Incredible India monthly contest of June#1|What do we need to win?

in hive-120823 •  18 days ago 
Incredible India monthly contest of June#1_20240617_235028_0000.jpg

Hello Everyone,,,

নমস্কার বন্ধুরা! আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। ম্যামকে অনেক ধন্যবাদ জানাই আবারও সুন্দর বিষয়বস্তুর উপর প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমি আমার নিজস্ব বক্তব্য রাখার আগে আমার কয়েকজন বন্ধুকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাতে চাই,

@jahidul21
@baizid123
@sifat420

According to you, what is the definition of a winner?

আমার মতে বিজয়ীর নির্দিষ্ট কোনো সংঙ্গা হয় না। অনেকেই বলবে, জীবনে সফল হলে বা কোনো প্রতিযোগিতায় সবার উপরে স্থান করে নিতে পারলেই তাকে বিজয়ী বলা হবে।

তবে আমি মনে করি কোনো ব্যক্তির কার্যের ফলাফলে যদি তার মনে একটু হলেও শান্তির আভাস লাগে তাহলে সেই বিজয়ী। প্রকৃত বিজয়ী তো সে যে নিজের কাজে সম্পূর্ণ আত্মতৃপ্তি পায়।

আমি জানি যে আমার এই বক্তব্যের সাথে অনেকেই একমত হবেন না। আমি মন থেকে একটা কথা বিশ্বাস করি,যে প্রতিটা জয়ীকে বিজয়ী বলা যায় না। আমরা জানি একজন বিজয়ীর মন আনন্দে পরিপূর্ণ থাকে তবে অনেকেই আছে যারা বিজয় লাভ করার পর জয়ের উচ্চাকাঙ্ক্ষায় অহংকারী হয়ে ওঠে। একজন বিজয়ী আর একজন অহংকারীর মধ্যে পার্থক্য রয়েছে।

একজন প্রকৃত বিজয়ী কখনও শুধুমাত্র তথাকথিত বিজয়কে প্রাধান্য দেয় না। একজন বিজয়ী নিজের অবস্থানের উন্নতি করার চেষ্টা তো অবশ্যই করে তবে সেটা নিরহংকারী হয়ে। আমি মনে করি, একজন প্রকৃত বিজয়ী জয়লাভের সর্বোচ্চ চেষ্টা করার পরও যদি সেটা করতে না পারে তাহলেও নিজের অবস্থানেই খুশি থাকে এবং নিজের সফল হওয়ার চেষ্টা চালিয়ে যায়।

To become a winner, which things make the vital part- brain skills or body strength? Justify your answer in each case!

আমি মনে করি বিজয়ী হওয়ার জন্য মানসিক শক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিজয় যে সব সময় প্রথমবারেই হবে এমনটা কখনওই হয় না। বিজয়ী হওয়ার জন্য ধৈর্য্য ধরে বারবার চেষ্টা করার মনোবল থাকা আবশ্যক। এজন্য আমি মনে করি, বিজয়ী হতে গেলে শারীরিক শক্তির থেকে মানসিক শক্তি থাকাটা বেশি জরুরি।

আমরা সবাই স্টিভেন হকিং এর নাম তো জানি। শারীরিকভাবে অকৃতকার্য হওয়ার পরও যে কিভাবে শুধুমাত্র মনোবলের জোরে জীবনে সফল তথা জয়ী হতে হয় সেটা তার কাছ থেকেই শেখা উচিত।

তবে আমি বলছি না যে শারীরিক শক্তির কোনো প্রয়োজনীয়তা নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে সফল হওয়ার জন্য শারীরিক শক্তির প্রয়োজনীয়তা অপরিসীম। যেমন - কেউ যদি মনে করে যে সে ক্রিকেটার বা ফুটবলার অথবা শারীরিক শক্তির প্রয়োজন এমন কোনো কার্যে সফল হবে তাহলে তার মানসিক শক্তির পাশাপাশি শারীরিক শক্তিরও প্রয়োজন।

তাই আমার উওর হলো, বিজয়ী হওয়ার জন্য শারীরিক ও মানসিক দুটো শক্তিরই প্রয়েজন রয়েছে।

Describe a few points that can help us to reach our goals.

বিজয়ী তো আর শুধু শুধু হওয়া যায় না তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। জীবনে জয় লাভ করতে হলে বেশ পদ্ধতি বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। যেমন -

১. আত্মবিশ্বাস: জয় লাভ বা সফল হওয়ার জন্য আত্মবিশ্বাস থাকাটা অনেক বেশি জরুরি। দৃঢ় মনোবল ব্যতিত কেউ কখনও কোনো কাজে সফল হতে পারে না। হার না মানা মনোবলই পারে কাউকে খাদের কিনার থেকে উঠে এসে সফলতার মুখ দেখাতে।

ইতিহাস সাক্ষী রয়েছে যারা বারবার ব্যর্থ হওয়ার পরও নিজেদের উপর বিশ্বাস রাখার কারনে বিজয় লাভ করেছে আর একারনেই সমগ্র বিশ্ব এমন ব্যক্তিত্বকে সমীহ করে।

২. ধৈর্য্য : আত্মবিশ্বাস এর পাশাপাশি বিজয় লাভের জন্য ধৈর্য্য থাকাটাও অন্তত জরুরি । যার মধ্যে ধৈর্য্য কম সে কখনও সফলতার সর্বোচ্চ সীমায় পৌঁছাতে পারে না। কাজের প্রতি ধৈর্য্য ধারন ও সাথে কঠোর পরিশ্রম করলে দেরিতে হলেও সে সফলতার মুখ দেখে।

৩. কঠোর পরিশ্রম : শুধুমাত্র আত্মবিশ্বাস ও ধৈর্য্য ধারন করলেই তো হবে না সফল হওয়ার জন্য পরিশ্রম তো করতেই হবে আর এটা অনেক বেশি জরুরি। বিছানায় শুয়ে শুয়ে সফল হওয়ার শুধু স্বপ্নই দেখে যেতে হবে। বাস্তবে কোনো কাজে বিজয় লাভ করার জন্য কাজের প্রতি একাগ্রতা ও কঠোর পরিশ্রম করে যেতে হবে। তাহলে একদিন না একদিন সফলতা আসবেই।

things should we follow and should avoid to win in the race of our lifestyle? Describe.

আগেই বলেছি আমাদের বিজয়ী হওয়ার জন্য দৃঢ় মনোবল, ধৈর্য্য ও আত্মবিশ্বাস থাকা আবশ্যক। জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য সময়কে অবহেলা বা অবচয় করাটা বন্ধ করতে হবে। সময় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। টাকা দিয়ে সব কিছু পাওয়া গেলেও চলে যাওয়া সময় আর ফিরে পাওয়া যায় না তাই সময় থাকতে তার সঠিক ব্যবহার করা শিখতে হবে।

বিজয়ী হওয়ার জন্য যেমন কিছু কিছু বিষয় অনুসরন করা প্রয়োজন তেমনই কিছু বিষয় এড়িয়ে চলা প্রয়োজন। জীবনে এগিয়ে যেতে হলে বা সফল হতে হলে সর্বপ্রথম অহংকার ত্যাগ করতে হবে। অহংকার মানুষকে উঁচু থেকে নিচে নামাতেও সময় লাগে না।

অহংকারে রাবণ বধ একথাটা সমাজে প্রচলিত রয়েছে।

বিজয়ী হওয়ার জন্য কখনও অন্যায় পথ বেছে নেওয়া উচিত নয় কারন অন্যায় পথ বিজয় লাভ করলেও নিজের কাছে নিজে ছোট হয়ে যাবো এবং একজন প্রকৃত বিজয়ীর ন্যায় মনে শান্তি আসবে না।

সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আমাকে আমন্ত্রিত করার জন্য আপনাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই এবং শুভকামনা রইল আপনার জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো।

আসলে বিজয়ী হওয়ার জন্য আমরা অনেক মানুষ অনেক কিছু করে থাকি কিন্তু পরিশ্রম না করে আমরা কখনো বিজয়ী লাভ করতে পারব না এবং অহংকারী হলে বিজয়ী হয়ে কোন লাভ হবে বলে আমার মনে হয় না। তার পাশাপাশি একজন বিজয়ী হতে গেলে অবশ্যই তাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে সঠিক ভাবে পথ চললে সে বিজয়ী নিশ্চিত।

যাই হোক আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেখে নিজের মনে আনন্দিত অনুভব করতে পেরেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি বলে মনে হয়। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি লেখা আমাদেরকে উপহার দেয়ার জন্য।

বিজয়ী হতে গেলে পরিশ্রম তো করতেই হবে, পরিশ্রম ছাড়া কেউ সফল তথা বিজয় লাভ করতে পারে না। আপনি আমার সাথে সহমত জেনে ভালো লাগলো, যে বিজয়ীর মধ্যে কোনো অহংকারী মনোভাব থাকা উচিত নয়। অহংকারী মানুষকে আমি একদমই পছন্দ করতে পারি না। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

দারুন বলেছেন ভাই, যে নিজের কাজে আত্মতৃপ্তি পায় সেই বিজয়ী। বিজয়ের সঙ্গাটা সবসময় সব সময় বস্তুকেন্দ্রিক হতে হবে বিষয়টা এমন নয়। সফলতার ক্ষেত্রে অবশ্যই মানসিক শক্তির প্রয়োজন অনেক কিন্তু এর পাশাপাশি শারীরিক সক্ষমতাকে বাদ দেওয়া যাবে না। দুটোরই দরকার আছে। যে ৩টি বিষয় সম্পর্কে আপনি বলেছেন আত্মবিশ্বাস, ধৈর্য এবং কঠোর পরিশ্রম এগুলো বিজয়ী হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কনটেস্টে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আপনার সফলতা কামনা করছি।

আমার ব্যক্তিগত মতামত আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। বিজয়ের সংঙ্গাটা সব সময় বস্তু কেন্দ্রীকে হওয়া আবশ্যিক নয়। বিজয়ী হওয়ার জন্য যে সব সময় জয়ী হতে হবে এমনটা বঞ্চনীয় নয়। জয়ী না হয়েও অনেকে জীবনে বিজয়ীর উপাধি পায়। হ্যা আমি মনে করি, বিজয়ী হওয়ার জন্য এই তিনটি বিষয় থাকাটা জরুরি। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

প্রকৃত বিজয়ী তো সে যে নিজের কাজে সম্পূর্ণ আত্মতৃপ্তি পায়।

  • বিজয়ী সম্পর্কে নিজের মতামত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুধু উপরের লাইন নয়, আরও বেশ কয়েকটি লাইন ব্যক্তিগত ভাবে আমার খুব ভালো লেগেছে। বিজয়ী হওয়ার ক্ষেত্রে সৎ পথে থেকে, পরিশ্রম করে, লক্ষ্য পূরন করাই হলো মূল। আর যে ব্যক্তি এগুলো করে লক্ষ্য পূরনের করে, সে আত্ম তৃপ্তি লাভ করবে এবিষয়ে কোনো সন্দেহ নেই। তাই বলাই যায়, নিজের কাজে যে আত্ম তৃপ্তি পায় আসল বিজয়ী তো সেই ই। ভালো থাকবেন।

আমার সম্পূর্ণ পোস্টটি পড়ে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বিজয়ী হওয়ার জন্য আমাদের লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী কাজ করে যেতে হবে। লক্ষ্য পুরনের পথে যদি বারবার ব্যর্থ হয়ে থাকি তবুও হাল ছেড়ে না দিয়ে দ্বিগুণ উৎসাহ নিয়ে আবার চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে সফলতা আসবেই।

সৎ পথে থেকে কষ্ট করে সফল হলে সে সম্পূর্ণ আত্মতৃপ্তি পায় তবে কেউ অসৎ উপায়ে সফল হলে সে সম্পূর্ণ তৃপ্তি পায় না কারন তার মনে অপরাধবোধ কাজ করে। মতামত জানিয়ে আরও ভালো পোস্ট লেখার জন্য উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।