"Incredible India" কমিউনিটির সকল বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে কমিউনিটির সম্মানিতChief Admin,Admin,Moderator & Senior Moderator সহ সকল সম্মানিত জনকে আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার। আজকে আমার "Incredible India" কমিউনিটিতে প্রথম পোস্ট। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি কোন ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আজকে সারাদিন আমি কি কি করলাম সেটাই শেয়ার করবো আপনাদের সাথে।
হঠাৎ সকালে জলের ছিটায় ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি বাইরে খুব বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির ছিটাই জানালা দিয়ে আমার চোখে মুখে পড়ছিল। ঘড়িতে তাকিয়ে দেখি সকাল সাড়ে আটটা বাজে।
আরেকটি সুন্দর দিন উপহার পেয়ে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিছানা ছেড়ে উঠলাম।তারপর ফ্রেশ হয়ে ঘরটা গুছিয়ে নিলাম। রাতের এঁটো বাসন গুলো ধুয়ে নিলাম। তারপর চলে গেলাম সকালের নাস্তা বানাতে। সবার জন্য রুটি বানালাম। রুটির সাথে কিছু বানালাম না কারণ কালকের বেঁচে যাওয়া অনেকখানি রান্না করা মুরগির ঝোল ছিল। একটু পরে ছেলে ঘুম থেকে উঠলো। তাকে ফ্রেশ করিয়ে সকালের খাবার খাইয়ে দিলাম।
তারপর আমি স্নান করে গোপাল পূজা দিলাম। পূজা শেষ করে সবাইকে সকালের নাস্তা খেতে দিলাম এবং আমিও নাস্তা করে নিলাম। হাজবেন্ড এবং শ্বশুর কাজে চলে গেলেন। শশুর চলে যাওয়ার সময় আমাকে বললেন যে বিকেলে কাঁচা কলার চপ বানাতে কারণ আমার হাতের বানানো এই চপটা খেতে তিনি খুবই পছন্দ করেন।
তারা চলে যাওয়ার পর আমি এঁটো বাসন গুলো ধুয়ে নিলাম এবং দুপুরের রান্নার জন্য সব সবজি কেটে পরিষ্কার করে নিলাম। দুপুরের রান্নাটা আমার শাশুড়ি মাই করেন। তারপর আমি ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর চলে গেলাম শাশুড়ি মাকে কাজে একটু সাহায্য করতে। বিকেলে চপ বানানোর জন্য যা যা লাগবে সব একসাথে গুছিয়ে এক সাইডে রেখে দিলাম যাতে পরে আমার সুবিধা হয়। এইদিকে শাশুড়ি মায়ের রান্নাও কমপ্লিট। আজকে দুপুরে রান্না হয়েছে ভাত, আলু বেগুন দিয়ে রুই মাছের তরকারি এবং টমেটো দিয়ে মুশুরের ডাল।
তারপর ছেলেকে দুপুরের খাবার খাইয়ে দিলাম। তারপর মা ও ছেলে মিলে একটু মজা করলাম। এরমধ্যে হাজবেন্ড এবং শশুর বাসায় আসলো দুপুরের খাবার খেতে। আমি তাদের খাবার বেড়ে দিলাম। তাদের দুজনের খাবার হয়ে গেলে, আমি এবং আমার শাশুড়ি মা একসাথে খেতে বসলাম।
খাওয়া-দাওয়া শেষ করে বিকেলের নাস্তার জন্য চপগুলো ভেজে নিলাম। তারপর আমি একটু রেস্ট নিলাম। একটু ফেসবুকে স্ক্রল করলাম এবং ইম্পর্টেন্ট মেসেজগুলো চেক করলাম।
তারপর সবাইকে বিকেলের নাস্তা দিলাম। সবাই খুব মজা করে খেল। প্রতিদিনের মতো আজকেও বিকেলে ছেলেকে নিয়ে ছাদে গেলাম। আজকের বিকেলটা ছিল খুব সুন্দর।
ছেলেকে আকাশ দেখালাম, গাছ দেখালাম, ফুল দেখালাম ,পাখি দেখালাম। ছেলে তো আমার মহা খুশি। আমি, ছেলে ও ওর বাবা মিলে সুন্দর বিকেলটা উপভোগ করলাম। তারপর সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঘরে চলে এলাম।
ঘরে এসে সন্ধ্যা পূজা দিলাম। তারপর হাজব্যান্ড এবং শশুর তাদের কাজে আবার চলে গেল। ঘরটা একটু গুছিয়ে নিলাম। ছেলেকে হালকা সন্ধ্যা নাস্তা খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর আমিও একটু শুলাম।
এই ছিল আজকে আমার সারা দিন। আজকের দিনটা ভালই কাটলো। কালকে আরো একটি নতুন দিন নতুন নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে। সেগুলিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি।
''ধন্যবাদ'' |
---|
এই কমিউনিটিতে আপনাকে প্রথমে শুভেচ্ছা জানাই অভিনন্দন। সকালটা শুরু হয় অনেক সুন্দরভাবে আপনার, সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকেরই সুন্দর একটি সকাল প্রদান করে, সকালবেলা উঠলেন এবং সকালের খাবার শেষ করে,
কাঁচা কলা আনতে বললেন কাঁচা কলার চপ তৈরি করবেন আমি এই প্রথম শুনলাম কাঁচা কলার চপ হয়, এবং আপনার ছবি তো দেখলাম অনেক সুন্দর দেখাচ্ছে খেতে মনে অনেক সুস্বাদু হবে।
দেখে আমার একটু হলেও টেস্ট করতে মন চাচ্ছে,
ধন্যবাদ আপু আপনার পোষ্টের নতুন একটি বিষয় জানতে পারলাম, এবং আশা করি এটির রেসিপি আমাদের সাথে শেয়ার করবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মূল্যবান কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যা, কাঁচা কলার চপ হয়। পরবর্তী কোন পোস্টে আমি এই রেসিপিটি অবশ্যই শেয়ার করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hello,
@toliroy,
আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগতম। কিন্তু আমি এই মূহুর্তে আপনার লেখাটি ফরমেট ব্যবহার করে ভেরিফাই করতে পারলাম না।
বিশেষ দ্রষ্টব্যঃ-
ইতিমধ্যে আমি আপনার প্রোফাইল পরিদর্শন করেছি এবং দেখেছি আপনি স্টিমিট প্ল্যাটফর্মে এখনো ভেরিফাইড না।
তাছাড়া, আপনি যার মাধ্যমে এসেছেন তিনি দীর্ঘদিন আমাদের সাথে যুক্ত কিন্তু অনেকটা সময় ধরে সক্রিয় নেই।
আপনার পোস্ট দেখে মনে হলো মণি দিদি অনেক ভালোভাবে আপনাকে কাজ সম্পর্কে অবগত করেছেন।
পরবর্তী পোস্ট করার পূর্বে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরা কমিউনিটির পক্ষ থেকে আপনাকে ভেরিফিকেশনে সহযোগিতা এবং অন্যান্য মৌলিক নিয়মাবলী সম্পর্কে অবগত করার চেষ্টা করবো।
Discord Join Link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ @piya3 দিদি, আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আজকের সারাদিনের কাজকর্ম কিংবা কি কি করেছেন সেটা আমাদের সাথে শেয়ার করেছেন।
এবং তাছাড়া অবাক হলাম আপনি যে কলা দিয়ে চপ বানিয়েছেন এটার কথা শুনে আসলে আমিও প্রথমে শুনলাম যে বলার কোন দিন জপ হয়। যাইহোক আপনার এই পোস্ট থেকে যেহেতু শুনলাম যে কাঁচা কলার চপ হয় অবশ্যই একদিন বাসায় বানানোর চেষ্টা করব।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মূল্যবান কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সারাদিন খুব ব্যস্ততার মধ্যেই কেটেছে। আসলে সংসারে থাকতে গেলে অনেক রকমই কাজ করতে হয়। আপনার পোস্টটা পড়ে সত্যি খুব ভালো লাগলো ।সারা দিনে কাজকর্ম তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সংসারে মেয়েদের জীবনটা প্রত্যেকটা মুহূর্তে অনেক বেশি ব্যস্ততার মধ্যেই কাটিয়ে দিতে হয়। আপনিও তার ব্যতিক্রম নয়। তবে কাচ কলা দিয়ে কিভাবে আপনি চপ তৈরি করেন সেটা আমার জানা নেই। যদি কখনো সুযোগ হয় আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ ব্যস্তময় দিনের খানিকটা অংশ আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit