আশা করি, সবাই খুব ভালো আছেন। আমি ভালো আছি। সর্বপ্রথম @sduttaskitchen দিদিকে অনেক ধন্যবাদ জানাই, আমাদের জীবনের অনেক বড় একটা অংশ নিয়ে যে মানুষটা জড়িয়ে থাকে তাকে নিয়ে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য। বেশি কথা না বলে আজকের বিষয় নিয়েই আলোচনা করা যাক--
আমার মনে করি, বন্ধুত্ব শব্দটা যতটা ক্ষুদ্র, ঠিক ততটাই মধুর। জীবনে চলার পথে অনেকের সাথেই পরিচয় হতে পারে এমনকি সম্পর্কস্থাপনও হতে পারে তবে সবার সাথে প্রকৃত বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। বন্ধুত্ব শব্দটা মুখে বলা যতটাই সহজ, ঠিক ততটাই কঠিন এই সম্পর্কের মান রাখা।
বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেটা কখনও কখনও রক্তের সম্পর্কের থেকেও দূঢ় হয়ে থাকে। বন্ধুত্ব হলো পৃথিবীর সব থেকে পবিত্র একটি সম্পর্ক। প্রকৃত পক্ষে বন্ধুত্বের কোনো মূল্য পরিমাপ করা সম্ভব নয় কারন এই সম্পর্কের ভিতর থাকে শুধু নিঃস্বার্থহীন ভালোবাসা আর অঘাত বিশ্বাস। বন্ধুত্ব কোনো স্বার্থের নাম নয়।
যে কারো সঙ্গেই বন্ধুত্ব হতে পারে। যেকোনো ধর্মের ও বর্ণের মানুষের সাথেই বন্ধুত্ব স্থাপন হতে পারে, প্রকৃত বন্ধুত্বে কখনও এগুলোর প্রভাব পড়ে না।
আমি আগেই বলেছি বন্ধুত্বের সম্পর্ক অনেক সময় রক্তের সম্পর্কেরও থেকেও মজবুত হয়ে থাকে। তাই আমি মনে করি, আমাদের জীবনে কখনও কখনও এমন ঘটনা ঘটে যেটা আমাদের রক্তের সম্পর্কের কারো সাথে শেয়ার করতে পারি না তবে সেটা আমাদের বন্ধুর সাথে নির্দ্বিধায় বলতে পারি।
প্রকৃত বন্ধুত্ব তো তাকেই বলে যে, সুখের সময় যতটা না পাশে থাকে তার থেকে হাজার গুন বেশি আপন করে নেয় দুঃখের সময়। জীবনে কখন কি ঘটে সেটা আমরা কেউ জানি না। তবে আমাদের জীবনে এমন কিছু ঘটে যায় যেগুলোর ভিতরে বেশির ভাগই আমাদের পরিবারের সাথে শেয়ার করতে পারলেও এমন কিছুও ঘটে যেটা পরিবারের বা রক্তের সম্পর্কের কারো সাথেই বলতে পারি না কিন্তু সেই একই ঘটনাটা কাছের বন্ধুর কাছে নিঃসংকোচে বলতে পারি।
আপন থেকে পর ভালো আর পর থেকে জঙ্গল ভালো এই প্রবাদটা আমরা সবাই জানি। এখানে আপন বলতে রক্তের সম্পর্ককেই বোঝানো হয়েছে, রক্তের সম্পর্কও বিশ্বাসঘাতকতা করে কিন্তু প্রকৃত বন্ধুত্বের ভিত্তি হলো আস্থা আর বিশ্বাস এখানে প্রতারণা বলে কোনো শব্দ নেই।
আমি ও আমার বন্ধু কৌশিক |
---|
বাণীতে- ডঃ এ.পি জে আব্দুল কালাম স্যার।
জীবনে চলার পথে অনেকের সাথেই পরিচয় হবে তবে আমি মনে প্রাণে এই উক্তি টি মেনে চলার চেষ্টা করি। তারই ফলস্বরূপ বরাবরই আমার জীবনে বন্ধুর সংখ্যা কমই ছিলো। হয়ত পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য অনেকের সাথেই চলাফেরা করতে হয়েছে তবে কৌশলে তাদের থেকে দুরেই থাকার চেষ্টা করেছি।
তবে আশ্চর্যজনকভাবে একটা ছেলের সাথে জীবনে চলার প্রতিটা পদে মিল খুজে পেয়েছি। আমি বলছি আমার সব থেকে কাছের বন্ধু কৌশিকের কথা। সাল ২০১৩ সবেমাত্র পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তির্ন হয়েছি। নতুন জায়গা, নতুন স্কুল, সবকিছুই নতুন তবে সব নতুনের মাঝেও স্কুলের প্রথম দিন থেকেই এই ছেলেটার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে।
স্কুলে গিয়ে প্রতিটা মুহুর্ত আমরা একসাথে কাটাতাম আর স্কুল জীবন পার করার পরও পরবর্তী সকল ধাপেও একসাথে থাকার চেষ্টা করেছি।
ভবিষ্যৎ সবারই অজানা তবে এটুকু বলতে পারি, প্রথম দিনের মতো আজও আমরা একে অপরকে গুরুত্ব ও সম্মান দিয়ে থাকি। একজনের মনের কথা অপরের সাথে শেয়ার করি, সেটা হোক আনন্দ বা দুঃখের কথা।
বন্ধুত্ব মানেই স্মৃতি। আমি মনে করি বন্ধুত্বের মাঝে যতটা স্মৃতির জন্ম নেয় অন্য কোনো সম্পর্কের মাঝে এটা সম্ভব নয়। তাই আমারও বন্ধুর সাথে এমন অজস্র স্মৃতি রয়েছে।
আমার বাড়ি থেকে কৌশিকের বাড়িতে যেতে প্রায় ১ঘন্টার মতো সময় লাগে। একবার এমন হয়েছে যে, স্কুলে পরিক্ষা শেষ হওয়ার পর বেশ অনেকদিন আমাদের দেখা হয়না। তাই একদিন ফোন করে দেখা করলাম। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একসাথে ঘোরাঘুরি আর আড্ডা দিলাম তখনও আমাদের অন্য কোনো প্লান ছিলো না।
সন্ধ্যার দিকে যে যার বাড়িতে রওনা হওয়ার মুহুর্তে হঠাৎ করে আমি ওকে আমাদের বাড়িতে যাওয়ার প্রস্তাব দিলাম, যদিও প্রথমে একটু অমত করছিলো তবে পরবর্তীতে রাজি হয়ে যায়।
সেদিন আমাদের বাড়িতে এসে কাটানো প্রতিটা মুহুর্ত, খাওয়া দাওয়া, আড্ডা দেওয়া, রাতে একসাথে ঘুমানো সবকিছুই অনেক বেশি মিস করি।
আপনাদের সাথে আরেকটা মজার ও একই সাথে স্মৃতিময় ঘটনা শেয়ার করে থাকতে পারছি না। একবার আমাদের স্কুলে ক্রিকেট খেলার টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিলো আর সেখানে অংশগ্রহণকারী খেলোয়াড়দের দলে ভাগ করা হচ্ছিল টসের মাধ্যমে আর সেখানে দুর্ভাগ্যজনকভাবে আমি আর কৌশিক বিপরীত দলের খেলোয়াড় হয়ে যাই।
যেহেতু আমাদের বন্ধুত্বের কথা সবাই জানতো আর এজন্য এই বিষয়টা নিয়ে সবাই খুব মজা করতে শুরু করে। আমাদের ক্লাসের সবারই মুখে একটা কথা এবার হবে দুই বন্ধুর লড়াই আর এই বিষয়টা আমার বেশ উপভোগ করতাম।
পরিস্থিতি সর্বদা পরিবর্তনশীল। জানি না আমরা কতদিন আমরা এভাবে পাশে থাকতে পারবো তবে সৃষ্টি কর্তা চাইলে সারাজীবনই হয়ত এমনই থাকবে সবকিছু।।।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমি আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি, @vwrites @amekhan @jahidul21.
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য ৷ আর আপনার প্রতিটি প্রশ্নের উত্তর বেশ চমৎকার ছিলো ৷ আপনার বিজয়ী কামনা করছি ৷ ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ দিনটি আপনার শুভ হোক ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত করার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধুত্ব সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত সত্যিই অসাধারণ। একদমই ঠিক বলেছেন আপনার থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো। এই প্রবাদ আমরা সবাই যদি আমাদের জীবনে মেনে চলতে পারতাম। তাহলে জীবনটা অনেক বেশি সুন্দর হতো। ভবিষ্যতে কি হবে সেটা আমরা কেউই জানিনা। কিন্তু বর্তমানে আমরা যদি আমাদের বন্ধুকে সম্মান করি ভালোবাসি আন্তরিকতা দেখাই। তাহলে কিন্তু সেও আমাকে এবং আপনাকে আমাদের মত করেই ভালবাসবে। ধন্যবাদ আপনাকে চমৎকারভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাঁত থাকতে দাঁতের মূল্য দেওয়া উচিত তাই বন্ধু থাকতে তাকে গুরুত্ব দেওয়া উচিত নাহলে পরে পস্তাতে হবে। বন্ধুত্ব পৃথীবির পবিত্র সম্পর্কের মধ্যে একটা।
আপু আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান মতামত জানানোর জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে ধন্যবাদ প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য এবং আপনার প্রিয় বন্ধু সম্পর্কে লেখার জন্য আপনাদের ছবি দেখে বোঝা যাচ্ছে আপনাদের ঘনিষ্ঠতা কতটুকু গভীরে,,, আপনার প্রতিযোগিতার জন্য রইল অনেক অনেক শুভকামনা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এই প্রতিযোগিতার মূল আলোচ্য বিষয় ছিল বন্ধুত্ব। পৃথিবীতে রক্তের সম্পর্ক ছাড়াও কিছু সম্পর্ক রয়ে যায় যেগুলো কোনদিনই ভোলার মত নয়। এর মধ্যে অন্যতম হলো বন্ধুত্ব। দোয়া করি আপনাদের বন্ধুত্ব সারা জীবন এভাবেই অটুট থাকুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit