এই মুহূর্তে অনেক মানসিক চাপে রয়েছি।কিছু দিন বাদেই পরীক্ষা,হাতে সময় একদম নেই,তার উপর অনেক কিছু পড়তে বাকি।তাই মানসিক চাপ কমাতে বরাবরের মত ছবি আঁকতে বসলাম।এই হোস্টেলে আসার পর থেকেই ইচ্ছে ছিল ঘরের দেওয়ালে কিছুএকটা আঁকব।
কিন্তু সময়ের অভাবে আঁকা হচ্ছিল না।আজ যখন চাপ লাগছে তখন এই মুহূর্তে পড়তে বসলে আরো বেশি চাপ হবে,তার থেকে বরং নিজেকে কিছুটা ব্যাস্ত রাখা সব থেকে ভালো কাজ।এটাই আমার বরাবরের চাপ লাঘবের উপায়।
আজ যে চরিত্রটি দেয়ালে আঁকব,সেটা একটা নতুন Anime, সেই সঙ্গে খুব পছন্দেরও।Anime এর নাম Chainsaw Man
গল্পের সারাংশ
গল্পটি এমন এক কাল্পনিক দুনিয়ার ঘটনা,যেখানে নানান দুশ্চরিত্র আত্মা মানুষের উপর ভর করে এবং সেই মানুষটা তখন সেই উপরিউক্ত আত্মার অধীনে থাকে।সেই শরীরে তখন নানান রকম শক্তির উদ্ভব ঘটে।এক্ষেত্রে কোন আত্মার শক্তি কতখানি তা নির্ভর করছে কোন জিনিসকে মানুষ কতটা ভয় করে।অর্থাৎ মানুষ বন্দুক দেখে যতটা ভয় পায়,মুরগি দেখে নিশ্চয় তত ভয় পায়না।তাই এ ক্ষেত্রে দুটো নতুন demon এর আবির্ভাব হবে গান ডেভিল ও চিকেন ডেভিল।কিন্ত যেহেতু চিকেন কে মানুষ তেমন ভয় পায়না তাই চিকেন ডেভিল এর শক্তি গান ডেভিল এর থেকে অনেক কম হবে।এখানে আমাদের গল্পের মূল চরিত্র denji নামক একটা ১৬ বছর বয়সী যুবকের। জন্মের সময় তার মা মারা যায়,তার বাবা ঋণ শোধ করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।কাজেই ছোট থেকে অত্যন্ত কষ্ঠের সঙ্গে এবং দারিদ্রতার সঙ্গে বড় হতে থাকে। একদিন কিছু ঘটনাক্রমে সেও এক চেইন শ ডেভিল এর পাল্লায় পড়ে এবং তার শরীর চেইন শ ডেভিল অধিগ্রহণ করে।এবং সে পরিণত হয় চেইন শ ম্যান এ।সরকার কর্তৃক ডেভিল হান্টার অর্থাৎ ডেভিল মারার জন্য এক বিশেষ দলের সংস্পর্শে এসে সেও ডেভিল মারার দল অর্থাৎ ডেভিল হান্টার দের দলে যুক্ত হয়। শর্ত একটাই যত দিন সে ডেভিল মারতে সরকারকে সাহায্য করবে ততদিন তাকে বাঁচতে দেওয়া হবে না হলে মেরে ফেলা হবে,কারণ সে নিজে একটা ডেভিল এ পরিণত হয়েছে।এই নিয়েই গল্পের শুরু হলেও গল্পের মধ্যে রয়েছে অসংখ্য টুইস্ট এন্ড টার্ন। |
---|
আজ তাই এই এনিমের মূল চরিত্র denjir চেইন শ ম্যান অবতারের ছবি নিজের দেওয়ালে ফুটিয়ে তুলছি।ঘরেই কালো রঙের একটা মার্কার পেন ছিল।তবে প্রথমেই মার্কার পেন ব্যাবহার করিনি,প্রথমে ব্যাবহার করেছি স্কেচ পেন।সেটা দিয়ে প্রথমে আউট লাইন একে নেওয়ার পর মার্কার পেন ব্যাবহার করেছি।
প্রতিটা স্টেপ একপ্লেইন না করে পরপর স্টেপ বাই স্টেপ ছবিগুলো দিয়ে দিচ্ছি।
Curated by - @ripon0630
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit