সকাল বেলা |
---|
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আপনাদের মাঝে আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করতে ,, তাহলে চলো শুরু করা যাক ৷
আজ রোজ শনিবার ভোর ছয় টায় ঘুম থেকে উঠে চলে যাই কান্দরে সেখানে ধান চাষের জমিতে পানি সেচ দিতে হবে ৷ এদিকে অনেক কুয়াশা আর ঠান্ডা তারপরও চলে যেতে হলো কারণ এই সময়ে ধান চাষ জমিতে সঠিক ভাবে পানি সেচ না দিলে জমিতে প্রচুর ঘাস জন্মাবে যেটা পরবর্তীতে ধান গাছের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে ৷
খুব সকালে পানি সেচ দেওয়ার কারণ হলো বর্তমান সময়ে লোডশেডিং প্রচুর হচ্ছে দিনের বেলা বেশীরভাগ সময়ে কারেন্ট থাকে না আর এদিকে তো পানি সেচের ছিরিয়ালের অভাব নেই ৷ সেজন্য মূলত খুব সকাল বেলা গিয়ে জমিতে ভর্তি করে পানি সেচ দিলাম যেন বেশ কয়েকদিন পর্যন্ত জমিতে পানি থাকে ৷
প্রায় দু ঘন্টা ধরে জমিতে পানি সেচ দেওয়ার পর পানি দেওয়া শেষ হয় তারপর চলে আসলাম বাড়িতে ৷ বাড়িতে এসে খাওয়া দাওয়া করে চলে আসলাম পিঁয়াজের চারা রোপণ করতে ৷ বর্তমান সময়ে যদিও পেঁয়াজের দাম নেই তবে কয়েক মাস আগে অনেক দাম গিয়েছে এই পেঁয়াজের ৷
তাই আর বাজার থেকে না কিনে এনে বাড়িতে চারা রোপণ করলে সারাবছর বাড়ির পেঁয়াজ দিয়েই চলে যাবে ৷ প্রায় দুপুর পর্যন্ত পেঁয়াজের চারা রোপণ করলাম তারপর বাড়িতে এসে স্নান করে আবার খাওয়া করলাম ৷
দুপুর বেলা |
---|
দুপুর বেলা এক ছোট ভাই সহকারে ডোমার শহরের উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম সেখানে কিছু কাজ ছিল আর কাজ ছিল ওয়ালন শোরুমের মধ্যে ৷ ছোট ভাইয়ের মামা ওয়ালটন ফ্রিজের অনেক বড় দোকান রয়েছে সেখানে কিছু কাগজ পত্রের ভেজাল ছিল সেই কাগজ গুলো ঠিক করে তাদের কাছে পৌঁছে দিতে গিয়েছিলাম ৷
সব কাজ গুলো ঠিক ঠাক করার পর চলে আসলাম মার্কেটে প্যান্ট আর শার্ট নেওয়ার জন্য ৷ আমাদের ডোমারের শহরে বেশ কয়েকটি ব্রান্ডের দোকান রয়েছে তবে দাম একটু বেশীই হয় তবে কাপড় একটু উন্নত মানের পাওয়া যায় ৷
কি আর করার কাপড় পছন্দ হইলে দাম বেশী হইলেও আমি নিবো সেই অনুপাতে চলে আসলাম নমস্কার গার্মেন্টসে তারপর সর্বপ্রথম প্যান্ট পছন্দ করলাম তারপর শার্ট পছন্দ কররলাম ৷ দুটো মিলে ১৮৯০ টাকা প্রাইস আসে কোন ডিসকাউন্ট ছিলো না সেজন্য প্রাইসের টাকাটাই বিকাশে পেমেন্ট করে চলে আসলাম ৷
মার্কেট করা শেষে খেতে চলে আসলাম মিষ্টির দোকানে অনেকদিন হয়ে গেলো মিষ্টি জাতীয় কিছু খাওয়া হয় না সেজন্য ভাবলাম আজকে রসমালাই খাবো ৷
আমরা তিনজন ছিলাম মিষ্টির দোকানে এসে তিন প্লেট রসমালাই নিলাম তারপর তিনজনে মিলে খাওয়া করলাম ৷ তিন প্লেটে বিল আসলো ১৫০ টাকা তারপর বিল পেমেন্ট করে বাড়ির উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আপনার সারাদিনের অভিজ্ঞতা দারুন লাগলো। কাজের ব্যস্ততার মাঝেও বাজার করা ও রস মানে খাওয়ার মুহূর্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমার পোস্ট টি মনযোগ সহকারে পড়ে আপনার মুল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷ শুভ রাত্রি 🤍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে পেঁয়াজ গাছ রোপন করলে সেই পেঁয়াজ দিয়ে আপনাকে সারা বছর চলে যাবে এমনটাই আপনি আপনার পোস্টে উল্লেখ করেছেন যদি সঠিকভাবে পেঁয়াজ উৎপাদন করা হয় তাহলে আপনি সেখান থেকে আবার বিক্রিও করতে পারবেন।
জামা কাপড়ের দাম যত বেশি থাকবে সেই কাপড় তত বেশি উন্নত হবে অনেকদিন পরিদান করতে পারবেন এমনটা আমি বিশ্বাস করি আপনি জামা কাপড় কিনে আবার মিষ্টি খাওয়ার জন্য চলে গিয়েছিলেন দোকানে ওখান থেকে রসমালাই কিনে খেয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ ঘুম থেকে উঠেই ধান জমিতে পানি দিতে গিয়েছিলাম আসলেই জমিতে সময় মত বা নিয়মিত পানি না দিলে অনেক ঘাসের দেখা মেলা।।
ছোট ভাইয়ের সাথে ডোমার গিয়েছিলাম আবার কেনাকাটা করেছেন সব মিলিয়ে সুন্দরভাবে দিনটি অতিবাহিত করেছেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit