সকাল বেলা |
---|
HELLO▶
everyone
শুভ সকাল 🌼 বর্তমান সময় টা বলা যায় কৃষকের সময় কারণ এই সময়ে কৃষকেরা আর ঘরে বসে থাকে না ৷ এখনকার সময়ে তারা ভোর বা সকাল থেকে মাঠে নেমে পরে ক্ষেতের কাজ করার জন্য ৷ আমরাও কৃষক আর আমিও একজন কৃষকের ছেলে আমাদের মাঠে কাজ করতেই হবে ৷
যাই হোক সকাল বেলা উঠেই ক্ষেতে চলে আসলাম ধান কাটার জন্য আমি তেমন টা ধান কাটতে পারি না শুধু প্রতিবছর নিজের ধান গুলাই কেটে থাকি তাই সেরকম অভ্যাস নেই তবে আস্তে আস্তে কাটতে পারি তারাহুরো করে ধান কাটতে পারি না ৷
আমার বাবা আরো সকালে গেছে আমার একটু ঘুম থেকে উঠতে দেরী হয় জন্য আমার যেতে একটু দেরী হয় ৷ প্রায় ৩ ঘন্টা ধরে ধান কাটলাম তারপর সকালের খাবারের জন্য বাড়িতে এসে খাবার খেয়ে নিলাম ৷ তারপর একটু বিশ্রাম নিয়ে আবার চলে গেলাম এতক্ষণে রোদ চো চো করতেছে এই সময় টা আর বেশী কাটতে পারলাম না তাই একটু কেটেই চলে আসলাম বাড়িতে ৷
দেখতেই পারতেছেন এভাবে আমরা ধান কেটে রেখে দেই যাতে করে ৪ থেকে ৫ দিনের মধ্যে ধান গুলো শুকিয়ে যায় ৷ যদি আকাশের বৃষ্টি আসে তাহলে তো কপাল খারাপ প্রায় অর্ধেক ধান নষ্ট হয়ে যাবে এবং ধানের রঙ টা অনেক টা পরিবর্তন হয়ে যাবে ৷
তবে সাধারনত এই সময়ে বৃষ্টি আসার সম্ভবনা খুবই কম থাকে তারপরও বলা যায় না আকাশের কেমন পরিবর্তন আসে ৷ এভাবে ৪ থেকে ৫ দিন রেখে তারপর ধান গুলো আঠি বেধে বাড়িতে নিয়ে আসি ৷ তারপর সব আঠি গুলো এক জায়গায় রেখে একটা পুন্জি করে রেখে দেই যখন সব ধান গুলো বাড়িতে নিয়ে আসা হবে তখন বোঙ্গা ডিজিটাল মেশিন দিয়ে মাড়াই করে ধান গুলো ঘরে তুলবো ৷ এভাবেই মূলত গ্রামের মানুষ ও কৃষকেরা ধানের যত্ন নিয়ে থাকে ৷
সন্ধ্যা বেলা |
---|
দুপুরের পর থেকে আর কোথাও যাওয়া হয় নি একেবারে সন্ধ্যা বেলায় বাড়ি থেকে বের হইলাম ৷ একজন ছোট ভাই ফোন দিয়ে বলে থানায় যেতে হবে একটা মামলার ব্যাপারে কথা বলতে সাথে আমাকেও নিয়ে গেলো ৷
যাই হোক আমাদের শহরের থানা টা দেখতে অনেক সুন্দর দেখতেই পারতেছেন রাতের দৃশ্য টা অনেক সুন্দর লাগতেছে ৷ দিনের বেলা একটু বেশী গেমজাম থাকলেও রাতের সময় একেবারে নিরবতা একটি পরিবেশ উপভোগ করা যায় ৷
থানার সকল কাজ শেষ করে চলে আসলাম আমাদের লক্ষিরহাট বাজারে সেখানে কসমেটিক্স এর দোকানে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিলাম তারপর তারপর বাড়ির জন্য বাজার খরচ করার দরকার ছিল তাই চলে গেলাম সবজী হাটি সেখানে গিয়ে শাক সবজী কিনে সোজা চৌরাস্তায় চলে চলে আসলাম ৷
রাত ৯ টা বাজে ভাবলাম একটু দেরী করেই বাড়িতে যাই সেজন্য চৌরাস্তায় একটু দেরী করলাম ৷ এদিকে একজন টাকা পাবে আমার কাছে সে বার বার ফোন করছে কিন্তু আমার টাকা এখনো মেনাজ হয় নি যার জন্য তাকেও টাকা টা কোনভাবেই দিতে পারছি না ৷
সে বার বার ফোন দেওয়ায় তাকে চৌরাস্তা আসতে বললাম সে কিছুক্ষণের মধ্যেই চলে আসলো তাকে সাইটে নিয়ে অনেকক্ষণ বুঝালাম আমার সমস্যার কথা শেষ মেষ বুঝলো তারপর তাকে চা নাস্তা খাইয়ে আমি সোজা চলে আসলাম বাড়িতে ৷
তারপর প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে সোজা রুমে এসে পোস্ট লিখতে শুরু করলাম ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍🌼
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
কৃষক কখনওই ঘরে বসে থাকে না। সারাবছর একের পর একটা কৃষি কাজের সাথে যুক্ত থাকে। কখনও ধান চাষ বা কখনও গম এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে। তবে এখন ধান কেটে ঘরে তোলার সময় উপস্থিত তাই সকলে মিলে নিজ নিজ জমিতে ধান কাটা শুরু হয়েছে। তবে আপনাদের এখানে ধান কাটা শুরু হলেও আমাদের এখানে এখনও অনেকটা সময় বাকি আছে ধান পরিপক্ব হতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাই দেখতে দেখতে ধান গুলো পেকে গেলো মনে হয়তো এই তো চারা রোপণ করলাম কয়েকদিনের ভিতরে ধান গুলো পেকে গেলো আর কৃষকদের মনে হাসি ফুটলো ৷ এখন কৃষকেরা অনায়াসে ফসল গুলো ঘরে তুলতে পারবে ৷
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন বর্তমানে বাংলাদেশের চারিদিকে অধিকাংশ ধানকাটা চলছে এবং এখন কৃষক সব সময় বলতে গেলে মাঠে দেখা যাবে কারণ তাদের ধান ভালো ভাবে বাড়ি নিয়ে আসতে হবে।
আমিও বাড়ি থাকতে নিজেদের ধান মাঠ থেকে কেটে নিয়ে আসতাম আমি কখনো জোরে জোরে ধান কাটতে পারতাম না তবে আস্তে আস্তে ধান কাটলেও অনেক ধান কাটতে পারতাম যাই হোক আপনি একটু দেরি করে ধান কাটতে গিয়েছিলেন আপনার বাবা আপনার আগে ধান কাটতে চলে যায় আসলে বাবারা সব সময় একটু আগেই চলে যাই সন্তানকে পরে যেতে বলে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই বলেছেন বর্তমান সময়ে কৃষকরা ঘরে বসে নেই সকাল হতে না হতেই কাজে চলে যায়।। আর হ্যাঁ যেকোনো কাজ ধীরে আস্তে করাটাই ভালো তাড়াহুড়া করে ক্ষতি করার চাইতে ধীরগতিতে করা বুদ্ধিমানের কাজ।। বিকেলে ছোট ভাইয়ের সাথে থানায় গিয়েছিলাম সেখান থেকে বাজারে সবমিলিয়ে সুন্দরভাবে দিনটি অতিবাহিত করেছেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit