সকাল বেলা |
---|
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আজ আমি আপনাদের মাঝে আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করতে যাচ্ছি, তাহলে চলো শুরু করা যাক ৷
শুরুতেই জানাতে চাই পৌষ পার্বণ সংক্রান্তির শুভেচ্ছা 🥰 আজকের দিনে আমাদের সনাতন ধর্মের পৌষ পার্বণ উৎসব ৷ আর এই উৎসব প্রতিবছরের পৌষ মাসের শেষের দিন উদজাপন করা হয় ৷
আর এই দিনে আমরা হরেক রকমের পিঠা পুলি উৎসবে মেতে উঠি ৷ তবে বর্তমান সময়ে সেই আগের মত উৎসব উদজাপন করা হয় না ৷ কেন জানি দিন দিন এই উৎসব মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে ৷
আসলে সত্যি কথা বলতে কি যতই দিন যাচ্ছে ততই মানুষের মন থেকে আনন্দ টা কেন জানি সব দিক থেকে কমে যাচ্ছে ৷ যেমন , আগের তুলনায় বর্তমান সময়ে মানুষের অভাব অন্টন বেড়েই চলছে শরীরের মধ্যে নানা ধরনের ছোট বড় রোগ বাসা বাঁধতেছে এবং একেক জন একেক রকমের সমস্যার সম্মুখীন হয়ে আছে ৷ সেজন্য সব মিলিয়ে আর কি যে কোন ধরনের উৎসব হোক না কেন আগের চেয়ে বর্তমান সময়ে খুবই কম আনন্দ করা হয় ৷
যাই হোক সকাল সকাল উঠেই চলে আসলাম চৌরাস্তা মোড়ে আমার কিছু প্রয়োজনীয় কাজ ছিল আর কাজ গুলো মোটামুটি অনেকক্ষণ যাবৎ ধরে সম্পুর্ণ করলাম ৷ কাজ শেষ করে আমাদের গ্রামের কয়েকজন ছেলের সাথে তারা নাকি খাওয়া দাওয়ার বাজেট দিবে সেজন্য আমাক দেখতে পেয়ে আমাকেও সাথে নিয়ে গেলো হোটেলে ৷
তারপর হোটেলে গিয়ে গরম গরম পরোটা আর ডিম ভাজি করে নিলাম সাথে সবজী আর একটা করে মিষ্টি নিলাম ৷ খাওয়া শেষ করে তারপর আর কোন কাজ না থাকায় চলে আসলাম বাড়িতে ৷
আজকে পৌষ পার্বণ উৎসব পিঠা পুলি তৈরি করবো সেজন্য আতপ চাল গুড়া করতে চলে গেলাম মিলে ৷ মিলে গিয়ে দেখি অনেক ভিড় কি আর করার সিরিয়াল নিয়ে নিলাম প্রায় ১০ জনের পর আমার চাল গুলো গুড়া করে চলে আসলাম বাড়িতে ৷
সন্ধ্যা বেলা |
---|
সন্ধ্যা বাড়িতে ছিলাম আজকে কারণ আমার কাকুর বোনের আজকে জন্মদিন পালন করবে সেজন্য কিছু ছবি তুলতে হবে তাই আর আজকে বাড়ির বাইরে যেতে পারি নি ৷
রাত ৮ টা বেজে জন্মদিন পালন শুরু হয় তারপর সবাইকে কেক খাইয়ে দিলো এরপর একটা ছোট্ট খাবারের আয়োজন করা হয়েছে সব ছোট বাচ্চাদের একসাথে বসে খাওয়া দাওয়া সম্পুর্ণ করা হইলো ৷
জন্মদিন শেষ করে এবং খাওয়া দাওয়া করে সবাই নিজ নিজ বাড়ি চলে গেলো তারপর আমি ও খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসি ৷
তারপর রুমে এসে সোজা পোস্ট লিখতে বসে পড়লাম ৷ তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
প্রথমে আমিও আপনাকে জানাই পৌষ পর্বনের শুভেচ্ছা, আপনার পোস্টটা পড়ে অনেক ভালো লাগলো সারাটা দিন বলা যায় অনেক আনন্দে কেটেছে আপনার।।
দিনশেষ এরকম জন্মদিন সত্যি দিনটা অনেক ভালো কাটে, বাচ্চাদের সাথে এমন আনন্দ করা সত্যি, মনটা ভালো হয়ে যায়। সেই সাথে তো ভরপুর খাবার-দাবার থাকে,, ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি পড়লাম, খুব ভালো লাগলো। তবে আমি মুসলমান, তাই পৌষ পার্বণ বা এসব উৎসব আমাদের কালচার অনুযায়ী না। তবুও, আপনার উৎসবের অনুভূতি এবং তা উদযাপন করার ধরণ খুবই সুন্দর মনে হলো। আশা করি আপনাদের এই আনন্দপূর্ণ সময় আরও দীর্ঘস্থায়ী হোক। শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্ট টি মনযোগ সহকারে পড়ে আপনার মুল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকালকের দিনটা আপনি খুব আনন্দ সহকারে কাটিয়েছেন আপনি ঠিকই বলেছেন আসলে বর্তমান সময়ের মানুষের মধ্যে আন্তরিকতা ভালবাসার সবকিছুই শেষ হয়ে যাচ্ছে অভাব অনটন মানুষের মধ্যে যেমন দেখা দিচ্ছে ঠিক তেমনি মানুষ সৃষ্টিকর্তার পথে না চলার কারণে আমার কাছে মনে হয় এই সমস্যাগুলো দেখা দিচ্ছে আপনার কাকুর বোনের জন্মদিনের অনুষ্ঠান খুব সুন্দর ভাবেই পালন করেছেন ধন্যবাদ ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit