সকাল বেলা |
---|
HELLO ▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আজ আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তাহলে চলো শুরু করা যাক ৷
শুভ সকাল 😊 গত দুদিন থেকে অনেক শীত আর বাতাস বয়ে যাচ্ছে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না এমন অবস্থা শুরু হয়েছে বলা যায় আমাদের এলাকায় ৷ আর গত দুদিন থেকে রোদ নেই বললেই চলে কখন সকাল হয়ে সন্ধ্যা নেমে যাচ্ছে কিছুই টের পাওয়া যাচ্ছে না ৷
যাই হোক সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর দোকানে গিয়ে চা নাস্তা টা সেরে নিলাম ৷ অতিরিক্ত ঠান্ডার জন্য বাইরে আর থাকলাম না সোজা চলে আসলাম বাড়িতে ৷
তারপর আমার মা বললো সবজী বাগানে গিয়ে কয়েকটা সিম নিয়ে আসতে ৷ আমার আবার এলার্জি সিম খেতে পারবো না তবে আমার মা আর বাবা খাইতে পারবে সেজন্য সবজী বাগানে গিয়ে বেশ কয়েকটি সিম নিয়ে আসলাম ভাজি খাওয়ার জন্য ৷
সিম কচি অবস্থায় ভাজি টা আমার কাছে অনেক ভালো লাগে তবে আমার এলার্জির কারণে কয়েক মাস থেকে সিম খেতে পারি না কিন্তু আমার খেতে মন চায় ৷ যাই হোক রোগ থেকে বাঁচতে হলে কিছু দিক নির্দেশনা অবশ্যই মানতে হবে ৷
দুপুর বেলা |
---|
দুপুর বেলা বাজারে আসলাম অতিরিক্ত ঠান্ডার জন্য একটা টাউজার প্যান্ট নিবো বলে ৷ বেশ কয়েকটি দোকানে গেলাম টাউজার প্যান্ট গুলো পছন্দ হচ্ছে না সব কাপড় গুলো নরমাল ভালো কাপরের প্যান্ট পাওয়াই যাচ্ছে না , পরে একটা দোকানে এসে কিছু প্যান্ট ভালো লাগলো ৷ তারপর ওখান থেকে একটা প্যান্ট পছন্দ করে কিনে নিলাম ৷
শীতের দিনে চা খেতে বেশ ভালোই লাগে সেজন্য একটা দোকানে গিয়ে দুজনে দুটো চা নিয়ে খাইলাম ৷ আর গরম গরম চা শীতের দিনে খেলে একটু হলেও শরীরের মধ্যে তাপ সৃষ্টি হয় যেটা বেশ ভালোই লাগে ৷
বিকেল বেলা |
---|
বিকেল বেলা একটু বাইরে বের হলাম রুমে বসে থাকতে থাকতে ভালো লাগছে না কিন্তু বাইরে গিয়েও দেখি সেই সকালের মত ঠান্ডা ৷
তাই আমরা কিছু ছেলেরা ঠিক করলাম একটা আগুনের পোড় জ্বালাই তাহলে কিছুক্ষণ বসে আড্ডা দিতে পারবো ৷ সেজন্য কিছু শুকনা কাঠ আর কিছু শুকনা টুকরার বাঁশ গুলো যোগার করে নিয়ে একটা ছোট করে আগুনের পোড় জ্বালিয়ে নিলাম ৷
এভাবে প্রতিটি গ্রাম বাংলার মানুষ শীতের দিনে আগুনের পোড় জ্বালিয়ে বসে থাকে যেটা আমার কাছে অনেক সুন্দর লাগে ৷
সন্ধ্যা বেলা |
---|
রাতের বেলা বাজারে গেলাম আমি যাবোই না আমাকে জোর করে একটা ছেলে নিয়ে আসলো ৷ যাই হোক ছোট ভাই হয় তার কিছু প্রয়োজনীয় কাজ আছে বাজারে একা একা আসতে তার নাকি ভালো লাগছে না সেজন্য আমাকে সাথে করে নিয়ে আসলো ৷
তারপর দুই ঘন্টা যাবৎ ধরে তার কাজ গুলো সম্পূর্ণ করলো ৷ কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ভাবলাম গরম গরম ডিম চটপটি খাওয়া যাক ৷ তারপর দোকানে এসে ডিম চটপটি নিলাম তারপর খেয়ে টেয়ে সোজ চলে আসলাম বাড়িতে ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আসলেই দাদা এই দিন যাবত বেশ শীত পড়ছে। শীত এর সাথে বেশ বাতাস ও হচ্ছে বাইরে, যার কারনে বাইরে বের হওয়া খুব কষ্ট সাধ্য হয়ে পড়ছে। আপনার পোস্ট থেকে জানতে পারলাম আপনার সিমে এলার্জি, খেতে পারেন না। কিন্তু আমার এলার্জি না থাকার স্বর্তেও আমি সিম খেতে পারি না।
আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এখানে গত দুদিন থেকে অনেক শীত আর বাতাস ঘর থেকে বের হওয়া অনেক মুশকিল আর শীতের সময়ে এগুলা নতুন কিছু না প্রতিবছরে এমন টা হয়ে থাকে ৷
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার দিনের কার্যক্রম পড়ে খুব ভালো লাগলো! গ্রামের শীতের দিনে আগুনের পাশে বসে আড্ডা দেওয়ার বর্ণনা যেন শীতের প্রকৃত রূপকে আরও জীবন্ত করে তুলেছে। সবজি বাগান থেকে সিম আনা আর গ্রামের পরিবেশে শীতের দিনে চা খাওয়ার মুহূর্তগুলো একদম বাস্তব জীবনের চিত্র তুলে ধরে। আপনার শেয়ার করা প্রতিটি মুহূর্তেই একধরনের সরলতা ও প্রশান্তি খুঁজে পেলাম। শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম ঠিক বলেছেন শীতের সকালে পুরো দিনে গ্রামের মানুষেরা আগুনের পোড় জ্বালিয়ে সারাদিন আগুন পোহাতে থাকে ৷ আর এই দৃশ্য গুলো আসলেই অনেক আকর্ষণীয় লাগে ৷ সবাই গোল করে থাকে আর আগুনের পোড় সবার মাঝখানে থাকে ৷
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মনে হয় প্রতিটি জায়গায় হঠাৎ করে অনেক ঠান্ডা পড়ে গেছে এতে করে সবাই একটু সমস্যার মধ্যে পরছে।। আর হ্যাঁ শীতের দিনে চা খেতে আমারও বেশ ভালোই লাগে।। ধন্যবাদ একটু দিনের কার্যক্রম এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজের গাছের তাজা সিম তরকারি রান্না করে খাওয়ার মজাটাই অন্যরকম যেহেতু আপনার এলার্জির সমস্যা রয়েছে তাই আপনি এটা খেতে পারবেন না আসলে সিমের মধ্যে এলার্জি রয়েছে সেটা আমার জানা নেই আমিও খেয়ে থাকি যদিও আমার এলার্জির সমস্যা রয়েছে।
শীতের সময় আগুন পোহাতে অনেক বেশি ভালো লাগে আমরাও কিন্তু মাঝে মাঝে এমন করে থাকি বাজারে গিয়ে ডিম চটপটি খেয়েছেন আসলে গরম গরম চটপটি খাওয়ার মজাটাই অন্যরকম ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit