সকাল বেলা |
---|
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আপনাদের মাঝে আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করার জন্য তাহলে চলো শুরু করা যাক ৷
গত দুদিন যাবৎ ধরে অনেক শীত এবং শীতল বাতাস বয়ে যাচ্ছে ঘর থেকে বাইরে বের হওয়া অনেক টা কষ্টকর হয়েছে পরেছিল ৷ তারপর বিশেষ করে রাতের বেলা বৃষ্টির মত করে শীত পড়তেছে এভাবে বেশিক্ষণ বাইরে থাকলে শরীরে অনেক ক্ষতি হতে পারে ৷
যাই হোক আজকে সকাল সকাল উঠে দেখি ঠিক আগের দিনের মত অবস্থা প্রচুর শীত এবং বাতাস এসব দেখে মনে হয় আবার গিয়ে শুয়ে পরি ৷
আমি সকালে একবার ঘুম থেকে উঠলে আমার আর ঘুম ধরবে না সেজন্য ঘুমানোর আর চেষ্টা করলাম না সকাল সকাল ব্রাশ টা সেরে দোকানে এসে গরম চা আর রুটি নাস্তা করে নিলাম ৷
তারপর হঠাৎ করেই দেখি আমাদের বাড়ির পাশে স্কুল মাঠে ছোট ভাইয়েরা আগুনের পোড় জ্বালিয়েছে সেজন্য আমিও গেলাম একটু আগুনের কাছে আর গিয়ে দেখি প্রায় আগুন শেষের দিকে তারপর তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম এবং কিছুক্ষণ পর পরই বাড়িতে চলে আসলাম ৷
বাড়িতে এসে চলে গেলাম শান্তিরহাঁট বাজারে চাল গুড়ো করতে আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে আমার মাসি আর মেসো মশাই তাদের জন্য মূলত আজকের আয়োজন ৷
তারপর আমার বোন কয়েকদিন ধরে আমাদের বাড়িতে ছিল তারা আজকে বাড়িতে চলে যাবে সেজন্য সবকিছু মিলে আজকে একটা ছোট খাবারের আয়োজন করা হয়েছে ৷
দুপুর বেলা |
---|
দুপুর বেলা দোকানে আসলাম কিছু খাওয়ার জন্য তারপর দেখি ঝালমুড়ি বিক্রেতা ঝালমুড়ির বিক্রি করতেছে যাই হোক ভালোই হইলো ১০ টাকার ঝালমুড়ি খাইলেই পেট ভরে যাবে তারপর ১০ টাকার ঝালমুড়ি তৈরি করতে বললাম ৷
আমার আবার ঝালমুড়ি বেশ প্রিয় মাঝে মধ্যে যদি এই ঝালমুড়ি বিক্রেতাকে দেখতে পাই তাহলে ঝালমুড়ি খাই আর অন্যথায় যদি অন্য দোকানদার ঝালমুড়ি বিক্রি করে তাহলে তার ঝালমুড়ি খাই না কারণ আমি যার কাছে খাই তার তেলের তৈরি মসলা টা অনেক সুস্বাদু হয়ে থাকে সেজন্য মূলত তার ঝালমুড়ি টাই আমার বেশ পছন্দের ৷
তারপর চলে আসলাম জন্ম নিবন্ধন কাগজ ঠিক করার জন্য দেবীগন্জ উপজেলা পরিষদ ৷ কয়েকদিন ধরে ইউনিয়ন পরিষদে ঘুরাঘুরি করে অনেক ক্লান্ত হয়ে পরেছি তাই আজকে সোজা চলে আসলাম দেবীগন্জ উপজেলা পরিষদ ৷
বর্তমান সময়ে জন্ম নিবন্ধন তুলতে গেলে ডিজিটাল করতে হচ্ছে আর ডিজিটাল করতে গেলে নিজের নাম বাবা মায়ের নাম অনেক ভূল বেরোচ্ছে আর এই সমস্যা গুলো সমাধান করার জন্য দেবীগন্জ উপজেলা পরিষদে আসা ৷
সন্ধ্যা বেলা |
---|
আজকেও প্রায় সন্ধ্যা বেলা পর্যন্ত থাকার পরও কাগজ গুলোর সমস্যা গুলো সমাধান করতে পেলাম না ৷ আসলে আমাদের দেশে যারা যে কাজে চাকুরি করতেছে তারা অনেক অলস জনগণের কাজ গুলো সঠিক ভাবে বা একটু মনযোগ দিয়ে কাজ করে দিতে চায় না ৷ তারা তাদের নিজের মনমতো কাজ করতে পছন্দবোধ করে থাকে ৷
আর এভাবে কাজ করে থাকলে জনগণ হয়রানির স্বীকার ছারা আর কিছুই হবে না ৷ যাই হোক আজকে আর কাজ হলো না তাই বাজারে চলে আসলাম চটপটি খাওয়ার জন্য ৷
চটপটি খেয়ে দেয়ে চলে আসলাম সোজা বাড়িতে আজকে বেশ একটা ব্যস্ততা সময় পার করেছি তাই আর ভালো লাগছে না ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার আজকের সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
দাদা আপনার সারাদিনের কর্মকান্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই একটু ব্যস্ততম দিন পার করলেন। বেশ কিছুদিন যাবত আবার শীত পড়া শুরু করেছে। এদের কারণে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। আপনার পর জানতে পারলাম আপনি চাল গুড়া করতে গিয়েছিলেন। তারমানে আজকে আপনাদের বাড়ি পিঠা তৈরি করা হবে।
ভালো থাকবেন আপনি। আপনার পোস্টে পড়ে বেশ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীত আর বেশীদিন নেই এই মাস চলে গেলে গরম পরে যাবে তখন গরম এর জন্য থাকা যাবে না ৷ আর কারেন্ট তো এখন থেকেই লোডশেডিং শুরু করে দিয়েছে ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার দিনটি বেশ ব্যস্ত এবং নানা ধরনের কাজের মাঝে কেটে গেছে। শীতের সকাল, বাজারের আয়োজন, ঝালমুড়ি খাওয়া, এবং জন্ম নিবন্ধনের কাজ সবই আপনার দিনটিকে বেশ রঙিন করেছে। তবে, প্রশাসনিক কাজের অস্থিরতা এবং সঠিক সেবা না পাওয়া খুবই হতাশাজনক, বিশেষত যখন মানুষ প্রতিদিন এসব কাজে ভোগে। তবে আপনি যেভাবে সবকিছু সামলে নিয়েছেন এবং কিছুটা আনন্দও খুঁজে পেয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনার এই ব্যস্ততার মাঝে শান্তি এবং সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@yoyopk না আপনার লেখা পড়তে হাজির হয়েছি, আর না সেই বিষয় নিয়ে নিজের অভিমত প্রকাশ করতে!
আমার উপস্থিতির দুটি কারণ:
১. আপনার কাজের গতি একেবারেই নিম্নমুখী, যেটা একজন পুরোনো সদস্য হিসেবে লজ্জাজনক!
২. আপনার discord উপস্থিতি একেবারেই নেই বললেই চলে।
পরিশেষে বলতে চাই, যদি এই প্ল্যাটফর্মে কাজের সদিচ্ছা থাকে তাহলে ঐ বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অসুস্থ এই সমস্ত অজুহাত দয়া করে দেবেন না, সেই বয়স পার করে এসেছেন!
কাজের মতো করে কাজ করতে পারলেই করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে দিদি আমার বলার ভাষা নেই কাজের জায়গায় কাজের কথায় মানায় ৷ আমি খুব শীঘ্রই আগের মত কাজ শুরু করবো ৷
ধন্যবাদ আপনাকে আমাকে বুঝানোর জন্য !!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মোটামুটি সকালবেলায় উঠেই নিজের পরিবারের কাজে যুক্ত হয়ে গেছেন চাল গুরু করা বর্তমান সময়ে একটা ট্রেনিং টপিক হয়ে গেছে কেননা বর্তমান সময়ে শীতের পিঠা তৈরি করতে গেলে চাল গুঁড়ো করা অনেক বেশি প্রয়োজন।
আপনার জন্ম নিবন্ধন কার্ড বা কাগজপত্র ঠিক করার জন্য চলে গিয়েছিলেন আপনি ঠিকই বলেছেন বর্তমান সময়ের যারা সরকারি চাকরি করতেছে তারা যদি এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে দেখতো তাহলে হয়তোবা আমাদের ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থাকতে হতো না আপনার মত কিন্তু আমি ঝাল মুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি তবে তার মধ্যে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঝাল হতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের সময়ে প্রতিটি মানুষ যেন পিঠা তৈরি করার জন্য অনেক বেশি আগ্রহী হয়ে থাকে।। সকালে উঠেই চাউল গুড়া করতে গিয়েছিলেন।। আবার দেখতে পেলাম ঝাল মুড়িও খেয়েছেন।। আর হ্যাঁ বর্তমান সময়ে যে কোন কাগজ ঠিক করতে কি এক ঝামেলা পোহাতে হয় যারা এই ঝামেলায় পড়েছে তারাই জানে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit