আজ আপনি ফৌজদারি মামলা দায়ের এর খরচ সম্পর্কে আলোচনা করেছেন যেটা আমার আগে জানা ছিলো, এমনি আগে এসব বিষয় জানার চেষ্টাও করিনি। এই কার্যক্রমের প্রথমে আইনজীবী সমিতি থেকে ৪০০৳ দিয়ে ওকালতনামা শুরুতেই কিনে নিতে হয়।
ধন্যবাদ আপনাকে।।
ফৌজদারি মামলা দায়ের এর খরচ।
আজ আপনি ফৌজদারি মামলা দায়ের এর খরচ সম্পর্কে আলোচনা করেছেন যেটা আমার আগে জানা ছিলো, এমনি আগে এসব বিষয় জানার চেষ্টাও করিনি। এই কার্যক্রমের প্রথমে আইনজীবী সমিতি থেকে ৪০০৳ দিয়ে ওকালতনামা শুরুতেই কিনে নিতে হয়।
ধন্যবাদ আপনাকে।।
যেকোন ধরনের ছোট বা বড় মামলায় ওকালতনামা বাধ্যতামূলক। ওকালতনামা সম্পাদন এর মাধ্যমে আপনি আপনার পছন্দমতো একজন আইনজীবী কে আপনার মামলায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করলেন। প্রতিটি আইনজীবী সমিতির ওকালতনামা সেই সমিতি কর্তৃক নির্ধারিত মূল্যে হয়ে থাকে, কোথাও কম আবার কোথাও বেশি। তবে ওকালতনামায় যদি কোর্ট ফি লাগানো না থাকে তাহলে সেই ওকালতনামা আদালত গ্রহণ করবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit