Better Life With Steem || The Diary game || 24th October 2024

in hive-120823 •  3 months ago 
IMG_20241024_233524.jpg

কেমন আছেন সবাই?

আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। সময় আর পরিস্থিতি ক্ষণে ক্ষণে রং বদলায় তাই বলে আমাদের জীবন থেমে থাকে না। সব কিছুকে উপেক্ষা করে আমাদের জীবন অতিবাহিত করতে হয়। আর তাই আমি আমার জীবনের পার করে আসা আরেকটা দিনের কার্যক্রম তুলে ধরবো আপনাদের সাথে। চলুন তাহলে শুরু করা যাক -

IMG_20241024_110614.jpg

বিগত কয়েক দিন যাবত ঘূর্ণিঝড় ডানা নিয়ে অনেক খবরাখবর চোখে পড়ছে। আজ থেকে সেটার প্রভাব উপকূল অঞ্চলে পড়তে শুরু করবে বলে জানা গিয়েছে। তবে বাংলাদেশে হয়ত সেভাবে ক্ষয়ক্ষতি হবে না এমনটাই শোনা যাচ্ছে।

তবে ঘূর্ণিঝড়ের কিছুটা আভাস তো অবশ্যই পাওয়া যাবে। তাই হয়ত কাল সারারাত বৃষ্টি হয়েছে এবং সকাল থেকেও অনবরত বৃষ্টি হচ্ছে। সত্যি বলতে বৃষ্টির মুহুর্তটা অনেক বেশি ভালো লাগে। তবে সব ভালো লাগার মধ্যেও একটা খারাপ দিক রয়েছে।

বৃষ্টি শুরু হলে গ্রামের দিকে কারেন্ট থাকে না আর যদি বৃষ্টির সাথে কিছু ঝড়ো আবহাওয়া থাকে তাহলে তো কথাই নেই। একবার বিদ্যুৎ চলে গেলে কখন যে আসবে সেটা বলা মুশকিল। অবশ্য গ্রামে বৈদ্যুতিক তারের আশেপাশে গাছপালা অনেক বেশি থাকে। গাছের ডালপালা যদি বৈদ্যুতিক তারের সাথে স্পর্শ করে তাহলে দুর্ঘটনা ঘটতে পারে এজন্যই মূলত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখে।

IMG_20241024_122023.jpg

কমিউনিটির কিছু কাজ ছিলো তবে নেটওয়ার্ক না থাকার কারনে সম্পন্ন করতে পারছিলাম না। wifi ছাড়া যেন সবই অচল মনে হয়। এদিকে মোবাইলের নেটওয়ার্কও পাচ্ছিলো না তাই বাধ্য হয়ে ছাতা নিয়ে রাস্তায় চলে আসলাম নেটওয়ার্কের আশায় এবং সেগুলো সম্পন্ন করলাম। বিগত দুদিন আমার শরীর অসুস্থ তাই বৃষ্টির মধ্যে বেশি সময় বাইরে না দাঁড়িয়ে কাজ শেষ করে বাড়িতে আসছিলাম কিন্তু ততক্ষণে দাদার মেয়ে আমাকে ছাতা নিয়ে রাস্তায় যেতে দেখেছে। তাই বায়না জুড়ে দিলো তাকেও বৃষ্টির মধ্যে বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে।

বাচ্চারা বেশি সময় একজায়গায় বসে থাকতে পছন্দ করে না কিন্তু বৃষ্টির কারনে বাইরেও যেতে পারছে না তাই আমাকে দেখে এই বায়না শুরু করলো। কি আর করার ওকে নিয়ে কিছু সময় বাইরে হাঁটাহাঁটি করে বাড়িতে চলে আসলাম।

IMG_20241024_160002.jpg

আজ বৃহস্পতিবার। এদিন আমাদের এখানে বাজার বসে। অনেক দিন বাদে আমাদের বাড়িতে আমার মামা বাড়ি থেকে দাদু এসেছে বেড়াতে। অনেক দিন বললে ভুল হবে, প্রায় এক/ দেড় বছর পর এসেছে। বারবার ফোন করেও আনতে পারি না, শুধু দিদিমা আসে মাঝে মাঝে বেড়াতে।

তবে এবার দুজনকে আসতে বলেছিলাম তাই দু'জনই এসেছে একসাথে। তাই দাদুকে নিয়ে বাজারে ঘুরতে গিয়েছিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় আকাশ পরিষ্কার ছিলো তবে মাঝ পথে যেতেই বৃষ্টি নামলো তবে সঙ্গে করে ছাতা নিয়ে এসেছিলাম এজন্য ভিজতে হয় নি।

IMG_20241024_164146.jpg
IMG_20241024_164142.jpg

আমাদের বাজারে সাধারণত অনেক লোকের ভীড় হয় তবে বৃষ্টির কারনে অন্যদিনের তুলনায় বাজারে লোকসংখ্যা অনেক কম ছিলো। জিনিসপত্রের চড়া দামে বাজারের হাওয়া সব সময় গরম থাকে তবে বৃষ্টির কারনে আবহাওয়া বেশ ঠান্ডা থাকলেও বাজারের অবস্থা আগের মতোই ছিলো।

আজ বাজার করার দায়িত্ব আমার ছিলো না সেজন্য বাবা গিয়েছিলো বাজারে। আমিতো গিয়েছিলাম শুধুমাত্র দাদুকে নিয়ে ঘুরতে। আমরা কিছু সময় ঘোরাঘুরি করে বাড়িতে দিদিমার জন্য কিছু খাবার কিনে নিলাম।

IMG_20241024_160450.jpg

তারপর রাস্তার পাশ দিয়ে সবুজ ধান ক্ষেতের সৌন্দর্য্য উপভোগ করতে করতে বাড়িতে চলে আসলাম। বাতাসে মেঘলা আকাশের নিচে ধান ক্ষেত যেন নৃত্য করছিলো। বাড়িতে এসে সকলের সাথে বসে গল্প করছিলাম। এভাবেই আমি আমার দিনের কার্যক্রম শেষ করলাম। ভালো থাকবেন।

END
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

এই পোস্টটি @httr4life এর মাধ্যমে টিম 5 দ্বারা আপভোট/সমর্থিত হয়েছে। আমাদের দল সম্প্রদায়ে যোগ করে এমন সামগ্রী সমর্থন করে৷

image.png

@httr4life আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টের মূল্যায়ন করার জন্য। 🙏