Hello Everyone,,,
আজ সকালে ঘুম থেকে উঠেছিলাম একটা খারাপ সংবাদ শোনার মাধ্যমে। তাই সকাল সকাল মনটা একটু খারাপ হয়ে গেলো আর মনে মনে ভাবছিলাম যে মানুষ কতটা স্বার্থপর হলে খুব সহজে অন্য কারো ক্ষতি করতে পারে। যাই হোক, এই বিষয়ে আমি আগের পোস্টেই আলোচনা করেছিলাম।
সকালে উঠে ফ্রেশ হয়ে রাস্তায় গিয়ে রোদে দাঁড়িয়ে ছিলাম। তবে বেশিক্ষণ রাস্তায় ছিলাম না। রাস্তার পাশে হলুদ রঙ্গের ফুল ফুটেছে। এই ফুলগুলোর নাম কি সেটা আমার জানা নেই তবে রাস্তার পাশে ফুটতে দেখা যায়। অযত্নে বেড়ে ওঠা এই ফুলগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে। জীবনে কষ্ট করে সফল হলে সেটা সবার নিকট প্রশংসার দাবিদার।
বাড়িতে এসে সকালের খাবার খেয়ে বসে ছিলাম। যদিও বাড়িতে টুকটাক কাজ ছিলো কারন প্রায় মাঠের ফসল কাটার সময় এসে গেছে। ফসলের বিভিন্ন জাতের পার্থক্যের কারন কোথাও আগে আবার কোথাও দেরিতে ফসল কাটা হয়। তাই বাড়িতে উঠান প্রস্তুত করতে হচ্ছিলো।
আপনারা হয়ত জানেন যে ফুটবলের প্রতি আমার একটা অন্য রকম ভালোবাসা রয়েছে। আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস হলো, যখন ফুটবল বিশ্বকাপ আসতো তখন বিশ্বকাপের আ্যলবাম কিনতাম। এই আ্যলবামে ফুটবল ও ফুটবল বিশ্বকাপের ইতিহাস সম্পর্কে বিস্তারিত লেখা থাকে।
আমি প্রথম বিশ্বকাপ দেখেছি ২০১০ সালে। তবে আমার কাছে ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপেরও আ্যলবাম রয়েছে। আপনারা হয়ত ভাবতে পারেন যে কিভাবে সংগ্রহ করলাম?
আসলে আমি তো ২০০৬ সালে ফুটবল বুঝতাম না তবে পরবর্তী সময়ে এসে এই পুরানো বই টি আমি সংগ্রহ করেছিলাম আমার এক দাদার কাছ থেকে সেটা যত্ন করে এখনও রেখে দিয়েছি।
আর যে বইটার ছবি দিয়েছি এটা হলো ২০২২ বিশ্বকাপের আ্যলবাম। মাঝে মাঝে বইটা খুলে অনেক কিছু পড়ি, ফুটবলের ইতিহাস সম্পর্কে জানার ভীষণ আগ্রহ আমার।
আ্যাপ ব্যবহার করার সময় ছবিটি স্ক্রিনশটের মাধ্যমে নেওয়া হয়েছে |
---|
মোবাইল আমরা ভালো ও মন্দ দুই কাজেই ব্যবহার করতে পারি। তবে ভালো কাজে সময় দেওয়া লোকসংখ্যা অনেক কম। তবে আমরা চাইলেই মোবাইল ব্যবহার করে অনেক কিছু জানতে বা শিখতে পারি। আমি মাঝে মাঝে ইংরেজি ভাষায় প্রশিক্ষণের জন্য Duolingo আ্যপটা ব্যবহার করি। যদিও খুব আগে থেকে ব্যবহার করি না। বিগত দুদিন হলো আ্যপটা ফোনে ইনস্টল করেছি। আ্যাপটা বেশ উপকারী বলে আমার মনে হয়েছে।
দুপুরে সময় মতো স্নান ও খাওয়া দাওয়া করে নিলাম। তাছাড়া সময় মতো স্নান না করলে আমার এখনও বকা শুনতে হয় কারন এমনিতে শরীর ভালো যাচ্ছে না। একটু সর্দি কাশি হলেই, দেরি করে স্নান করার দোষ হয়।
এখন শীতের সময় বেলা এত ছোট যে, দুপুরে ঘুমানোর সময় পাওয়া যায় না আর একারনে রাতে খুব দ্রুত ঘুম এসে যাচ্ছে। বিকালে বাড়ির উঠানে হাঁটাহাটি করেই সময় পার করলাম।
আজ একটা বিশেষ দিন কারন আমাদের সকলের প্রিয় @sduttaskitchen ম্যামের জন্মদিন। ম্যামকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। অনেক অনেক ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। এই দিনটা উপলক্ষে অনেক দিন বাদে কমিউনিটির সকলে মিলে হ্যাং আউটের আয়োজন করা হয়েছিলো। একটা সময় প্রতি নিয়ত হ্যাং আউট অনুষ্ঠিত হলেও এখন আর আগের মতো হয় না তবে অনেক দিন পর সকলের সাথে কথা বলে ভালো লাগলো। এভাবেই আমি আমার দিনের কার্যক্রম শেষ করেছিলাম। সকলে ভালো থাকবেন।
দাদা আমারও বড় ভাই আপনার মত ফুটবল পাগল সেও ছোটবেলা থেকে ফুটবল খেলতে পছন্দ করত। এখনো সে অফিসে মাঝে মাঝে ছুটি কাটায় কারণ ঘুম থেকে উঠতে পারে না সারারাত খেলা দেখে। যদি ঘুম থেকেই উঠে শোনা যায় কোন খারাপ সংবাদ তাহলে আসলেই মনটা অনেক খারাপ হয়ে যায় সারাদিন ভালো লাগেনা কোন কাজকর্মে মন বসে না। আমার কাছে খুব ভালোই লাগলো আপনার পোস্টটি পড়ে আপনি সারাটা দিন কিভাবে শেষ করলেন। যাইহোক দাদা একটি কথা মনে রাখবেন যায় দিন ভালো আসে দিন খারাপ। আপনার জন্য দোয়া করি আপনি যেন সব সময় সুস্থ থাকেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুটবল খেলা দেখতে আমি ছোটবেলা থেকেই অনেক পছন্দ করি। ফুটবললর প্রতি অন্য রকম একটা ভালোবাসা রয়েছে। দিনের শুরুটা খারাপ সংবাদ দিয়ে হলে সারা দিনই মন খারাপ থাকে। ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@tanay123 গত শনিবার থেকে এক্ কথায় নিঃশ্বাস ফেলবার সময় পাই নি, এখনও আমি curation report likhte ব্যস্ত, পোস্ট পড়বার সময় হয়নি সেইভাবে, এখন রিপোর্ট লিখতে বসে নজর পড়লো আপনি আপনার এই লেখায় আমাকে বেনিফিশিয়ারি দিয়েছেন!
আপনি চুপিসাড়ে কাজটি করলেও আমি ধরে ফেলেছি! দেখুন আমি বিশ্বাস করি জীবনের সবচাইতে মূল্যবান উপহার হলো সময়, সেদিন আপনাদের সাথে অতিবাহিত সময় আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আপনারা নিজেদের মূল্যবান সময় থেকে ওই সময় আমাকে উপহারস্বরূপ দিয়েছেন, এটাই আমার সবচাইতে বড় প্রাপ্তি।
তবে, উপহার পেতে বেশ ভালো লাগে সেটা অস্বীকার করবার জায়গা নেই, কিন্তু যারা বলে বলে উপহার দেয় সেগুলো আমার কাছে অসম্মানজনক মনে হয়, অথবা দেবার পরে বলে বেড়ায়!
আপনার এই প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছি, এবং আরো একবার আপনার শিক্ষা প্রমাণিত করলো, কেনো আপনি পৃথক।
এবার একটু ভুল ধরবার পালা, যেটা @sampabiswas এর চোখেও পড়েনি পোস্ট ভেরিফাই করবার সময়!
আপনি আপনার লেখায় 8th November লিখেছেন, ওটা 8th December হবে!
এটা কতবড় ভুল, আশাকরি আপনাকে না বললেও চলবে, পাশাপশি ভেরিফিকেশন কতখানি দায়িত্বের সেটাও প্রমাণিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি জানি এটা অনেক বড় একটা ভুল। আমি অনেক দুঃখিত দিদি, আমার এত দ্বারা এত বড় ভুল হয়েছে। আমি পরবর্তীতে চেষ্টা করবো যেন এমন ভুল আর না হয় 🙏
আপনাকে অনেক ধন্যবাদ আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য না হলে হয়ত ধারাবাহিকভাবে এমন ভুল করতাম। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই, এটা আমার অনেক বড়ো ভুল, যেটা আমার অসতর্কতার কারনে হয়েছে। তাই এর কোনো ব্যখ্যা দেবো না। তবে পরবর্তীতে এমন ভুল আর হবে না। আমি দুঃখিত। 🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit