সকাল বেলা |
---|
HELLO▶
everyone
শুভ সকাল 😊 বর্তমান সময় টাই শীতকালীন আর এই শীতকালীন সময়ে সকাল বেলা বিছানা ছেরে উঠতেই মন চায় না তারপরও উঠতে হয় ৷ সকাল ৮ টা বেজে ঘুম থেকে উঠলাম তারপর ফ্রেশ হয়ে নিলাম ৷
সকালের নাস্তা খাওয়ার জন্য দোকানে চলে গেলাম তারপর চা রুটি খেয়ে বাড়িতে চলে আসলাম ৷
বাড়িতে আসার সাথে আমার একজন কাকিমা আমাকে একটু বাজারে যেতে বলে একজনের টাকা বিকাশ করে দিতে ৷ আমি আর কিভাবে না করবো কোন উপায় না পেয়ে চলে আসলাম বাজারে কিন্তু এত সকাল বেলা একটা দোকান ও খুলে নি তারপর পুরো বাজার ঘুরে একটা দোকান খুলা পেলাম সেখানে গিয়ে ৬ হাজার টাকা বিকাশ করে দিলাম ৷ তারপর চলে আসলাম বাড়িতে ৷
বাড়িতে আসা মাত্রই আমার কাকু আমাকে বলে খড়ের পুন্জিতে একটু উঠে কয়টা খড় তুলে দেই শুধু পুন্জির মাথায় দে যাতে করে বৃষ্টি আসলে ভিতরে প্রবেশ না করে এই কাজ টাও আমি আর না করতে পারলাম না ৷ যদি কাজ টা না করতাম তখন বলতো একটু কাজ করতে বললে শুনেই না নিজের কাকু হয় আমার তাই আর না করতে পারলাম না ৷
পুন্জিতে উঠলাম তারপর কাকু খড় তুলে দিলো আমি খড় গুলো দিয়ে পুন্জির মাথায় বেশ সুন্দর করে দিলাম যাতে করে বৃষ্টি আসলে ভিতরে প্রবেশ করতে না পারে ৷ তাহলে খড় গুলো সারাবছর শুকনো অবস্থায় থাকবে ৷
দুপুর বেলা |
---|
দুপুর বেলা কদু কিনতে গেলাম একজনের বাড়িতে আর গিয়ে দেখলাম কদু গুলা অনেক লম্বা আমার জীবনে আমি আজকে প্রথম এতবড় কদু দেখলাম ৷
এই কদুর গাছ গুলো কিন্তু দেশী জাতের তারপরও লম্বায় বেশ বড় হয়েছে আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এতবড় লম্বা কদু কিভাবে হয় ৷ যাই হোক ১০ কদু নিয়ে আসলাম কিনে পার পিচ ৭০ টাকা করে নিয়েছে ৷
বিকেল বেলা ধানের বীজ বপণ করবো জন্য জমি তৈরি করতে যেতে হয়েছে ৷ আমাদের বাড়ির পাশেই একটা ছোট নদী রয়েছে সেখানে সবাই ছোট ছোট করে জমি নির্বাচন করে ধানের বীজ বপণ করে থাকে ৷ বালু মাটিতে ধানের বীজ বপণ করতে বেশ সুবিধা হয় তাছাড়াও বালু মাটিতে ধান বীজের চারা গুলো অনেক সুন্দর হয় ৷
তার পাশাপাশি জলের কোন সমস্যা দেখা যায় না বীজ গুলো বড় হয়ে গেলে তখন নদীর পানি ছেকে দিতে হয় এতে করে আরো অনেক সুবিধা পাওয়া যায় ৷ যাই হোক জমি তৈরি করার পর ধানের বীজ গুলো বাবা নিয়ে গেল তারপর বীজ গুলো ছিটিয়ে দিলো চারপাশে যেন চারা গুলো খুব দ্রুত বেড়ে উঠে ৷
সন্ধ্যা বেলা |
---|
রাত হওয়ায় পর পরই চলে আসলাম বাজারে বাজার খরচ করার জন্য কিন্তু আমার আগেই আমার বাবা বাজার খরচ করেছে আমাকে দেখতে পেয়ে বাজার খরচ গুলো বাড়ি নিয়ে আসতে বলে আর আমি এখন বাড়িতে আসবো না সেজন্য বাবার হাত থেকে বাজার খরচ গুলো নিয়ে আমাদের বাড়ির পাশের একটা মানুষের দারা পাঠিয়ে দিলাম ৷
আমার কিছু বাজারে প্রয়োজনীয় কাজ ছিল সেগুলো করতে একটু সময় লাগবে সেজন্য আমার বাড়িতে আসতে দেরী হবে ৷ রাত প্রায় ৯ টা বাজে আমার কাজ গুলো একে একে শেষ করলাম তারপর চৌরাস্তা মোড়ে আসলাম সেখানে সোলা বুটের দোকান রয়েছে ভালো সোলা বুট রান্না করে সেখানে গিয়ে দুইজন মিলে দুই প্লেট সোলা বুট খাইলাম ৷
শীতের রাত চারদিকে প্রচন্ড কুয়াশা পরেছে তাই আর দেরী করলাম না সোজা চলে আসলাম বাড়িতে ৷ তারপর রাতের খাবার খেয়ে রুমে এসে পোস্ট লিখতে বসে পড়লাম ৷
আজকের মত এখানেই বিদায় নিলাম সবাই কে জানাই শুভ রাত্রি ৷🌼🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আপনার একটি দিনের কার্যক্রম অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সকালে নাস্তা সেরে এসে আপনি বাসায় এসে আপনার একটি কাকিমার জন্য বাজারে গিয়েছেন। শীতের সকাল তাই হয়তোবা দোকানে এখনো কেউ আসে নাই। আসলে শীতের সময় একটু দেরি করেই বাজারে দোকানে যাই মানুষ। যাইহোক আপনার এই দিনের কার্যক্রমের মধ্য ধানের ছবিটা অসাধারণ ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের সকালে গ্রাম অঞ্চলের এদিকে দোকান তেমন খোলা থাকে না আবার শহরের দিকে লক্ষ্য করলে খুব সকাল থেকে দোকান খোলা পাওয়া যায় ৷
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit