সকাল বেলা |
---|
HELLO▶
everyone
শুভ সকাল বন্ধুরা 🌼 আজ রোজ সোমবার আমাদের সনাতন ধর্মের বড় একটি উপবাস অথবা একাদশী ৷ সনাতন ধর্মের মধ্যে উপবাস একাদশী দিতে হয় যেটাকে ব্রত বলা হয় ৷ তো আজকে বছরের বড় উপবাস বা একাদশী ৷ আর এই দিনে সবাই কমবেশী ছোট থেকে বড় বয়সের মানুষেরা ব্রত দিয়ে থাকে ৷
যাই হোক আমিও একাদশী আছি তাই সকাল সকাল ধান কাটতে বেড় হয়েছি আজকে শুধু সকাল প্রহর টা ধান কাটবো রোদ উঠলে আজকে আর পারবো না ৷ সেজন্য তিনজন ছোট ভাইকে হাজিরা নিয়েছি যে শুধু সকাল প্রহর টা কাটবো সেই হিসেবে তাদেরকে টাকা দিয়ে দিবো ৷
সকাল ৭ টায় সবাই মিলে ধান কাটতে গিয়েছিলাম প্রায় ১০ টা বাজে ধান কাটা শেষ করে চলে এসেছি ৷ এই তিন ঘন্টায় প্রায় ১ বিঘার মত ধান কেটেছি ৪ জন মিলে ৷ যাই হোক ধান কাটা শেষ করে চলে আসলাম বাড়িতে ওরা ঐ দিক দিয়ে তাদের বাড়িতে চলে যায় ৷
যেহেতু আজকে একাদশী আছি সেজন্য আর বেশী সময় ধরে কাজ করতে পারবো না সারাদিন সারারাত ফলমূল খেয়ে কাটাতে হবে ৷ বাড়িতে এসে একটু বিশ্রাম নিয়ে স্নান করতে চলে গেলাম স্নান করে এসে খাবার হিসেবে হালকা কিছু ফলমূল খাইলাম যেমন, আপেল , কলা , খেজুর এগুলাই আর কি ! খেয়ে দেয়ে শরীর টা একটু খারাপ লাগতেছে সেজন্য রুমে এসে শুয়ে পড়লাম ৷
শুয়ে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক বিকেল ৩ টায় ঘুম থেকে উঠেছিলাম ৷ আমার দিনের বেলা ঘুমে অভ্যাস নেই হঠাৎ করে ঘুমালে পরে অনেক খারাপ লাগে ৷ সেরকম টা আজকেও লেগেছে তাই ফ্রেশ হয়ে বাইরে আসলাম হাঁটাহাটি করার জন্য ৷
বিকেল বেলার আকাশ টা অনেক সুন্দর লাগছে এই রকম আকাশের দৃশ্য প্রতিদিন দেখা যায় না কিন্তু মাঝে মাঝে বেশ দেখা যায় আকাশের সৌন্দর্যতা ৷ যেমন আজকে পুরো আকাশ সাদা সাদা মেঘে ভেসে বেড়াচ্ছে দেখতেই কেমন জানি নিজের মধ্যে আনন্দ লাগছে ৷
হঠাৎ করেই আমার কাকিমা আমাকে ফোন দেয় আর ফোন দিয়ে আমাকে বাড়িতে আসতে বলে তারপর বাড়িতে গেলাম তারপর আমার কাকিমা আমাকে কিছু টাকা দিয়ে বলে একটা জন্মদিনের কেক আনতে ৷
আজকে আমার কাকুতো বোনের জন্মদিন সেজন্য কেক আনতে গেলাম বাজারে ৷ বেশ কিছু দোকান খুজাখুজি করলাম পেলাম না পরে একটা দোকানে খুজতে গিয়ে একটা কেক এ পাইলাম ৷ তারপর দাম দর ঠিক করে ২৫০ টাকা দিয়ে জন্মদিনের কেক টা নিয়ে আসলাম ৷
সন্ধ্যা বেলা |
---|
সারাদিন তো টুকটাক কাজ আর ঘুরেই বেড়াইলাম এখন সন্ধ্যার সময় টুকু আর বাড়িতে থাকতে ইচ্ছে করছে না সেজন্য একটু বের হইলাম বাইরে যাওয়ার জন্য ৷
আজকে ব্রত আছি বাইরের কোন খাবার খাওয়া যাবে না সেই একটা কথা বার বার ভাবতেছি ৷ কারণ এর আগের বছরে আমি ব্রত থাকা সত্বেও রাতের বেলা বাইরে এসে খেয়ে ফেলেছি সেটা মনে না থাকার কারণে ভূলবশত খেয়ে ফেলেছি ৷
এর আগের বছরের মত এবারো ভূল করা যাবে না সেজন্য অনেক সাবধানে থাকতেছি ৷ যাই হোক আমরা একটু আগে শুনলাম আমাদের বাড়ির পাশে শান্তিরহাঁটে নাকি যাত্রাপালা গান হবে সেই গান শুনার জন্যই গেলাম ৷
তারপর সেখানে গিয়ে শুনলাম গান রাত ১২ টার পর শুরু হবে এত রাত করে গান শুনার মত মানুষ আমি না সেজন্য আর দেরী না করে চলে আসলাম বাড়ির পাশে একটা গোডাউনের ছাদে সেখানে মাঝে মধ্যে রাতের বেলা আড্ডা দিয়ে থাকি ৷
ছাদের মধ্যে বসে থাকতে ভালোই লাগছে নিরব একটা পরিবেশ সাথে আকাশে আজকে জোৎস্না রাত কি যে সুন্দর লাগছে যেটা বলার ভাষা আমার কাছে নেই ৷
আজকের চাঁদ টা অনেক ঝলমল করতেছে অনেকদিন পর আজকে একটু জোৎস্না রাত কাটালাম ৷
রাত প্রায় ১০ টা বাজে শীত পড়তেছে হালকা করে সেজন্য আর বাইরে না থেকে চলে আসলাম বাড়িতে ৷
তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিলাম ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 💥
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
একাদশীর শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজকে আপনাদের সনাতন ধর্মের একটি বড় দিন আছে তাই সকাল সকাল ধান কাটার সিদ্ধান্ত নিয়েছেন এবং সাথে দুই তিনটি ভাই ডেকে নিয়ে গিয়েছেন। মাঠে যে দৃশ্য সোনালী আকারের ধান দেখতে অসাধারণ ছিলো এবং মাঠের ধানের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিলো ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ফটোগ্রাফি আমার বরাবর খুব পছন্দের। আজ সোনালী ধান ক্ষেতের ছবিটি থেকে কিছুতেই চোখ সরাতে পারছি না। কি অসাধারণ লাগছে। অনেকদিন বাদে এমন পাকা ধান গাছে ভরা ক্ষেত চোখে পড়লো। এছাড়াও জোৎস্না রাতের ছবিটি আপনি অসাধারণ তুলেছেন।
একাদশী ব্রত পালন খুব ভালো একটি অভ্যাস।আমিও গতকাল একাদশী ব্রত পালন করেছি।ভাবছি আগামী দিনের ব্রতগুলো এভাবেই পালন করার চেষ্টা করবো, কারণ একাদশীর থেকে বড় ব্রত আর কিছুই হয় না।
ভুলবশত যদি আমরা কোনো কাজ করে ফেলি, ঈশ্বর নিশ্চয়ই আমাদের ক্ষমা করেন। তাই গতবারের ভুলটি মনে রেখে এবার আপনিব্রত ভঙ্গ করেননি। এমন কি বোনের জন্মদিনের কেকও খাননি। যাইহোক সারাদিনের কার্যক্রমের পাশাপাশি কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা দিদি ঠিক বলেছেন আমরা যদি কোন ভূল করে থাকি বা খারাপ কাজে লিপ্ত থেকে সেই ভূল বুঝতে পারি আর এই ভূল গুলো যদি আমরা একাদশী বা ব্রত এই দিনে ইশ্বরের কাছে ক্ষমাপ্রার্থী হই তাহলে অবশ্যই ইশ্বর আমাদের থেকে মুখ ফিরিয়ে নিবেন না ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আপনার মুল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন শুভ রাত্রি 💥❤
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের ধর্মে উপবাস কে ব্রত বলা হয় আমার জানা ছিল না।। প্রত্যেকটি ধর্মে কিছু আলাদা নিয়ম থাকে যেগুলো পালন করা উচিত।। এখন হয়তো সব জায়গায় ধানের কাজ শুরু হয়েছে আমাদের ধান কাটাও শুরু হয়ে গেছে।। কাকাতো বোনের জন্মদিন তাই কেক নিয়ে এসেছেন সব মিলিয়ে সুন্দর একটা দিন পার করেছেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধান পরিপক্ক হওয়ার পর মাঠ জুড়ে সোনালী রং ধারণ করে তখন দেখতে অসম্ভব সুন্দর লাগে সবুজ শ্যামল ফসলের মাঠ থেকেই রূপান্তরিত হয় সোনালী ফসলের মাঠ বাংলাদেশের সোনার ছেলেরাই এমন ফলাই প্রতিটা ঘরে ঘরে।
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য আপনার পরবর্তী দিন থেকে পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit