Better Life With Steem || The Diary game || 16th December 2024

in hive-120823 •  4 days ago 

Hello Everyone,,,

আশা করি, সকলে ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আমার বিগত পোস্টগুলো থেকে হয়ত জানতে পেরেছেন যে, আমার এখানে ফসল তোলার কাজ চলছে। তাই আমিও বাড়িতে বসে থাকতে পারি না তাই সবার সাথে কাজ করার চেষ্টা করছি।

তবে অনেক দিন পর কাজে যাওয়ার কারনে ভীষণ শরীর খারাপ লাগছিলো আর হাতে ব্যথা হয়েছিলো তবে বিগতদিন বাড়িতে বিশ্রামের পর আজও আবার কাজে গিয়েছিলাম। যত দ্রুত সম্ভব ফসল বাড়িতে তুলবে হবে না হলে যদি হঠাৎ করে বৃষ্টি নামে তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে।

তাছাড়া মাঝে মাঝে আকাশ মেঘলা হয়ে আসছে এজন্য সকলে খুব চিন্তিত । যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাবা আর আমি ফসলের জমিতে চলে গিয়েছিলাম।

IMG_20241216_225646_021.jpg

অন্যান্য দিন কাজের জন্য লোক ঠিক করা থাকে তবে আজ কেউ নেই। আজ বাড়ির পাশের একটা জমিতে বিগত দিন ধান কাটার পর অল্প কিছু বাকি ছিলো সেগুলো আমি আর বাবা কেটে ফেলতে পারবো। একদিন বিশ্রামে থাকার পর শরীরটা বেশ ভালো অনুভব করছিলাম কাজ করার শক্তিও পাচ্ছিলাম বেশ। বিগত দিন যে জমিতে গিয়েছিলাম সেটা ছিলো বাড়ি থেকে অনেক দুরে তবে আজ যেখানে এসেছি এটা বাড়ির পাশেই। দু'জন মিলে তাড়াতাড়ি ফসল কাটা শেষ করলাম।

IMG_20241216_225645_698.jpg

কি ভাবছেন, আজকের মতো কাজ শেষ ?

একদমই না।

ধান কাটা তো হলো এবার এগুলো বাড়িতে আনতে হবে। বাড়ির কাছের জমি থেকে আনতে তো খুব বেশি সমস্যা হবে না তবে দুর থেকে আনতে কিছুটা ঝামেলায় পোহাতে হয়। বিগত একদিন আগে যে ধান কাটা হয়েছিলো সেগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে তাই সেগুলো আনার জন্য চলে গেলাম সেখানে।

সেখানে গিয়ে প্রথমে ধানের আঁটি বাঁধতে হবে তারপর জমি থেকে বয়ে রাস্তায় আনতে হবে এবং সব শেষ রাস্তা থেকে গাড়িতে করে বাড়ি আনতে হবে। শুনতে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে করা ঠিক ততটাই কষ্টকর ও সময়সাপেক্ষ, বলতে পারেন এগুলো করতে করতেই দিন শেষ হয়ে যাবে।

IMG_20241216_225646_554.jpg

সব কাজ শেষ করার পর শরীর এতটা ক্লান্ত লাগছে যেটা বলে বুঝাতে পারবো না। গাড়ি আগেই ঠিক করা ছিলো। গাড়িতে করে ধান বাড়িতে এনে সেগুলো আবার গাড়ি থেকে নামিয়ে রেখে স্নান শেষ করলাম তখন দিনের অন্ত হতে চলেছে।

IMG_20241216_225645_825.jpg

যাই হোক, সারা বছর তো নয় মাত্র কয়েকদিন একটু কষ্ট করতে হচ্ছে। সব ফসল যেহেতু এখনো আনা হয় নি তাই এখনও অনেক কাজ বাকি। পরবর্তী কয়েকদিনের মধ্যে হয়ত সব কাজ শেষ হবে।

এই মুহূর্তে বৃষ্টি হলে, পাড়ে এসে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ফসলগুলো বাড়িতে আনতে হবে। সন্ধ্যার পর একটু রাস্তায় বের হলাম এবং ভীষণ কুয়াশা দেখে আবারও বাড়িতে চলে আসলাম। অনেক দিন হলো, ব্যাডমিন্টন খেলা হয় না। আসলে সারা দিন কাজ করে আর খেলাধুলা করার শক্তি থাকে না। এভাবেই আমি আমার দিনের কার্যক্রম শেষ করলাম। ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

এই সোনালী ফসল যখন ঘরে তুলেন, তখন মনের ভিতরে একটা আনন্দ কাজ করে। আপনার পোস্টটি যখনই পড়ি দাদা, আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আপনার বাবার সাথে সাহায্য করেন,পড়ে অনেক ভালো লাগলো। ঠিকই বলেছেন আপনি এখন যদি কষ্ট না করেন, ধানগুলো ঘরে যদি না তোলেন হঠাৎ করে বৃষ্টি চলে আসলে সকল ধান নষ্ট হয়ে যাবে। আর সকল কষ্ট বিফলে যাবে। ধান তোলা শেষ হইলে কয়েকদিন পর তো আনন্দ আর আনন্দ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

কৃষকদের এখন আনন্দের দিন, কেননা সারা বছরের কষ্টের ফসল তারা এখন ঘরে তুলছে, আপনাদের বাসাতেও এখন উটসব চলছে, তবে পাশাপাশি আছে উতকন্ঠা। কেননা এই সময় বৃষ্টি হওয়া মানে ফসলের অনেক বেশী ক্ষতি সাধন হবে। আল্লাহ তেমন্টা অবশ্যই করবেন না।