এটিএম ব্যবহারে সর্তকতা অবলম্বন।

in hive-120823 •  6 months ago  (edited)

নমস্কার 🙏

আশা করি পরম করুনাময় ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আজ আপনাদের মাঝে আমি একটি সতর্কতামূলক বিষয় নিয়ে হাজির হলাম। আশা রাখি সবাই মনোযোগ সহকারে আমার সতর্কতামূলক পোস্টটি পড়বেন।

চলুন শুরু করা যাক
আজ আমি টাকা তুলতে এটিএম বুথে গিয়েছিলাম। আমিতো এটিএম মেশিনে কার্ড ব্যবহার করে টাকা উত্তোলন করে নিয়েছি।

কিন্তু আমার পাশে আরেকটি এটিএম মেশিনে একজন ব্যক্তি টাকা তোলার জন্য এটিএম মেশিনে কার্ড ব্যবহার করেন। কিন্তু এটিএম মেশিন থেকে উনাকে টাকা দিচ্ছে না। ওনার একাউন্ট চেক করে দেখে যে তার অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য। তার মানে উনার একাউন্ট থেকে অন্য কেউ বা কারা টাকা উত্তোলন করে নিয়েছে।

আজকের আলোচনার মূল বিষয় হলো এটিএম বুথ ব্যবহারে সতর্কতা অবলম্বন। এটিএম মেশিন আসলে কি, তা আমরা আগে জেনে নেই। এটিএম বুথ হল- অটোমেটেড টেলার মেশিন। যার মাধ্যমে আমরা ব্যাংক থেকে দেওয়া কার্ড দিয়ে যেকোনো সময় টাকা উত্তোলন করতে পারি।
IMG20240703181713.jpg এটিএম বুথ ব্যবহারে যে বিষয়গুলো আমাদের সকলের জানা দরকার। আপনার ব্যক্তিগত মোবাইল নম্বরটি ব্যাংকের সাথে যুক্ত করে রাখেন। যার ফলে আপনার ব্যাংকের সকল লেনদেন সম্পর্কে ব্যাংক কর্তৃক এসএমএস বার্তার মাধ্যমে আপনার মোবাইল ফোনে জানানো হবে। ফলে পরবর্তী সময়ে কোন প্রকার সমস্যা হলে তা দ্রুত ধরা পড়বে।

আজকাল আমাদের টাকা তুলতে আর ব্যাংকের দরজায় তেমন একটা হাটতে হয় না। তার কারণ সবার দোরগোড়ায় প্রত্যেকটি ব্যাংকের এটিএম মেশিন পাওয়া যায়। তবে উন্নত প্রযুক্তির পাশাপাশি মানুষের বেড়েছে কুপ্রভৃতি। তাই এটিএম কার্ড এবং এটিএম মেশিন ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করা উচিত।

সেন্ট্রাল ব্যাংক থেকে এটিএম মেশিন ব্যবহারের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বনের তথ্য দেওয়া আছে। যে নিয়মগুলো মানলে আমরা নিরাপদে এটিএম মেশিন ব্যবহার করতে পারব। চলুন সে নিরাপদ নিয়মগুলি একটু দেখে নেয়া যাক।

IMG20240703181420.jpg

কার্ডের গোপন নাম্বার ব্যবহার
প্রতিটি এটিএম কার্ডের একটি নির্ধারিত গোপন নাম্বার দেয়া থাকে। এই গোপন নাম্বারটি ব্যবহার করে এটিএম মেশিনে ব্যাংকের যাবতীয় কাজ করা হয়। তাই গোপন নাম্বারটি নিতান্তই একান্ত। এই গোপন নাম্বারটি কাউকে জানানো যাবে না। গোপন নাম্বারটি কোথাও লিখে রাখলে হতে পারে বিপদ। তাই গোপন নাম্বারটি মুখস্ত রাখাই ভালো। প্রত্যেক বছর গোপন নাম্বারটি একবার পরিবর্তন করে নিলে ভালো হয়।

IMG20240703181427.jpg

প্রস্তুতি
এটিএম কার্ডটি ব্যবহার করবেন তার গোপন নাম্বারটি আগে থেকেই মনে রাখুন পাশাপাশি এটিএম মেশিন ব্যবহারে কার্ডটি প্রবেশ করান। খেয়াল রাখবেন গোপন নাম্বার ব্যবহারের সময় অন্য কেউ যেন না দেখতে পায়।

IMG20240703181622.jpg

চারপাশে নজর রাখুন
এটিএম মেশিন ব্যবহারের পূর্বে এক বা একাধিক রহস্যজনক মানুষ আশেপাশে ঘুরছে দেখতে পেলে এটিএম মেশিন ব্যবহারে বিরত থাকুন।

IMG20240703181646.jpg

আপনার শরীরকে ঢাল বানান
এটিএম মেশিন ব্যবহারের সময় আপনার শরীর দিয়ে এটিএম মেশিনটিকে পরিপূর্ণভাবে ঢেকে রাখার চেষ্টা করুন। যাতে করে অন্য কেও আপনার কার্যকলাপ দেখতে না পায়।

IMG20240703181358.jpg

পুরনো এটিএম কার্ড
আপনার যদি পুরনো কোন এটিএম কার্ড থাকে তাহলে এটিএম কার্ডটি নষ্ট করে ফেলুন।

মোবাইল নাম্বার যুক্ত করুন
আপনার ব্যক্তিগত যে মোবাইল নাম্বারটি আছে সেটি ব্যাংকের সাথে যুক্ত করে রাখুন। যাতে করে আপনার ব্যাংকের সকল লেনদেন সম্পর্কে এসএমএস বার্তার মাধ্যমে জানতে পারেন।

এই ছিল আমার আজকের আলোচনার মুখ্য বিষয়।সবাই সতর্ক থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে অসংখ্য ধন্যবাদ এটিএম ব্যবহার করা নিয়ে আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে এই পোস্টটি করেছেন, আসলে এগুলো আমাদের করা প্রয়োজনীয় এবং এগুলো যদি আমরা করি তাহলে আমাদের নিজেদেরও সেফটি থাকলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Loading...