The October #2 contest by @sduttaskitchen|If I won 2 BTC!

in hive-120823 •  6 days ago 
pexels-crypto-crow-643283-1447418.jpgSource

আশা করি সকলে অনেক বেশি ভালো রয়েছেন। আমিও বেশ ভালো আছি। আরও ভালো থাকতাম যদি আজকের প্রতিযোগিতার বিষয়বস্তুটা সত্যিতে রূপ নিতো। এডমিন ম্যাম কে অনেক বেশি ধন্যবাদ, সুন্দর একটা বিষয়বস্তুর উপর কনটেস্টের আয়োজন করার জন্য।

আমি তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে নিজের মতামত শেয়ার করতে চলেছি,

@mou.sumi,
@krishna001,
@yoyopk

if you won 2BTC tomorrow? Explain your feelings!

জীবনের কিছু কিছু অনুভুতি প্রকাশ করা যায় না। ঠিক সেরকমই, আগামীতে যদি আমি ২ টি বিটকয়েন পেয়ে থাকি তাহলে আমার অনুভূতিটা কেমন হবে সেটা বুঝাতে পারবো না তবে এটুকু বলতে পারি যে, অনুভূতিটা অনেকটা খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার মতো হয়ে যাবো!

কিছু কিছু ঘটনা সত্য হবে না জেনেও ভাবতে ভালো লাগে। অবাস্তব কিছু কিছু বিষয় কল্পনা করার মধ্যেও সুখ রয়েছে।

আমি যদি সত্যিই বিটকয়েন জিততে পারি তাহলে প্রথমে কিছু সময় অবাক হয়ে বসে থাকবো এবং তারপর নিজেই নিজের গায়ে চিমটি কেটে দেখবো এটা নিশ্চিত হওয়ার জন্য যে আমি স্বপ্ন দেখছি না তো!

যখন নিশ্চিত হতে পারবো তখন একটা দীর্ঘশ্বাস নিবো এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবো কারন জীবনে যতবারই কিছু জিতেছি সর্বপ্রথম ঈশ্বরের প্রার্থনা করেছি। তাই এবারেও তার ব্যতিক্রম হবে না।

তারপর ছুটে মায়ের কাছে গিয়ে মাকে বলবো যে তার ছেলে আজ থেকে বড়লোক হয়ে গিয়েছে 😁। নিজেকে ভাগ্যবান ব্যক্তিদের মধ্যে একজন মনে হবে। জীবনে কখনও লটারি কেটে নিজের ভাগ্যের পরিক্ষা করা হয় নি তাই লটারি জেতার অনুভূতি কেমন হয় সেটা আমার জানা নেই। তবে দুটি বিটকয়েন জেতার খুশিতে যে ডানা মেলে উড়তে ইচ্ছে করবে এটুকু নিশ্চিত আমি।

What would be your planning with that 2 BTC?

ক্রিপ্টোকারেন্সি দুনিয়ায় বিটকয়েন সবার পরিচিত একটা বিষয়। অর্থ সবার জীবনেই প্রয়োজন। আমাদের জীবন সুষ্ঠুভাবে চালনা করার জন্য অর্থের বিকল্প নেই। আমি যদি বিটকয়েন জিততে পারি তাহলে নিজের সকল অপূরনীয় স্বপ্নগুলো পূরন করবো।

আমার স্বপ্নগুলোর মধ্যে অন্যতম বড় স্বপ্ন হলো বাড়িতে অনেক সুন্দর একটা মন্দির নির্মাণ করা। বাড়িতে একটা সুন্দর একটা মন্দির নির্মাণ করা আমার ছোটবেলার স্বপ্ন তাই সেটা সর্বপ্রথম সেটা পূরণ করবো।

তারপর বাকি টাকাগুলো বাবা মায়ের কাছে তুলে দিবো তারা যেটা ভালো বুঝবে সেটা করবে। তবে অবশ্যই সামাজিক কোনো কাজে নিজেকে যুক্ত থেকে দরিদ্র মানুষকে সাহায্য করার চেষ্টা করবো।

আমি বিটকয়েন পেলে অবশ্য সেটা নিয়ে বসে থাকবো না বা অলস হয়ে যাবো না। এটা কখনওই ভাববো না যে, কাছে তো অনেক টাকা আছে আর পরিশ্রম করে কি হবে, এই চিন্তা কখনওই করবো না।

pexels-roger-brown-3435524-5975340.jpgSource

২ টি বিটকয়েন পেয়ে গেলেও নিজের অতীতকে ভুলে গিয়ে উচ্চ বিলাসী জীবন যাপন করবো না। শুনেছি টাকা পেলে নাকি মানুষের রূপ বদলে যায় তবে আমি সব সময় চেষ্টা করবো নিজের অতীতকে মনে রেখে সাধারণ জীবন যাপন করা।

Do you believe if we want something by heart and work accordingly, we can achieve it?

হ্যা, অবশ্যই আমি বিশ্বাস করি। আমরা যদি মন থেকে কিছু চাই এবং সেটা অর্জনের লক্ষ্যে কাজ করে থাকি তাহলে সেটা অর্জন করা সম্ভব। আমাদের অনেক কিছু চাওয়ার থাকে তবে চাওয়া আর পাওয়ার মধ্যে অনেক তফাত রয়েছে। তবে আমরা যদি কঠোর পরিশ্রম করি তাহলে অবশ্যই আমাদের চাওয়াটাকে পূর্ণতা দিতে পারবো।

END
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

দুই বিটকয়েন পেলে আপনার যে আনন্দ অনুভূতিগুলো হবে সেটা অনেকটাই স্বপ্নের মত তবে এটা সত্য যে কোন কিছু পেলে সর্বপ্রথম সৃষ্টিকর্তার প্রশংসা করতে হয় যেটা আপনি করতে ভুলের নাই তাই তো আমার কাছে খুবই ভালো লাগছে।

হয়তোবা আমরা এই পৃথিবীতে অনেক স্বপ্ন দেখি তবে সব স্বপ্ন বাস্তবে ভাবা সম্ভব নয়।আমরা যেটা ভাবি সেটাই স্বপ্নের মধ্যে দিয়ে আসে তবে যদি সত্যিই আমরা দুই বিটকয়েন এর মালিক হই তাহলে আমাদের জীবনযাত্রা আরো সুন্দর হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মন মানসিকতা তৈরি হবে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য ভালো থাকবেন।

TEAM 7

Congratulations!

THE QUEST TEAM has supported your post. We support quality posts, good comments anywhere, and any tags


postbanner.JPG

Curated by : @sduttaskitchen

ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টের মূল্যায়ন করার জন্য। 🙏