সকাল বেলা |
---|
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আজ আমি আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি , তাহলে চলো শুরু করা যাক ৷
আজ রোজ বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠলাম তারপর বিছানা ছেড়ে চলে আসলাম বাইরে ৷ আজকে দেখি কোন কুয়াশা নেই শুধু হালকা হালকা মেঘ ছিল রোদ উঠছে উঠছে না এমন অবস্থায় পুরো আকাশ জুরে আছে ৷
যাই হোক সোজা চলে আসলাম সরিষা ক্ষেতে তারপর এসে দেখলাম সরিষা ক্ষেতে অনেক গুলো গাছে বিষাক্ত পোঁকা আক্রমণ শুরু হয়েছে তারপর ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম অধিকাংশ গাছের গোড়ায় তারপর গাছের গচি ডগায় পোঁকা গুলো বাসা বেঁধে আছে ৷
এমন অবস্থায় বেশী দিন থাকলে সরিষা গাছের রস সব চুসে নিবে তারপর সরিষা গাছে ফলন খুবই কম ধরবে এবং কি কতগুলা গাছে ফলে পাতান ধরবে ৷ সেজন্য তারাতারি করে বাড়িতে এসে বাবাকে বললাম এখনি বাজারে গিয়ে কীটনাশকের দোকানে গিয়ে সরিষা গাছের জন্য ঔষুধ নিয়ে আসতে তারপর স্প্রে করে দিতে ৷
বাড়িতে খাওয়া দাওয়া করে চলে গেলাম লেবু বাগানে গাছ গুলো পরিষ্কার করতে অনেকদিন যাবৎ ধরে লেবু গাছ গুলোর ডালপালা কেটে দেওয়া হয় না সেই সুযোগে আজকে বেশ কয়েকটি গাছে ডালপালা গুলো কেটে দিলাম ৷
এরপর লেবু গাছে বেশ কয়েকটি ফল ছিল সেগুলো ছিরলাম আজকে বাজারে নিয়ে গিয়ে বাবা বিক্রি করে দিবে ৷ আস্তে আস্তে লেবু গাছের ডাল গুলো পরিষ্কার করে দিলাম তারপর দেখতে লাগলাম গাছে বা ফুল বা ফলে কোন ধরনের পোঁকা আক্রমণ করছে কিনা ৷
হঠাৎ একটি গাছে ফুলের মধ্যে একটা পোঁকা দেখতে পাই তবে এই পোঁকা গুলো বেশীরভাগে আম গাছে থাকে আর আম গাছের পাতা গুলো খেয়ে নষ্ট করে ফেলে ৷ তবে লেবু গাছের জন্য কতটা ক্ষতিকর সেটা আমার জানা নেই ৷ সেজন্য আমি ফটো তুলে রাখছি আগামীকাল বাজারে গিয়ে কীটনাশকের দোকানে এই ফটো দেখে কিছু ধারনা নিবো ৷
দুপুর বেলা |
---|
মোটামুটি সকাল থেকে টুকটাক কাজ করলাম ৷ আমরা তিনজন আজকে সৈয়দপুর যাবো কিছু কেনাকাটা করার জন্য ৷ কয়েকদিন আমার পিসিতো ভাইয়ের বিয়ে আর বিয়েতে যে অংশগ্রহণ করবো তেমন জামা কাপড় নেই বললেই চলে সেজন্য আজকে সৈয়দপুর যাচ্ছি জুতা আর একটা জ্যাকেট কেনার জন্য ৷
সৈয়দপুর ট্রেনে করে গেলাম তাহলে সময় খুব অল্প লাগবে আর বাসে আমি উঠতে পারি না বমি হয় আমার ৷ তাই ট্রেনে করে চলে আসলাম সৈয়দপুরে ৷
প্রথমে গেলাম জুতার দোকানে তারপর জুতা পছন্দ করতে শুরু করলাম কিন্তু আর জুতা পছন্দ হচ্ছে না ৷ বেশ কয়েকটি দোকানে ঘুরাঘুরি করলাম পছন্দের জুতা আর পাচ্ছি না ৷
তারপর লিও কুপার ব্রান্ডের দোকানে গেলাম সেখানে একটা কালো কেস জুতা পছন্দ করলাম তারপর ২১০০ টাকা প্রাইস দিয়ে জুতা গুলা কিনে নিলাম ৷
এরপর জ্যাকেট নিতে হবে সেজন্য চলে আসলাম সুইটারের দোকানে তারপর জ্যাকেট পছন্দ করতে লাগলাম ৷ প্রথমেই দুইটি জ্যাকেট দেখেছি দুইটির মধ্যে একটি জ্যাকেট পছন্দ হয়ে গেছে আর জ্যাকেট টি ছিল চায়না জ্যাকেট যেটার প্রাইস ছিল ৩৭০০ টাকা পরে ১২% ডিসকাউন্ট করে ৩৪০০ টাকা করা হয় ৷
আমার মার্কেট করা শেষ হয়ে গেলে বাকি দুজন ও কিছু কেনাকাটা করলো তারপর আমরা সবাই কেনাকাটা শেষ করে খাওয়া দাওয়া করার জন্য প্রস্তুতি নেই ৷
তবে দুঃখের বিষয় হলো এই সৈয়দপুর পুরো শহরে প্রতিটি হোটেলে অলিতে গলিতে বেশীরভাগে গরুর মাংস পাওয়া যায় আর আমি ঐ সব হোটেলে বেশীর ভাগে খাবার খাই না সেজন্য বাকি দুজন ছোট ভাই গুলো হোটেলে যেতে বলি তারপর আমি রেলস্টশন এসে বাইরের খাবার খুজতে থাকি ৷
অবশেষে একটা চিতই পিঠার দোকান খুজে পাইলাম সেখানে গিয়ে গরম চিতই পিঠা আর শুটকি ভর্তা দিয়ে দুইটা চিতই পিঠা খাইলাম ৷
তারপর ওরা আসলে সবাই মিলে রেলস্টশনে ট্রেনের জন্য অপেক্ষা করি ট্রেন আসলেই চলে যাবো বাড়িতে ৷ এমনিতেও অনেক রাত হয়েছে বাড়ি পৌছতে পৌছতে আরো রাত হয়ে যেতে পারে ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
বাহ আপনি তো খুবই একজন পরিশ্রমী মানুষ, সকাল বেলায় সরিষা বাগান এবং লেবু বাগানের পরিচর্যা করলেন এবং সুন্দর কিছু প্রাকৃতিক ছবি আমরা দেখতে পেলাম আপনার আজকের এই পোষ্টের মধ্যে, বিকেলে কেনাকাটা ঘোরাঘুরি এবং রাতে ফেরার সময় চমৎকার কিছু মুহূর্ত সব মিলিয়ে বেশ ভালো একটা সময় কেটেছে আপনার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামের বাড়িতে থাকি আর গ্রামে থাকলে কত কাজ করতে হয় সেটা তো মনে হয় বুজেনি ৷ আর কাজ করা শেষে একটু তো ঘুরাঘুরি করতেই হয় এতে করে মন ভালো হয় ৷
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার আজকের দিনের কাজের বর্ণনা খুবই সুন্দর। সরিষা ও লেবু গাছের যত্ন, বাজারে কেনাকাটা, এবং সৈয়দপুরে গিয়েও একটুকু আনন্দ খুঁজে বের করা সব কিছুই বেশ উপভোগ্য মনে হচ্ছে। গাছপালার প্রতি আপনার যত্ন এবং বাজারে সময় কাটানোর পাশাপাশি আপনি নিজের শরীরের প্রতি সচেতন, যা সত্যিই প্রশংসনীয়। চিতই পিঠা খাওয়ার মুহূর্তটা তো আলাদা করে মজার। সব মিলিয়ে, খুবই ব্যস্ত ও আনন্দময় একটি দিন কাটিয়েছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকালবেলা উঠে প্রকৃতির খুব কাছাকাছি গিয়ে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করেছেন যেটা দেখে বেশ ভালো লাগলো। আসলে নিজের পছন্দের জিনিস কিনতে পারার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে আজকে আপনি জুতা এবং নিজের পছন্দের জ্যাকেট কিনতে পেরেছেন যেটা দেখে আমার কাছেও ভালো লাগছে আবার ওখান থেকে আসার সময় গরম গরম চিতই পিঠা খেয়েছেন চিতই পিঠা দিয়ে ভর্তা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা রইল ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit