রূপান্তর

in hive-120823 •  9 months ago 

free-photo-of-berlin-tv-tower-from-the-spree-1.jpegsrc
রাজশাহীতে পড়তে গিয়ে প্রথম যখন ছাত্রাবাসে উঠলাম, রুমে অবস্থানকালে খুটখাট শব্দ কানে আসছিলো। কারণ খুঁজতে গিয়ে অনুধাবন করলাম ছাত্রাবাসের পাশের বিল্ডিং ভাঙার কাজ চলছে৷ কয়েক মাস পর লক্ষ্য করলাম সেখানে বহুতল ভবন গড়ে উঠেছে৷ আসলে পরিবর্তন হতে প্রথমে ধ্বংসের প্রয়োজন হয় তারপর রূপান্তর৷ চলুন, আরেকটি ঘটনা ভাগ করি.....

বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা কালে লক্ষ্য করতাম রাস্তার দু'ধারে নির্দিষ্ট পরিমাণে জায়গা থেকে উচু দালান এবং স্থাপনা সরিয়ে নেয়া হয়েছে। খোঁজ নিয়ে জানতে পারলাম রাস্তার কাজ হবে, এজন্য বিশ্বরোডের আশেপাশে যত স্থাপনা ছিলো সব ভেঙে চুরমার করা হয়েছে সরকারিভাবে। তবে সরকার কাউকে ঠকিয়ে কিংবা জোর জবরদস্তি করে এসব জায়গা অধিগ্রহণ করেননি, এর জন্য তাদের ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দিয়েই অধিগ্রহণ করেছেন।

রাস্তার দুপাশ ভাঙ্গার কারণে যানবাহনে চলা মানুষদের চলাফেরায় ব্যাঘাত ঘটেছিলো দীর্ঘসময় জুড়ে৷ উঁচু দালানগুলো এমনভাবে ভাঙ্গা হয়েছিলো যে, একজন ভীনদেশী মানুষ প্রথম দেখায় ভাবতো যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা৷ সেই সাথে প্রচন্ড ধূলোর সৃষ্টি হয়েছিলো, যার কারণে রাস্তায় চলা মানুষদের দুর্ভোগ পোহাতে হয়েছিল অনেকটা সময়জুড়েই৷ ফলশ্রুতিতে রাস্তা হয়েছে ফোর ল্যান, একেবারে জ্যামমুক্ত।

pexels-photo-12570218.jpegsrc

গত ইদের মৌসুমে যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেছেন তারা অবশ্যই বলতে পারবেন, জ্যাম নামক ব্যাধি কিভাবে পলায়ন করেছে৷

রাস্তায় এরকম উন্নয়ন ঘটানো সম্ভব হয়েছে একমাত্র ধ্বংসের কারণে৷ ধ্বংস বলতে আমি বুঝাতে চেষ্টা করছি, উঁচু দালান ভাঙ্গা এবং স্থাপনা সরানোকে। যদি এমনটা করা সম্ভব না হতো তবে রাস্তার উন্নয়ন কখনোই ঘটানো সম্ভব হতো না।

উপরের লেখনির মাধ্যমে আমি একটি বার্তা পৌঁছে দিতে চাই সবার দুয়ারে। সেটা হলো, ধ্বংসের মাধ্যমেই রুপান্তর সম্ভব হয়৷ যদি ধ্বংস সম্ভব না হতো তবে রুপান্তর কখনোই সম্ভব হতো না৷

আপনার কিংবা আমার প্রতিনিয়তই উত্থান পতন ঘটে।আমরা অল্পতেই ঘাবড়িয়ে যাই।

pexels-enginakyurt-1446948.jpgsrc

কিন্তু খুব খেয়ার করে দেখবেন আপনি যে কাজেই প্রবলভাবে ঝুঁকি নিয়েছেন সেই কাজেই আপনি হয় জিতেছেন নয় শিখেছেন৷ মানুষতো সেখানেই শেখে যেখানে সে ঠেকে। আমরা গড়ি আবার ধ্বংস হই। ধ্বংস এবং গড়ার মাধ্যমেই আমরা পরিবর্তন আনতে সক্ষম হই।

একটা জীবনে বহুবার উত্থান পতন ঘটবে, এটাই স্বাভাবিক। আমি বহু মানুষকে চিনি যারা ধ্বংসের কবল থেকে উঠে গিয়ে এখন সোনার মানুষে পরিণত হয়েছে। নিউটনের একটি সুত্র কমবেশি আমাদের সবারই জানা, "বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চায় অপর দিকে গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়"। পরিবর্তনের জন্য বল প্রয়োগের ভীষণ প্রয়োজন।

আমার যে বন্ধুটা নিজের পকেট খরচ চালাতে পারতো না এখন সে একটি সংসার চালায়। সংসার নামক ইঞ্জিনের বল প্রয়োগে সে এমন যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে৷।

জীবনে কোন ক্ষণে "সময়" যদি অনুকূল হারায় তবে ভাবতে হবে "পরিবর্তন তথা রূপান্তর" আমাদের হাতছানি দিয়ে ডাকছে৷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

চমৎকার রূপান্তর কথার পরিপ্রেক্ষিতে আপনি এত সুন্দর ভাবে বিষয়টাকে, আমাদের সাথে উপস্থাপন করেছেন। যেটা সত্যিই প্রশংসার যোগ্য। একদমই ঠিক আমাদের জীবনে হঠাৎ করে যদি কোন জিনিস বা কোন বিপদ চলে আসে। তার মানে আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের জীবনে ভালো কিছু আসার সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য অবশ্যই ধৈর্যের প্রয়োজন। যে কোন জিনিস ধ্বংস করলেই তাকে আবার কিন্তু নতুন করে আমরা তৈরি করে থাকি। সেটা ঘরবাড়ি হোক কিংবা রাস্তা।

আসলে ঢাকা শহরের বেশ কিছু জায়গায় বর্তমান সময়ে চলাচল করতে বেশ ভালই লাগে। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে হতো। সেখানে এখন কয়েক মিনিটের মধ্যে পৌঁছানো যায়। বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ রুপান্তর বিষয় নিয়ে এত সুন্দর একটা বিষয় আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।