Better Life With Steem || The Diary game || 31th January 2025

in hive-120823 •  yesterday 

20250131_182830_0000.jpg

ভালো - মন্দ দুই ধরনের পরিস্থিতি মিলেই আমাদের জীবন। সুখের মুহুর্তে যেমন অতিরিক্ত অহংকার করা উচিত নয় তেমনই খারাপ সময়ে ভেঙে পড়া ঠিক নয়। ভালো ও মন্দ এই দুই ধরনের পরিস্থিতি পালাক্রমে আমাদের জীবনে আসতেই থাকবে।

সময় বদলায় সেই সাথে বদলায় আমাদের জীবনের পরিস্থিতি প্রয়োজন শুধু নিজের উপর বিশ্বাস ও ধৈর্য্য। জীবনে খারাপ সময় যদি বেশি দিন পর্যন্ত স্থায়ী হয় তাহলে বুঝতে হবে হয়ত সামনের দিনগুলোতে ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। সবাই সবটা বুঝতে পারি তারপরও নিজের মনকে শান্ত রাখা সত্যি কঠিন।

IMG_20250131_111346.jpg

শরীর বেশ খানিকটা দুর্বল হওয়ার কারনে সকালে কেউ ডেকে দিচ্ছে না আর তাছাড়া ইচ্ছে করেই দেরি করে ঘুম থেকে উঠছি। তবে আজ আর সেটা হলো না কারন সকাল হতে না হতেই দাদার মেয়ে এসে উপস্থিত।

কাকা কাকা ডাক শোনার পর না উঠে থাকা যায় না। তবে বেশ খানিকক্ষণ চুপ করে রইলাম তবে আমার ঘরে এসে মশারি উঁচু করে ডাক শুরু করলো। কোনো উপায় না পেয়ে এবার ডাক শুনতেই হলো আর তাছাড়া এত মিষ্টি করে ডাকে যে ডাক না শুনে থাকতে পারি না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওকে নিয়ে অনেকটা সময় হাঁটাহাটি করলাম।

IMG_20250131_120324_585.jpg

কিছু সময় ঘোরাঘুরি করার পর বাড়িতে এসে বিস্কুট খেলাম। সকালে ততক্ষণে মায়ের রান্না হয় নি। আমার বাবার সকাল হতে না হতেই খিদে লেগে যায়। তাই বাড়িতে সব সময় কিছু না কিছু খাবার এনে রাখি। এই চকলেট বিস্কুট আমার কাছে ভীষণ প্রিয়। সকলে মিলে বিস্কুট খেলাম আর তাছাড়া সকালে আমার ভাত খেতে ইচ্ছা করে না তাই অনেকটা বেলা করেই খাই। একবার হাম্বা ( গরু) আবার মেও ( বিড়াল) এর সাথে খেলা করতে করতে সময় কখন পার হয়ে যায় বোঝাই যায় না।

IMG_20250131_120324_874.jpg

IMG_20250131_120325_038.jpg

অনেকটা সময় আমাদের বাড়িতে থাকার পর যখন মায়ের কাছে যাওয়ার জন্য বায়না করছিলো তখন ওকে বাড়িতে এগিয়ে দিয়ে আসলাম৷ বছরের এই সময়টা যেন ফুল গাছগুলো নতুন করে সাজিয়ে তোলে নিজেকে। রংবেরঙের ফুলে সেজে ওঠে ফুল গাছ ও বাড়ির পরিবেশ।

সকালে বাবার খাওয়া আগেই হয়ে গিয়েছে। মায়ের পূজা শেষ করে আসতে আসতে কিছুটা দেরি হয় তাই মায়ের জন্য অপেক্ষা করি প্রতিদিন। মায়ের সব কাজ শেষ হলে আমি আর মা দু'জন মিলে খেতে বসলাম। গল্প করতে করতে মায়ের সাথে প্রতিদিন খাওয়া শেষ করা আমার জীবনের অনেক মূল্যবান মুহুর্ত।

IMG_20250131_120325_288.jpg

নিজের প্রিয় বিড়ালকে তো হারিয়েছি কয়েকদিন আগে। ওর কথা খুব মনে পড়ে তবে ওকে আর পাবো না। বাড়ির পাশে এক বন্ধুর বাড়িতেও বিড়াল রয়েছে। তাই যখন ওদের বাড়িতে যাই ওর বিড়ালটাকে কোলে নিতে খুব ভালো লাগে। ওর বিড়ালটাও আমার কোলে বেশ মানিয়ে নেয় নিজেকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার লেখা বেশ হৃদয়গ্রাহী এবং জীবনের বাস্তবতা ফুটিয়ে তুলেছে। খারাপ সময়ে ধৈর্য এবং বিশ্বাসের কথা যে আপনি তুলে ধরেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। মায়ের সাথে খাবারের সময় এবং বিড়ালের প্রতি আপনার ভালোবাসা সত্যিই সুন্দর মুহূর্ত। আপনার প্রতিদিনের জীবনের ছোট ছোট আনন্দগুলো সত্যি চমৎকার!

অনেক মূল্যবান কথা বলেছেন সময় ভালো থাকলে যেমন অহংকার করা উচিত নয় তেমনি খারাপ পরিস্থিতিতে ভেঙ্গে পড়াও ঠিক না।। সময় পরিবর্তনশীল সেটা যে কোন সময় যেকোনো ব্যক্তির পরিবর্তন হতে পারে।।

এটা সত্যি অনেক বেশি ভালো লাগলো মায়ের সাথে গল্প করতে করতে আপনার খাবার সম্পূর্ণ হয়।।

আপনি ঠিকই বলেছেন দাদা ভালো মন্দ মিলে, আমাদের এই জীবন। আজকে যদি আমাদের খারাপ দিন যায় অবশ্যই সামনে আমাদের ভালো দিনের অপেক্ষায় করছে! এই বিশ্বাস নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। আপনার পোস্টে পড়ে জানতে পারলাম আপনার শরীরের অবস্থা এখন আগের থেকে ভালো। আপনার জন্য দোয়া রইল দাদা।