Better Life With Steem || The Diary game || 29th March 2025

in hive-120823 •  last month  (edited)

Hello Everyone,,,

আশা করি, সকলে অনেক ভালো আছেন। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আজ সকালেও খুব একটা তাড়াতাড়ি উঠতে পারিনি। সকালে যেন জানি ঘুমে চোখ খুলতে পারছি না ইদানীং। সকালেই যেন রাজ্যের ঘুম চোখের পাতায় ভর করছে।

তাই প্রতিদিনের ন্যায় সকালে ঘুম থেকে উঠতে খানিক দেরি হলো। তারপর ফ্রেশ হয়ে নিলাম।

IMG_20250329_232653_543.jpg

সকালের খাবার খেয়ে নিলাম সময় মতো। বাইরে যে রোদ সেই উত্তাপে ঘরেও থাকা যাচ্ছে না। তাই চেয়ার নিয়ে গাছের নিচে এসে বসলাম। গাছের নিচে ছায়া আর ফিরফিরে বাতাসে বেশ ভালোই লাগছিলো।

ফ্যানের বাতাসের সাথে প্রকৃতির বাতাসে এটাই পার্থক্য। চেয়ার বসে বসে অনেকক্ষণ বই পড়লাম, কয়েকদিন বাদেই পরিক্ষা।

কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, করোনা কালীন সময়ে যারা করোনার ভেকসিন দিয়েছিলো তাদের শরীরে অনেক নেতিবাচক প্রভাব শুরু হয়েছে। অধিকাংশ মানুষেরই নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সেই সময়ে সকলেই করোনার ভেকসিন দিয়েছিলো তাই সকলেই এর প্রভাবে প্রভাবিত হবে কম বেশি।

IMG_20250329_232652_851.jpg

IMG_20250329_232653_454.jpg

IMG_20250329_232653_138.jpg

দুপুরে সময় মতো স্নান সেরে নিলাম এবং দুপুরের খাবার খেয়ে নিলাম। দুপুরে কিছু সময় না ঘুমালে কেন জানি ভালো লাগে না। এটা আমার অভ্যাস হয়ে গেছে, কয়েক মিনিট হলেও ঘুমাতে হবে দুপুরে।

বিকালে হাঁটতে হাঁটতে বাড়ির পাশেই গিয়েছিলাম। তাদের বাড়িতে অনেক ধরনের ফুলের গাছ ছিলো। ফুল দেখলে আমি ফটোগ্রাফি না করে থাকতে পারি না। তাছাড়া ফুল দিয়ে খুব সুন্দর সুভাষ ছড়াচ্ছিলো । কয়েকটা ফটোগ্রাফি করে নিলাম সঙ্গে সঙ্গে।

IMG_20250329_232652_983.jpg

দু'দিন বাদেই নাম যজ্ঞ। তার আগেই ডেকোরেশনের সকল কাজ শেষ করতে হবে। তাই এই কাজে নিয়জিত লোকজন রাতের বেলায়ও কাজ করছেন। কাজ কত দুর হয়েছে এটা দেখতে গিয়েছিলাম, হয়ত কালকের মধ্যে গেট তৈরি হয়ে যাবে।

গ্রামের ধর্মীয় কাজগুলো সকলে মিলে সহযোগিতা করে করা উচিত। তবে আদোও কি সব জায়গায় সেটা হয়? আমার তো মনে হয় না।

একে অপরের প্রতি হিংসা, শত্রুতা এসবের প্রভাব পড়ে গ্রামের এসব কাজের বেলায় যেটা অনেক আগে থেকেই দেখে আসছি। যাই হোক, কিছু সময় তাদের কাজ দেখে বাড়িতে চলে আসলাম।

IMG_20250329_232653_735.jpg

আমাদের বাড়িতে দুটো বিড়াল ছিলো কিন্তু কয়েকদিন আগে একটা বিড়াল মারা গিয়েছে এটা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তবে অন্য টা এখনও আছে। রাতের বেলায় আমার পাশেই বসে ছিলো। ওর দিকে আমি হাত বাড়াতেই ওর হাতটা আমার হাতেই উপর তুলে দিলো,

হয়ত আমার হাতে হাত রেখে আমাকে কথা দিলো যে, আমার পাশে ও সব সময় থাকবে!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

গরমের দিনে এটা আমিও খুব বেশি করেছি একটি সময় এখন হয়তো বা সেটা পারি না তবে বাড়ি থাকতে গরমের সময় আমি চেয়ার নিয়ে বসে থাকতাম না একটি বিছানা নিয়ে গাছের নিচে গিয়ে বালিশ নিয়ে শুয়ে থাকতাম যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো।

মাঝে মধ্যে আমাদের শরীর অনেক ক্লান্ত হয়ে পড়ে তাই আমরা অনেক বেশি ঘুম পড়ে থাকি বা রাত জেগে ঘুমালে এটা হয়ে থাকে আমার মনে হয় আপনি অনেক বেশি রাত জাগছেন যার জন্য আপনার সকালে ঘুম ভাঙতে চাচ্ছে না।

যাইহোক নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন এবং সুন্দর একটি লেখা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

এই গরমের মধ্যে ফ্যানের বাতাসের চাইতে প্রকৃতির বাতাস অনেক বেশি উত্তম কেননা ফ্যানের বাতাস মনে হয় গায়ের মধ্যে লাগতে চায় না আসলে যারা করুনার সময় টিকা দিয়েছিল তাদের নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে জানিনা ভবিষ্যতে কি হবে আপনাদের গ্রামের মধ্যে যজ্ঞের অনুষ্ঠান শুরু হবে যার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম তুলে ধরার জন্য ভালো থাকবেন।