![]() |
---|
Hello Everyone,,,
নমস্কার বন্ধুরা! আশা করি সবাই খুব ভালো আছেন।সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের নতুন একটা বিষয়বস্তুর উপর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছি। ইতিমধ্যে অনেকেই নিজ নিজ মন্তব্য তুলে ধরার মাধ্যমে কনটেস্টে অংশগ্রহণ করেছেন। @sduttaskitchen ম্যামকে, ধন্যবাদ জানাই সকলকে নিজ নিজ বাকস্বাধীনতার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য।
Share your weird habits with us! |
---|
আমরা মানুষ মাত্রই বিভিন্ন স্বভাব ও অভ্যাসের অধিকারী। তবে আমাদের মধ্যে ধারন করা কিছু কিছু অভ্যাস কিছুটা আলাদা হয়ে থাকে, যেগুলো একটু মজার, একটু অদ্ভুত হয়ে থাকে। আমার মধ্যেও এমন কিছু অভ্যাস রয়েছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি -
১) আচ্ছা রাতে যদি আপনাদের পাশে কেউ ঘুমায় তাহলে আপনার কি ঘুমাতে সমস্যা হয়?
- হয়ত ঘুমাতে তেমন সমস্যা হয় না।
আমার একটা অদ্ভুত অভ্যাস হলো আমার পাশে কেউ থাকলে আমার রাতে ঘুম আসে না। শুনে খুব অবাক লাগছে হয়ত তবে এটাই সত্যি। সচারাচর আমার পাশে কেউ ঘুমায় না।
তবে যদি কোনো কারনে কেউ আমার পাশে থাকে তাহলে সেই রাত আমার না ঘুমিয়ে কাটাতে হয়। আমি জানি না এটা আমার কেমন অভ্যাস তবে এটাই হয় আমার সাথে। হাজার চেষ্টা করেও ঘুমাতে পারি না। আমার এই অভ্যাসটা শুধুমাত্র আমার বাবা ও মা জানতো এতদিন কিন্তু এই প্রতিযোগিতার মাধ্যমে এখন আপনারাও জেনে গেলেন!
২) আমার আরও একটা অভ্যাস হলো, আমি মনে মনে সংখ্যা কাউন্ট করতে থাকি। আমি কোনো কাজ শুরু করার পর থেকে শেষ না হওয়া পর্যন্ত মনে মনে ১ থেকে ১০০ পর্যন্ত গুনতে থাকি।
এটা করার কারন হলো, আমি এভাবে সংখ্যা গুনে ধারনা নেওয়ার চেষ্টা করি যে কত তাড়াতাড়ি কাজটা করতে পারছি। বিশেষ করে একই কাজ বারবার করার ক্ষেত্রে এই অভ্যাসটা বেশি ব্যবহার করে থাকি।
প্রথমবার যত দ্রুত কাজটা সম্পন্ন করতে পারি, পরেরবার তার থেকেও দ্রুত সম্পন্ন করার জন্য এটা বেশ কার্যকরী হয়ে থাকে আমার জন্য।
উদাহরণসরূপ বলা যায়, যেমন আমি যদি বাড়ি থেকে দোকানে কোনো প্রয়োজনে যাই তাহলেও মনে মনে সংখ্যা গুনতে থাকি এবং বাড়িতে ফিরে আসার সময় গুনতে থাকি। আমার মনে হয় এটা বেশ অদ্ভুত।
৩) আমার আরও একটা বেশ মজাদার অভ্যাস হলো, আমি ফ্যান ছেড়ে দিয়ে গায়ে কাঁথা দিয়ে ঘুমাই। হয়ত এই অভ্যাসটা আমাদের অনেকের মধ্যেই রয়েছে। তবে যখন আবহাওয়া কিছুটা শীতল থাকে তখন ফ্যান ছেড়ে দিয়ে গায়ে কাঁথা দেই। এটা আমার কাছে বেশ মজার অনুভূতি।
৪) আঙ্গুল ফুটানো অভ্যাস অনেকেরই রয়েছে। আমার নিজেরও আঙ্গুল ফুটানো অভ্যাস ছিলো। বসে বসে কোনো কাজ না পেলে নিজের অজান্তেই আঙ্গুল ফুটানো শুরু করতাম। তবে এখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি
৫) আমার আরও একটা অদ্ভুত অভ্যাস রয়েছে। এই অভ্যাসটা আমার ছোটোবেলা থেকেই। ছোটবেলা থেকেই খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে মায়ের আঁচলে মুখ মোছা টা আমার অভ্যাস। এত বড় হয়েছি তবুও এখনও এই অভ্যাস ধরে রেখেছি। আমি কখনওই এই অভ্যাসটা ত্যাগ করতে চাই না! আমি মনে করি, আমার এই অভ্যাসটার সাথে অনেক স্নেহ ও ভালোবাসা জড়িয়ে রয়েছে।
Which habit among them do you want to change? Reason |
---|
আমি উপরোক্ত যতগুলো অভ্যাসের ব্যাপারে বললাম তার মধ্যে কোনোটা মজার আবার কোনোটা একটু আবেগময়। প্রকৃতপক্ষে এগুলোর কোনোটাই আমার কোনো ক্ষতি করছে না তাই এগুলো পরিবর্তন করতে হবে এমনটা আমি মনে করি না।
তবে শুধুমাত্র আঙ্গুল ফুটানো অভ্যাসটা একটু ব্যতিক্রম। অতিরিক্ত আঙ্গুল ফুটানো ভালো নয়। এজন্য আঙ্গুল ফুটানো অভ্যাসটা অনেকটাই বদলে ফেলেছি। এখন আর আগের মতো অনিয়ন্ত্রিতভাবে এটা করি না। বাকি ৪ টা অভ্যাসগুলো আমি আমার ভালো লাগা থেকে করি। যদিও সেগুলো অদ্ভুত তবে সেগুলোর কোনোটা আমি পরিবর্তন করতে চাই না!
Do you believe we all carry some habits that might be weird for others? Justify your answer. |
---|
হ্যা! অবশ্যই। আমাদের সকলের মধ্যে এমন কিছু অভ্যাস রয়েছে যেগুলো অন্যদের কাছে অদ্ভুত মনে হতে পারে। প্রত্যেকের মধ্যে হয়ত এমন অভ্যাস রয়েছে সেগুলো না বললে হয়ত অন্য কেউ বুঝতে পারে না। তবে সেটা শোনার পর অন্যদের কাছে অদ্ভুত মনে হতে পারে।
অদ্ভুত অভ্যাস মানে অন্যদের থেকে কিছুটা ব্যতিক্রমধর্মী অভ্যাস। এই অদ্ভুত অভ্যাসগুলো বেশিরভাগ ক্ষেত্রে একে অপরের থেকে আলাদা হয়ে থাকে। তবে অদ্ভুত অভ্যাস সকলের মধ্যেই কম বেশি রয়েছে। যেগুলো শোনার পর অন্যকে অবাক ও আনন্দ দিতে পারে। আমার কোন অভ্যাসটা আপনাদের কাছে বেশি অদ্ভুত মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন!
আমার কয়েকজন বন্ধুকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাচ্ছি,,,
@baizid123,
@jahidul21,
@saha10
প্রথমে আপনার জন্য শুভকামনা আপনি সেপ্টেম্বর মাসের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আমাদের সকলের মাঝে কিছু অদ্ভুত অভ্যাস হয়েছে, কেউ পাশে থাকলে ঘুমানো যায় না এটা একটা অদ্ভুত অভ্যাস, আমার তো ভয় হচ্ছে এই অভ্যাসের কারণে আপনি বিবাহ করতে পারবেন কিনা! অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hello,
@tanay123
Our team would like to appreciate you for taking part in the community contest;
which is enduring in the Incredible India Community.
The overall presentation of your content is good, and you have suitably used the markdowns. I wish you the best of luck with the challenge.
Regards
@rubina203 (Moderate)
Incredible India
**Date:-08/09/2024 **
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি ভেরিফাই করার জন্য এবং সুন্দর মতামত প্রদানের জন্য। এই ভাবনাটা আমি নিজেও ভেবেছি তবে এখন তো একাই আছি তাই নিজের মতোই থাকি। পরেরটা পরে দেখা যাবে, পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে এই আর কি🫣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা মানুষ যেমন ভিন্ন ভিন্ন আর আমাদের অভ্যাসগুলো ভিন্ন ভিন্ন হবে এটাই স্বাভাবিক।। কিন্তু আপনার অভ্যাসগুলো একটু আশ্চর্যজন আসলে আমার পাশে কেউ ঘুমালে তেমন সমস্যা হয় না।। আর হ্যাঁ আপনি যে কোন কাজ করার সময় মনে মনে সংখ্যা কাউন্ট করেন এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একেকজন একেক রকম অভ্যাসের অধিকারী। আমার পাশে কেউ থাকলে সেদিন রাতে আমার ঘুম আসে না এটা আমার ছোটবেলার অভ্যাস। কোনো কাজ করার সময় মনে মনে সংখ্যা কাউন্ট করতে থাকি এটা অনেক ক্ষেত্রে আমার সাহায্য করে। আপনাকে অনেক ধন্যবাদ মতামত প্রদানের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি কথা বলতে আপনি একটু অদ্ভুত অভ্যাসের মানুষ।। এখন পর্যন্ত আমি এমন মানুষ দেখিনি যে কোন কাজ করার সময় সংখ্যা কাউন্ট করে।। সত্যিই এই অভ্যাসটা জেনে আমি খুবই আনন্দিত।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি যদি ঘুমানোর সময় মোবাইল কাছে পাই তাহলে যতই ঘুম আসুক না কেন ঘুমায় না।
যদি ঘুমানোর সময় আশেপাশে থেকে কোন প্রকার শব্দ আসে তাহলে ঘুমাতে পারি না। পাশে কেউ থাকলে সুন্দরভাবে ঘুমাতে পারি কোন প্রকার সমস্যা হয় না কিন্তু একা হলেই প্রচুর ভয় লাগে।
আপনি লেখাটা সুন্দরভাবে সম্পূর্ণ করেছেন এবং প্রতিটি প্রশ্নের উত্তর খুব মনোযোগ সহকারে দিয়েছেন। তবে এখানে আপনার সাথে আমার কিছু স্বভাবের মিল রয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit