Incredible India monthly contest of June#2|Living life or loving life!

in hive-120823 •  5 days ago 
Incredible India monthly contest of June#2__20240630_233801_0000.jpg

Hello Everyone,,,

নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। কমিউনিটির নতুন কনটেস্টে ইতিমধ্যে অনেকেই নিজের মতামত শেয়ার করেছেন। আমিও আজ নিজের বক্তব্য নিয়ে চলে আসলাম। এডমিন ম্যামকে অনেক ধন্যবাদ জানাই, প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

আমার কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি,

@alamin125
@jahidul21
@amekhan

What is the difference between living life and loving life? Explain!

প্রথম প্রশ্নটি হলো, জীবনযাপন ও জীবনকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি?

জীবনযাপন বলতে দৈনন্দিন কাজ কর্ম ও দায়িত্ব পালন এগুলো ধারাবাহিকভাবে চলাকে বোঝায় আর অন্য দিকে জীবনকে ভালোবাসা মানে, জীবনে সুখ - দুঃখ, আনন্দ - বেদনাকে সম্পূর্ণভাবে উপভোগ করাকে বোঝায়।

জীবিকা নির্বাহের জন্য আমাদের অনেক কিছু করতে হয়, কখনও কখনও সেটা ইচ্ছার বিরুদ্ধেও করতে হয়। যেমন আমাদের জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো পেশাকে বেছে নিতে হয় তবে আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা নিজের শখের পেশাতে নিযুক্ত থাকেন না তবুও তাকে প্রতিদিন রুটিনমাফিক ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র বাঁচার তাগিদে তাকে সেই কাজ করে যেতে হয়, আর এটাই হলো জীবনযাপন।

জীবনকে ভালোবাসা কথাটার মধ্যে অনেক মাহাত্ম্য লুকিয়ে আছে তবে সেটা হয়ত আমরা কখনও ভেবেই দেখিনা। সত্যি বলতে এই বিষয়বস্তু নিয়ে লেখার আগে আমিও এভাবে ভেবে দেখি নি।

জীবনকে ভালোবাসা মানে প্রতিদিনের একঘেয়েমি দায়িত্বের বাইরে গিয়ে নিজেকে ভালোবাসা। জীবনকে ভালোবাসা মানে নিজেকে তথা নিজের ইচ্ছাগুলোকে ভালোবাসা।

আমরা হয়ত আমাদের জীবনযাপন করতে গিয়ে জীবনকে ভালোবাসতে ভুলে যাই আর একারনেই সৃষ্টি হয় নানা অশান্তির।

পাখিরা যেমন ডানা মেলে নিজের ইচ্ছা মতো খোলা আকাশে ঘুরে বেড়ায়, আমি মনে করি ওরাই প্রকৃতপক্ষে নিজের জীবনকে উপভোগ করছে।

জীবনকে ভালোবাসা মানে কোনো দায়িত্বের বন্ধনে আবদ্ধ না হয়ে, নিজের ইচ্ছাকে চেপে না রেখে সেগুলোর প্রকাশ ঘটানো এবং সেটা পূরন করার চেষ্টা করা। তাই যার যতটুকু সামর্থ্য রয়েছে নিজের সময় দেওয়া তথা জীবনটাকে উপভোগ করা উচিত।

How do you live your days following living or loving life? Describe.

আমাদের সকলের জীবনকে ভালোবাসা উচিত তবে ব্যক্তিগত কারনে সেটা হয়ত সব সময় করা সম্ভব হয়ে ওঠে না। আশা করি এটা অধিকাংশ মানুষের সাথেই হয়ে থাকে। আমিও তার ব্যতিক্রম নই।

এমন অনেক কিছুই আছে যেগুলো অনেক বেশি ইচ্ছা করে কিন্তু হয়ত সেগুলো করার সামর্থ্য নেই নতুবা সুযোগ পাই না। এর জন্য খারাপ লাগা কাজতো অবশ্যই করে তবে এগুলো অভ্যাসে পরিনত হয়ে গিয়েছে।

বয়সের সাথে সাথে আমরা সবাই পরিনত হতে শুরু করি। জীবন সম্পর্কে আমার অভিজ্ঞতা খুব বেশি নয় তবে যতটুকু বুঝতে শিখেছি এখন একটু একটু করে নিজেকে ভালোবাসতে শিখছি এবং চেষ্টা করছি।

Which one must we follow among the two and why?

জীবনযাপন এবং জীবনকে ভালোবাসা এই শব্দ দুটোর মধ্যে যেমন খুব বেশি অমিল খুজে পাওয়া যায় না তেমনই বাস্তব জীবনেও একটির সাথে আরেকটি ওতোপ্রোতোভাবে জড়িত।

সঠিকভাবে পথ চলতে গেলে যেমন দুটো পায়েরই প্রয়োজন তেমন পরিপূর্ণ জীবন ধারনের জন্য জীবনযাপন ও জীবনকে ভালোবাসা দুটোরই প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি।

মানুষের বেঁচে থাকতে গেলে যেমন কিছু চাহিদার প্রয়োজন এজন্য তাকে বাধ্য হয়ে কিছু কাজ অবশ্যই করতে হয়। জীবনকে ভালোবাসতে গিয়ে এসব দায়িত্বগুলোকে দুরে ঠেলে দিলে চলবে না।

একটা কথা আছে, কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। তাই সঠিক জীবনযাপন করতে গিয়ে জীবনকে ভালোবাসা ভুলে গেলেও চলবে না।

আমি মনে করি জীবনে সফলতা অর্জনের জন্য জীবনকে ভালোবাসতে হবে কারন জীবনের লক্ষ্যে পৌঁছাতে গেলে নিজের মনকে শান্ত ও প্রকৃত সুখি হওয়ার প্রয়োজন আছে। যে মানুষের মনে সুখ নেই সে শান্ত মনে কোনো কাজ করতে পারে না তাই তার দ্বারা কোনো কাজে সফল হওয়াও সম্ভব হয় না।

আর জীবনে সুখি হতে হলে জীবনকে ভালোবাসার বিকল্প নেই।

আমি মনে করি, জীবনযাপন ও জীবনকে ভালোবাসা এ দুটোই অনুসরণ করা উচিত। তাহলে দায়িত্বের ভারে একঘেয়েমিও অনুভব হবে না আর তার পাশাপাশি জীবনকে উপভোগ করাও সম্ভব হবে।

সকলে ভালো থাকবেন।

END
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আসলে জীবন যাপন জীবন ভালোবাসা দুটো জিনিস আলাদা নয় কিন্তু এই দুটো জিনিসই আবার আর আপনার কাছে অনেকটাই আলাদা এটা আমার কাছে যতদূর মনে হয়। আপনি আপনার কন্টেস্টের উত্তর গুলো অনেক সুন্দর করে দিয়েছেন আমার কাছে অনেক ভালো লেগেছে।

জীবনযাপন ও জীবনকে ভালোবাসা শুনতে খুব বেশি পার্থক্য মনে না হলেও দুটোর মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান।একটির মাধ্যমে মানুষ দায়িত্ব শেখে আর অপরটির মাধ্যমে নিজের মতো করে বাঁচতে শেখে। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রদানের জন্য।

প্রথমে কনটেস্টে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি খুব সুন্দর ভাবে প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার উত্তর গুলো খুবই যুক্তিযুক্ত। বিশেষ করে শেষের প্রশ্নের উত্তরের সাথে আমি একমত।আমাদের জীবনে দুটিরই প্রয়োজন আছে। একটিকে আঁকড়ে ধরতে গিয়ে অন্যটি কে ছেঁড়ে দিলে চলবে না। জীবনে দায়িত্বের যেরকম প্রয়োজন রয়েছে সেরকম জীবনকে উপভোগ করাটাও দরকার। তাই দুটোকে সমানতালে রাখতে পারলেই জীবন সুখময় হবে । প্রতিযোগিতায় আপনার জন্য শুভকামনা রইল।

এবারের প্রতিযোগিতায় আপনি অংশ গ্রহন করে আপনার মতামত তুলে ধরেছেন।
আসলেই আমরা আমারা দৈনন্দিন জীবন -যাপনে এত ব্যাস্ত হয়ে পরি যে নিজের জন্যেও যে সময় বের করা প্রয়োজন, নিজেকে ভালোবাসা প্রয়োজন সেটা ভুলেই যাই।
তবে আপনি একদম কথা লিখেছেন যে, ভালো থাকতে হলে নিজেকে ভালোবাসার বিকল্প নেই।
তাই আমাদের সবাইকে আগে নিজ্রকে ভালবাসতে হবে।
প্রতিযোগিতায় আপনি সফল হোন।