Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তবে আজ ক্লান্ত শরীর নিয়ে পোস্ট লিখতে বসলাম। আপনাদের বিগত একটা পোস্টে বলেছিলাম যে, আমাদের গ্রামে কয়েকদিন পর নাম যজ্ঞ। তাই সেই উদ্দেশ্যে মাঝে মাঝে গ্রামে কালেকশন করতে হচ্ছে।
আজও কালেকশন করতে গিয়েছিলাম আর সেখান থেকে এসে শরীর একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। বিগত বছর যঙ্গ অনুষ্ঠিত হয়েছিলো শীত কালে তাই কালেকশন করতে খুব বেশি সমস্যা হয়নি তবে এবার চড়া রোদের মধ্যে কাজ করা অনেক বেশি কষ্টের। সারাদিন পর ক্লান্ত শরীর বিছানায় ছড়িয়ে না দেওয়া পর্যন্ত যেন শরীরে শক্তি পাচ্ছি না।
![]() |
---|
আজ সকালে ঘুম ভেঙেছিলো বন্ধুর ফোন পেয়ে। ফোন দিয়ে বললো যে আজ কালেকশনে যেতে হবে। আমাকে বিগত দিন কিছু বলেনি এজন্য এই বিষয়ে আমার কিছু জানা ছিলো না।
যাই হোক, ফোন পেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। সারাদিন খাওয়ার সময় হবে না তাই তাড়াহুড়ো করে ভাত খেয়ে নিলাম। তারপর বাড়ির পাশের দোকানে সবাই একত্রিত হলাম। সেখানে আগে থেকেই অনেকে উপস্থিত ছিলো। যাই হোক, আমরা দেরি না করে একসাথে ৫ জন বেরিয়ে পড়লাম।
গ্রামে বের হলে , একেক বাড়িতে একেক রকমের ফুল গাছেও দেখা মেলে। যদিও ব্যস্ততার কারনে সব সময় ফটোগ্রাফি করতে খেয়াল থাকেে না। একটা বাড়িতে ঢুকতেই বাড়ির গেটে কাগজ ফুল গাছ লাগানো ছিলো। গেটের উপর দিয়ে ফুল গাছটা যেন ঠিক ছাউনির কাজ করছিলো যেটা দেখতে সত্যি অসাধারণ লাগছিলো।
একটা বাড়িতে দেখলাম তুলে শুকাতে দিয়েছে। অনেকের বাড়িতে তুলা গাছ রয়েছে কয়েক বছর আগে আমাদের বাড়িতেও ছিলো তবে কেটে ফেলা হয়েছে কারন তুলা গাছ বাড়ির সামনেই ছিলো আর একটু বাতাস হলেও তুলা ছড়িয়ে পড়তো ঘরবাড়িতে।
তুলা দিয়ে বালিস তৈরি করা হয় আবার অনেকে এগুলো বিক্রি করে দেয়। তুলা প্রক্রিয়া করেই তো সুতা তৈরি করা হয়।
এটা হলো বিলম্ব ফল গাছ। ফলের নামটা একটু অদ্ভুত তাই না! বিলম্ব ফল দিয়ে টক রান্না করা হয়। কয়েকদিন আগে যখন ঠাকুমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে যখন নিমন্ত্রণের আয়োজন করা হয়েছিলো তখন টক রান্না করার জন্য বিলম্ব ফল কিনে এনেছিলো।
তবে আমাদের বাড়ির আশেপাশে কোথাও বিলম্ব গাছ দেখতে পারি না তাই কালেকশন করতে গিয়ে এক বাড়িতে বিলম্ব গাছ দেখলাম তাই কয়েকটা ছবি তুলে রাখলাম।
আজ অনেক জায়গায় ভূমিকম্প হয়েছে। আমাদের এখানেও ভূমিকম্প হয়েছে। আমরা প্রথমে ঠিকই পাইনি তবে পুকুরে জলের দিকে চোখ পড়তেই দেখলাম জলে ভীষণ ঢেউ হচ্ছে। অনেক দেশে বড় বড় বিল্ডিং ধসে পড়েছে যেটা সত্যি দুঃখজনক।
আমরা যে গ্রামে কালেকশন করতে গিয়েছিলাম সেখানেও নাম যজ্ঞ হচ্ছিলো। আমরা সেখান থেকে ঘুরে আসলাম। দুপুরে প্রখর রোদপর গরমকে উপেক্ষা করে অনেক লোক সেখান উপস্থিত ছিলো। যাই হোক, কিছু সময় আমরা সেখান থেকে বেরিয়ে আবারও আমাদের কাজে লেগে পড়লাম।
যাই হোক, আমাদের বাড়িত আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেলো তারপর ফ্রেশ হয়ে কিছু সময় রেস্ট নিলাম। আর এভাবেই আমার সারাদিনের কার্যক্রম শেষ করলাম। সকলে ভালো থাকবেন।
অনেক সুন্দর একটি উদ্যোগ আপনারা নিয়েছেন যার জন্য আপনারা কালেকশন করছেন। অবশ্যই এই কালেকশনের কথা আপনার জানা ছিলো না আপনার বন্ধুরা আপনাকে ফোন দিয়ে ঘুম থেকে ডেকেছে। যাই হোক তবুও তাদের ফোন পেয়ে আপনি তাদেরকে সাড়া দিয়েছেন এটা সত্যি একটি সচেতন ব্যক্তির কাজ। যাইহোক রোদের মধ্য চলাফেরা করা সত্যি কষ্টের ব্যাপার তবু আপনারা এই রোদের মধ্যে আপনাদের কার্যক্রম চালিয়ে গিয়েছেন এবং অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit