মানুষ থাকতে আমরা তার মূল্য বুঝি তবে তার সাথে দুরত্ব বেড়ে যায় তখন তার মূল্য বুঝতে পারি তবে তখন কিছুই করার থাকে না।
মুখের ভাষাই সব কিছু। আমরা অনেক সময় সামান্য কারনে বা অকারনে প্রিয়জনকে খারাপ কথা বলে থাকি তখন হয়ত আমরা তার খারাপ লাগাটা বুঝতে পারি না। তবে আমাদের কাছ থেকে প্রতিনিয়ত অবহেলা পেতে পেতে যখন সে ধৈর্য্য হারিয়ে ফেলে এবং আমাদের থেকে অনেক দুরে চলে যায়। সেই মুহুর্তে আমরা তাকে মিস অবশ্যই করি। তাই কাছে থাকতেই মানুষের মূল্য বোঝা উচিত। ভালো থাকবেন।