Better life with steem || The Diary Game || 17 May, 2024 ||

in hive-120823 •  5 months ago 

Picsart_24-05-17_23-29-40-164.jpg

সকাল বেলা

IMG_20240517_140115.jpg

শুভ সকাল বন্ধুরা ,,

সকাল মানেই একটি সুন্দরতম দিন অতিবাহিত করা ৷ তেমন আজকেও আমি সকালে উঠে রাস্তায় হাঁটাহাটি করি বলতে পারেন এটা আমার অভ্যাস আর বিশেষ করেও বর্তমান সময় টা গরমের সময় একটু সকালে উঠে সকালের হাওয়া বেশ ভালো লাগে ৷ মনে হয় যেন শরীরে অনেক এনার্জি চলে এসেছে ৷

যাই হোক বাইরে থেকে হাঁটাহাটি করে চলে আসি বাড়িতে তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম ৷ প্যাকেটে দশ টাকা ছিল ভাবলাম দোকানে গিয়ে নাস্তা টা করে আসি তখন দোকানে গিয়ে চা আর রুটি খেয়ে নিলাম সকালের নাস্তা হিসেবে ৷

তারপর বাড়িতে আসলাম একটু বিশ্রাম নিলাম তারপর আমার মা বলে পুইশাক গুলা কেটে নিয়ে আয় বাজারে নিয়ে যা ৷ আমি চলে আসলাম পুইশাক সবজী বাগানে সেখানে পুইশাক গুলো বেশ হয়েছে দেখতেই মনে হয় কাচায় খেয়ে ফেলি ৷

তারপর আমি ৫ থেকে ৬ টি ডগা কেটে একটি আঠি তৈরি করতেছি ৷ বর্তমান বাজারে পুইশাকের বেশ দাম রয়েছে পুইশাক অধিকাংশ মানুষ খুব পছন্দ করে থাকে ৷ তারপর পুইশাক তুলতেছি আর মনে মনে ভাবতেছি আজকে পুইশাকের আঠি গুলা ২০ টাকা করে নিক্রি করবো ৷

প্রায় ২০ টার মত আঠি বাধলাম তারপর কিছুক্ষন পানিতে ভিজিয়ে রাখলাম যেন টাটকায় থাকে ৷ তারপর রেডি হয়ে পুইশাক গুলো নিয়ে চলে গেলাম বাজারে ৷ বাজারে যাওয়ার সাথে সাথে পাইকার গুলো ঘিরে ধরলো বলে যে দাম কত আমি ২০ আঠি হিসেবে চেয়েছি তারপর ওরা ১৫ টাকা করে আঠি বলতেছে ৷ আমি ২০টাকা ছাড়া দিবোই না আর এই দিকেও যে রোদ আর রোদের মধ্যে দাড়ায় আছি এত কিছু আর না ভেবে তখন একটি পাইকার কে ১৭ টাকা করে আঠি দিয়ে দিলাম ২০ আঠি ৷

IMG_20240517_140146.jpg

দুপুর বেলা

বাজার থেকে বাড়ি আসতে না আসতেই আমার কাকিমা আমাকে খুজতে চলে আসে ৷ তাদের নাকি ধান নিয়ে আসতেছে ধান গুলা আমাকে সাজিয়ে রাখতে বলতেছে যেন রাতে বৃষ্টি আসলে পানি ধানের ভিতরে না যেতে পারে ৷

IMG_20240517_140221.jpg

২ বিঘা জমির মত ধান গুলা একটি পুন্জির মত করে সাজিয়ে রাখলাম ৷ যদি রাতে আকাশ খারাপ থাকে বা বৃষ্টি হওয়ার সম্ভবনা থাকে তাহলে প্লাস্টিক দিয়ে খুব সুন্দর ভাবে ঢাকা দেওয়া যাবে তাহলে আর পানি ভিতরে ঢুকতে পারবে না ৷

কাজ শেষ করে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিলাম তারপর বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম ৷ রোদের মধ্যে থেকে মাথা টনটন করতেছে ৷

IMG_20240517_215657.jpg

সন্ধ্যা বেলা

বিকেল বেলা ঘুমিয়ে একেবারে সন্ধ্যার সময় উঠেছিলাম ৷ তারপর ফ্রেশ হয়ে বাইরে বের হইলাম আর যে গরম পরেছে তাতে কোন ঘুরাঘুরি ভালো লাগে না তারপরও চলে গেলাম চৌরাস্তার মোড়ে ৷ সেখানে গিয়ে একটি দোকানে বসে আগে এটি স্প্রিড খেয়ে নিলাম শরীরের ভিতর টা একটু ঠান্ডা হয়ে গেলো ৷ কিন্তু কিছুক্ষণ পর আবার ঘামতে শুরু করলাম কি আর করবো রাগ করে চলে আসলাম বাড়িতে ৷

বাড়িতে এসে স্নান দিলাম আবার তারপর রাতের খাবার খেয়ে পোস্ট লিখতে শুরু করলাম ৷ আর এখানেই আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেষ হয়ে যায় ৷ এখন ঘুমানোর পালা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

শুভ রাত্রি 🌼

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

সত্যিই সকাল হওয়া মাত্রই আপনার কাজের কোন শেষ নেই।
ঘুম থেকে উঠে বাইরে নাস্তা খেয়েছেন। এরপরে মায়ের কথামতো পুঁইশাক কেটে আবারো বাজারে বিক্রি করেছেন। বর্তমানে তো পুইশাকের অনেক দাম।
এরপর কাকিমার কথামতো তাদের ধানগুলো সাজিয়ে রেখেছেন। সারাদিন বেশ বাড়ির কাজেই ব্যস্ত ছিলেন।
ব্যস্তময় একটি দিনের কার্যক্রম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷ শুভকামনা রইলো আপনার জন্য ভালো থাকবেন ৷

  • হ্যা সকালের হাওয়াটা অনেক ভালো লাগে আর তাছাড়া বৃষ্টির কারনে কয়েকদিন আবহাওয়া শীতল ছিলো তবে এখন আবার গরম পড়া শুরু করে দিয়েছে।

  • ঘুম থেকে উঠে দোকানে দিয়ে সকালের নাস্তা করলেন। আপনি বাড়ির কাজে সব সময় হাত লাগান সেটা আমরা সবাই জানি। পুইশাক আমার মায়ের খুব প্রিয়, তবে আমি খেলে আমার গ্যাসের সমস্যা হয়।

ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...