প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কমিউনিটির এডমিন ম্যামের প্রতি আমাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ একটি টপিকের উপর কনটেস্টের আয়োজন করার জন্য। কারণ, এবিষয়টিতে গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবী হয়ে দাড়িয়েছে বলে আমি মনে করছি।
Share the significance of Green in our lives.
সবুজ প্রকৃতি প্রতিটি জীবের বন্ধু স্বরূপ।
কারণ, প্রতিটি জীব জন্মের পর এই সবুজ প্রকৃতিতেই বেড়ে ওঠে৷ যে সবুজ প্রকৃতি জীবের জীবনে এত এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, জীবকে সতেজ আবহাওয়া উপহার দেয় বিপরীতে সেই অকৃতজ্ঞ জীবই সবুজ প্রকৃতি ধ্বংসের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবুজ প্রকৃতি ধ্বংসের পিছনে বড় হাত হিসেবে কাজ করে সৃষ্টির সেরা জীব মানুষ।
তারা নিজেদের স্বার্থ রক্ষায় প্রতিনিয়ত সবুজ প্রকৃতি ধ্বংসলীলায় মেতে উঠেছে৷ গ্রামে গেলে আর আগের মত বড় বড় গাছের বাগান, বাঁশ ঝার দেখা যায় না, সেখানেও নগরায়নের ছোঁয়া লেগেছে। শহরের কথা নাই বা বল্লাম। অধিকাংশ গ্রামেই এখন ব্যাঙের ছাতার মতো পরিবেশ ধ্বংসকারী ইটের ভাটা প্রতিষ্ঠিত হয়েছে৷
যার কালো ধোঁয়ায় সবুজ প্রকৃতি আজ অন্ধকারাচ্ছন্ন। ফসলের জমিগুলোতে এখন আর আগের মত ফসল ফলে না, ফলের গাছগুলোতে আগের মত ফল ধরে না। এই পরিস্থিতির দায় সৃষ্টির সেরা জীব মানুষ যদি অস্বীকার করে তবে আমি সেটাকে ভণ্ডামি হিসেবেই ধরে নিতেই পারি।
আমাদের হাতে ধ্বংস প্রায় প্রকৃতি ইতোমধ্যে প্রতিশোধ নেয়া শুরু করেছে৷ যার উৎকৃষ্ট উদাহরণ হলো জলবায়ুর পরিবর্তন।
কারণ, আমরাই এপ্রকৃতিকে ভাঁপিয়ে তুলেছি। এখন বর্ষাকালে আগের মতো বৃষ্টি বর্ষণ হয় না, বন্যা হয় আজগুবি এক সময়ে৷ আকষ্মিক বন্য, ভূমিকম্প, জলচ্ছাসসহ আরো যত প্রাকৃতিক দূর্যোগ রয়েছে তা সবই আমাদের হাতের কামাই৷ আমরা যেরূপ আচরণ প্রকৃতির সাথে করছি, প্রকৃতিও আমাদের সাথে সেরূপ আচরনই করবে।একচুলও ছাড় দিবে না এটাই স্বাভাবিক।
How do you hold Green in your regular lifestyle.
আমাদের প্রাত্যহিক জীবনে সবুজকে ধরে রাখতে শুধু
স্ব-ইচ্ছার প্রয়োজন।
ছোটবেলা থেকেই সবুজ প্রকৃতির প্রতি আমার ব্যাপক মায়া। আমার কেনো জানি সবুজ প্রকৃতি ভীষণ প্রিয়। আমি মাঝে মাঝে সময় পেলেই ছুটে যাই সবুজের সমারোহ উপভোগ করতে। উপভোগ করি সবুজ প্রকৃতির বিশুদ্ধ বায়ু, আহ্। আমি প্রতিনিয়তই গাছ লাগাতে ভালোবাসি। সুযোগ পেলেই গাছ সংগ্রহ করে গাছ লাগাই সবুজকে বাঁচিয়ে রাখার নিমিত্তে।
How we can educate the younger generation about the value of 'Go Green.' Describe.
আমরা সবুজ প্রকৃতি ধ্বংসের মাধ্যমে নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দাঁড়প্রান্তে এনে দাঁড় করিয়েছি। যেহুতু সবুজ প্রকৃতি আমাদের বন্ধু স্বরূপ। তাই আমি মনে করি চরমভাবে এর পরিচর্যা করা উচিত।
প্রতিটি তরুণ কিংবা তরুণী শিক্ষা গ্রহনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়। এখান থেকেই আসলে সবুজ প্রকৃতি রক্ষার বিষয়টি উত্তমরূপে অবগত করা সম্ভব সবাইকে। শুধু তাই নয়, সেমিনার আয়োজন করেও গাছ লাগানোর ব্যাপারটিতে নজর দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা যেতে পারে। সবুজ প্রকৃতি ধ্বংসের ক্ষতি যেহেতু সামগ্রিক সমস্যা তাই এটার সমাধানও করতে হবে সামগ্রিকভাবেই।
মনে রাখতে হবে একটি কথা, সবুজ প্রকৃতিকে সুস্থ রাখতে পারলেই আমাদের স্বস্তি বিপরীত ঘটলে আমাদের ধ্বংস অনিবার্য।
আমি আমার তিনজন স্টিমিয়ান বন্ধুকে এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
@sabus @yoyopk @shariarprottoy
প্রিয় ভাই, সবুজের প্রতি আপনার ভালোবাসা দেখে আমারো অনেক ভালো লাগলো। আপনি ঠিক বলেছেন প্রকৃতির সবুজ নষ্ট করার পেছনে আমরা মানুষরাই দায়ী। আমরা যদি সচেতন হতাম তাহলে আজ হয়তো প্রকৃতিতে এতো বিপর্যয় নেমে আসতো না।
যাইহোক ভাই আপনাকে ধন্যবাদ জানাই প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য। সেই সাথে প্রতিটি প্রশ্নের উত্তর সাবলীল ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জাজাকাল্লাহ খাইরান।
আমরা সৃষ্টির সেরা জীব মানুষ হয়েও সবুজ প্রকৃতি ধ্বংসে প্রতিদিন আত্মনিয়োগ করছি। অথচ যেখানে পশু বাস করে সেখানে সবুজের অভয়ারণ্য। আসলে আমরা নিজের ভালো বুঝতে অক্ষম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুরুতেই জানাতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য ৷ প্রতিযোগীতায় থাকা সব গুলো প্রশ্নের উত্তর সঠিক ভাবে দেওয়ার চেষ্টা করেছেন ৷
যাই হোক আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ নিজের প্রতি খেয়াল রাখবেন ৷ দিনটি আপনার শুভ হোক ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পোস্টে সুন্দর একটি মতামত প্রদানের জন্য।
যদি প্রয়োজনে আমাদের একটি গাছ কাটতেই হয় তবে সবুজায়নের জন্য বিপরীতে দুইটি গাছ লাগানো উচিত। তবে ভারসাম্য রক্ষা হবে বলে আমি মনে করি।
যেহেতু মৃত্যুর আগ মহুর্ত পর্যন্ত এপ্রকৃতিতে আমাদের বাঁচতে হবে। তাই প্রকৃতির স্বার্থে না হোক নিজেদের স্বার্থেই এপ্রকৃতির একটু আধটু পরিচর্যা তো করতেই পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit