HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গড়েয়া ইস্কন মন্দির এর ঘুরতে যাওয়ার দৃশ্য ৷ তাহলে চলো শুরু করা যাক ৷
আজ দুপুর আমরা একটা বিশেষ কাজের জন্য গড়েয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই ৷ তারপর গড়েয়া গিয়ে সেখানে প্রয়োজনীয় কাজ গুলো সম্পূর্ণ করি ৷ কাজ গুলো শেষ করতে করতে প্রায় দুই ঘন্টার মত সময় লেগে যায় ৷
যাই হোক কাজের জন্য যেহেতু আসছি কাজ তো সম্পুর্ণ করেছি তাই ভাবলাম গড়েয়া ইস্কন মন্দিরে একটু পরিদর্শন করে আসি অনেক দিন থেকে আসা হয় না ৷
অবশেষে চলেই আসলাম গড়েয়া ইস্কন মন্দিরের ভিতরে তারপর মন্দিরের পুরো জায়গাটা আস্তে ধীরে ঘুরতে লাগলাম ৷ আগের চেয়ে বর্তমান সময়ে অনেক পরিবর্তন হয়েছে এই ইসকন মন্দিরের আগে অল্প জায়গা ছিল এখন অনেক টা জায়গা জুড়ে নিয়ে ইস্কন মন্দির ৷
আর এই ইস্কন মন্দিরে অনেক সাধু থাকে তারাই এই মন্দিরের পরিচর্যা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে আর মন্দিরের চার পাশে অনেক ফুল ও ফলের ছবি রোপণ করা হয়েছে যখন ফুল গুলো ফুটবে তখন এই জায়গাটা আরো অনেক আকর্ষণীয় লাগবে ৷
এই গড়েয়া ইস্কন মন্দিরে অনেক মানুষ আসে দুর থেকে শুধু দেখার জন্য এবং মন্দির পরিদর্শন করার জন্য ৷
আমরা দুজন আসছি এই ইস্কন মন্দিরে চারপাশ টা একটু ঘুরে দেখে তারপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে চারপাশে এক পাক ঘুরে নিলাম তারপর প্রনামী দিয়ে প্রণাম করে নিলাম ৷
এই ইস্কন মন্দিরের ভিতরে অনেক গুলো দেব দেবীর মূর্তি রয়েছে আর সব মূর্তি গুলো আমরা এক এক করে পরিদর্শন করে নিলাম ৷
এই সব দেবদেবীর মূর্তি আগে ছিল না সব নতুন ভাবে তৈরি করা হয়েছে তার পাশাপাশি এখনো অনেক কাজ চলমান রয়েছে আশা করি আগামী বছর থেকে এই ইস্কন মন্দির আরো উন্নত করবে ৷
এই মূর্তি টি অনেক বছর আগের আমি যখন প্রথমবার আসি তখন থেকেই এই মুর্তি টাকে দেখে আসছি ৷ আমি যখন প্রথমবারের মতো এই মূর্তি টি দেখি তখন আমি সত্যি সত্যি মনে করেছি এখানে সত্যিকারের মানুষ বসে আছে ৷
কিন্তু এটা সত্যিকারের মানুষ না তবে এই মূর্তি টা দেখে আমার সত্যিকারের মানুষ মনে হয়েছিল ৷
ইস্কন মন্দিরের চারপাশে অনেক রকমের ফুল রোপণ করেছে এর মধ্যে অনেক ফুল ফুটেছে আবার অনেক ফুল এখনো ফুটতে শুরু করে নাই ৷ এর মধ্যে কিছু কিছু ফুলের ছবি তুলেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ৷
ইস্কন মন্দিরের ভিতরে একটি মূয়ুর ছিল আর মূয়ুর টা দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে আমি অনেক দিন পর মূয়ুর দেখলাম ৷
মূয়ুর টা যখন ডানা মেলেছে তখন মনে হয় মূয়ুর গুলো অনেক বড় হয়ে থাকে কিন্তু আসলে তা না যখন মূয়ুর গুলো পুরো ডানা মেলে থাকে তখন ঐ সময় দেখলে অনেক বড় মনে হয় ৷
যাই হোক আমরা বেশ অনেকক্ষণ যাবৎ ধরে গড়েয়া ইস্কন মন্দিরে সময় কাটালাম ৷ বিকেল ৪ টা বাজে আমরা শীতের কাপড় নিয়ে আসি নি সেজন্য আর দেরী না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ৷
তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আপনার পোস্টটি সুন্দর এবং ভ্রমণের অভিজ্ঞতা দারুণভাবে তুলে ধরেছেন। ইস্কন মন্দিরের পরিবেশ এবং প্রকৃতি সত্যিই চমৎকার বলে মনে হচ্ছে। সবকিছুর প্রতি আপনার পর্যবেক্ষণ এবং প্রশংসা করার মনোভাব প্রশংসনীয়। আল্লাহ আপনার ভ্রমণকে আনন্দময় ও নিরাপদ রাখুন। আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো ভালো থাকুন সব সময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার অভিজ্ঞতার সুন্দর বর্ণনা পড়ে খুব ভালো লাগলো। মন্দিরের পরিবেশ, ঐতিহ্য এবং সৌন্দর্য আপনার বর্ণনায় চমৎকারভাবে ফুটে উঠেছে। এমন একটি জায়গা ঘুরে দেখা এবং প্রকৃতির সাথে সময় কাটানোর অভিজ্ঞতা মানসিক প্রশান্তি দেয়। ভবিষ্যতে এ ধরনের আরো সুন্দর ভ্রমণ কাহিনী শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit