সকাল বেলা |
---|
HELLO▶
everyone
সবাই কে জানাই শীতের শুভ সকাল 😊 আমি গ্রামে বসবাস করি আর আমার বাবা হলেন কৃষক ৷ আমরা প্রতিদিন মাঠে কম বেশী কাজ করে থাকি এমন একটা দিন বাদ নেই যে আমরা মাঠে কাজ করি না
সেজন্য প্রতিদিন আপনাদের সাথে ক্ষেতের কাজকর্ম গুলো শেয়ার করে থাকি তেমনি ভাবে আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে আলু ক্ষেতে মাটি দিতে যাই ৷ বর্তমান সময়ে গ্রামের মানুষ আলু রোপণ নিয়ে অনেক ব্যস্ত হয়ে পরেছে সেই সুবাদে আমরাও কাজে লেগে পরেছি এবং কি প্রতিদিন মাঠে কাজ করে যাচ্ছি ৷
সকাল থেকে দুপুর পর্যন্ত আলু ক্ষেতে মাটি দিলাম তারপর আলুর ক্ষেতের কাজ মোটামুটি শেষ হয়ে যায় ৷ তারপর চলে আসলাম বাড়িতে এবং একটু বিশ্রাম নিয়ে স্নান সেরে ফেললাম তারপর দুপুরের খাবার টাও সেরে নিলাম ৷
দুপুরের পর আর কোন কাজ ছিলো না শুধু কপি ক্ষেতে একটু দেখাশুনা করতে হবে আশেপাশে অনেক গবাদিপশু ছেরে দেওয়া রয়েছে সেজন্য কপির ক্ষেতে একটু নজরদারি করতে হচ্ছে যেন কপি গাছে কোন ধরনের ক্ষতি করতে না পারে ৷
আজকে একটু সারাদিন কুয়াশা আর ঠান্ডা ছিল সেজন্য সব গবাদিপশু তারাতারি করে বাড়িতে নিয়ে যায় ৷ সে জন্য আমিও চলে আসলাম বাড়িতে এখন আর কপি ক্ষেতে নজরদারি না করলেও চলবে ৷
বাড়িতে এসে হঠাৎ করে দেখলাম আমাদের আঠিয়া কলা গাছে কলার পির টা পেকে যাওয়ার মত হয়েছে তাই বাড়িতে এসে দা নিয়ে কলার পির টা কেটে নিয়ে চলে আসলাম ৷
ঠান্ডার দিন জন্য আঠিয়া কলার পুরো পির টিকে খড়ের এবং চটের বস্তার সাথে ঢাকা দিয়ে দিলাম যাতে করে খুব তারাতারি করে কলা গুলো পেকে যায় ৷
তারপর ফ্রেশ হয়ে নিলাম সারাদিনে বেশ কিছু কাজ করাতে শরীর অনেক ক্লান্ত হয়ে পরেছে তাই রুমে এসে একটু বিশ্রাম করলাম ৷
বিকেল বেলা একটু বের হইলাম হাঁটার জন্য হাঁটতে হাঁটতে রাস্তার পাশে ফুল দেখতে পাইলাম ভাবলাম সূর্যাস্তের সাথে একটা ফুলের ফটোগ্রাফি করে নেই ৷ কিন্তু আজকে একটু কুয়াশার জন্য সূর্যাস্ত তেমন ভাবে দেখা যাচ্ছে না তারপরও চেষ্টা করলাম সূর্যাস্তের একটা ফটোগ্রাফি নেওয়ার যেটা আপনাদের মাঝে ইতিমধ্যে শেয়ার করেছি ৷
সন্ধ্যা বেলা |
---|
সন্ধ্যা সময়ে প্রতিদিনের মত বাজারে চলে আসলাম কিছু প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে ৷ আসলে আমাদের বাড়ি থেকে বাজার মাত্র ১ কিলোমিটার হেঁটে যাইতে তেমন সময় লাগে না সেজন্য প্রতিদিন বাজার যাওয়া অভ্যাস হয়ে গেছে আমার বলা যায় ৷
যাই বাজারের মধ্যে গিয়ে সকল ধরনের কাজ গুলো এক এক করে সেরে নিলাম তারপর তারপর চলে চৌরাস্তা মোড়ে যেখানে প্রতিদিন আড্ডা দেওয়া হয়ে সে়খানে আজকেও আড্ডা দিলাম ৷
হঠাৎ করে একটা বড় ভাই দেখতে পায় তারপর আমাকে বলে আমাদের বাড়িতে আজকে তোমার নিমন্ত্রণ রইলো একটু পর চলে আসিও আমাদের বাসায় আমরা দুজন ছিলাম তাই আর না করতে পারলাম না ৷ প্রতিবছর তারা এই সময়ে একটা ছোট অনুষ্ঠান করে থাকে যেটাতে আশেপাশের মানুষকে তারা নিমন্ত্রণ করে থাকে ৷
যাই হোক নিমন্ত্রণ খেয়ে তারপর সোজা চলে আসলাম বাড়িতে ৷ যেহেতু খেয়েই আসলাম তাই আর খাওয়া না করে ফ্রেশ হয়ে সোজা পোস্ট লিখতে বসে পড়লাম ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সেই অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🌼
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much for your support 🤍🤍🤍🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটা পড়ে অনেক ভালো লাগলো এবং আফসোস হলো কিছুটা,,
যদিও আমরা জমিতে আলু রোপন করি না,, কিন্তু গত বছর আমি বাড়িতে থাকার কারণে আমার শ্বশুরকে বলে কয়ে কিছুটা জায়গায় আলু রোপন করেছিলাম,,।
এবং আমাদের খাওয়ার জন্য বেশ খানিকটা আলু হয়েছিল, আফসোস করছি এজন্য আমি যদি বাড়িতে থাকতাম তাহলে এবারও হয়তো আমরা আলু রোপন করতাম।।
সারাদিন কাজকর্ম শেষে সন্ধ্যাবেলা বন্ধুর বাড়ি নিমন্তন্ন আরে শীতের সময় নিমন্তন্ন খেতে কিন্তু ভালো লাগে,,,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit