সময় ধানের ক্ষতি করতে পারে এজন্য মূলত দেখতে যেতে হয়। তাই এত দায়িত্বটা আমার উপর পড়লো। তাছারা ধান কেটে রাখার ২/৩ পর শুকিয়ে তারপর বাড়িতে আনতে হয়।
তাই সকালে খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর আমি মাঠে গিয়েছিলাম। বিগত পোস্টেই বলেছিলাম যে, বাড়ি থেকে অনেকটা দুরে অবস্থিত জমিটা। একা একা হাঁটতে হাঁটতে মাঠে গিয়ে সব কিছু দেখলাম যে ঠিক আছে কিনা। ওখানে কিছুক্ষণ থাকার পর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
নির্জন রাস্তা দিয়ে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে করতে বাড়ি চলে আসলাম। রাস্তার দু'পাশ দিয়ে গাছের সারি যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। বাইরে ভীষণ রোদ থাকলেও দু'পাশে গাছপালা থাকার কারনে রোদ ও ছায়া দুটো মিলেই ছিলো রাস্তার পরিবেশ। মাঠ থেকে বাড়িতে এসে স্নান সেরে, দুপুরের খাবার খেয়ে নিলাম।
বিগতদিন ঢাকা থেকে দুদিনের ছুটিতে দাদা বাড়িতে এসেছে । আমাদের এখানে দু'দিন বাজার বসে,বৃহস্পতিবার ও রবিবার। তবে বৃহস্পতিবারের তুলনায় রবিবার বাজারে লোকসংখ্যা অনেক কম থাকে। দাদা আর আমি বিকালে বাজারে গিয়ে প্রয়োজনীয় বাজার করলাম। বাইরে ভীষণ ঠান্ডা তাই দ্রুত বাড়িতে চলে আসলাম। আর এভাবেই আমি আমার কার্যক্রম শেষ করলাম। সকলে ভালো থাকবেন।