সকাল বেলা |
---|
HELLO.
everyone
শুভ সকাল বন্ধুরা !! প্রতিদিনের মত আজকেও সকাল সকাল ঘুম ভাঙলো তবে ভাবার বিষয় হল বর্তমান গ্রীষ্মকাল পেরিয়ে শীতকাল আসতে চলছে আর এই শীতকালে সকাল বেলা ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না বরং শীতের সকালে বেশ ঘুমদায়ক হয়ে উঠে ৷
যাই হোক সকাল বেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা টা সেরে ফেললাম তারপর কাজে যেতে হবে আমাদের এই দিকে ধানের ফসলের অবস্থা এবার খুবই খারাপ সাবার ধানের ফসলে পোকার আক্রমণ বেড়ে চলছে যদি যত্ন নেওয়া সঠিক ভাবে না হয় তাহলে যেগুলো ধানে গাছে ধান রয়েছে সেগুলো আর থাকবে না ৷
আসলে আমাদের অঞ্চলে এমন আবহাওয়া সৃষ্টি হয়েছিল যার জন্য মূলত এই পোকার উপদ্রব বেড়েই চলছে তাই এখন সবাই ধানের ফসলে পোকা দমনের ঔষুধ প্রয়োগ নিয়েই ব্যাস্ত ৷ আমি ও ঔষুধ নিয়ে আর স্প্রে মেশিন নিয়ে চলে আসলাম ধান ক্ষেতে সাথে একজন কে নিয়েছি সে স্প্রে করবে আর আমি পানি নিয়ে আসবো কারণ আশেপাশে পানি ছিল না আমি দূর থেকে পানি নিয়ে এসে পানি জমে রেখে দিয়েছি ৷
তারপর দেখতেই পারতেছেন কিছু জমিতে ধান আগে রোপণ করেছি সেগুলো পেকেছিল তারপর দুদিন আগে সেগুলো কেটেছি সাধারনত এই বোরো ধান গুলো আমরা জমিতেই কেটে রেখে দেই তারপর শুকিয়ে বাড়িতে নিয়ে আসি ৷ কিন্তু দুঃখের বিষয় ধান কাটার পরের দিন থেকে দুদিন ধরে বৃষ্টি হয়েছিল এখন পর্যন্ত ধান গুলো জমিতেই রয়েছে আরো দুদিন রাখবো তারপর নিয়ে আসবো ৷
দুপুর বেলা |
---|
প্রায় ৪ বিঘা জমিতে স্প্রে করার পর আমরা বাড়িতে চলে আসলাম তারপর স্নান করে ফ্রেশ হয়ে নিলাম রোদের মধ্যে অনেকক্ষণ ছিলাম তাই হয়তো অনেক খারাপ লাগতেছে ৷ তাই বাইরে এসে বসে পড়লাম হঠাৎ করেই দেখি ঝালমুড়ি বিক্রেতা এসেছে সবাই ঝালমুড়ি কিনে খাচ্ছে আমার ও মন চাইছে খেতে পরে আমিও ১০ টাকার ঝালমুড়ি কিনে খেলাম ৷
বিকেল বেলা |
---|
আজকে আমার ভাগনির জন্মদিন তাই আজকে বোন বার বার ফোন করতেছে যে এসে একটি রাত মেহমান খেয়ে যা আজকে আবার লক্ষীপূজাও তাই ভাবলাম দূর্গা পূজোয় তো যেতে পারি নি তাহলে আজকে গিয়ে ঘুরে আসি ৷
বিকেল বেলা রেডি হলাম তারপর যাওয়ার সময় বাজারে ঢুকে কসমেটিক্স এর দোকান গেলাম তারপর ভাবলাম ভাগনির জন্মদিনে কি গিফট নেওয়া যায় আমি একাই ভেবে উপায় না পেয়ে দোকানদার এর কাছে বিষয় টা শেয়ার করলাম ৷ তারপর দোকানদার একটা মেজিক বোর্ড আর কিছু ইংরেজি অক্ষরের একটা গেমের বোর্ড দিল তারপর একটি পুতুলের বাক্স দিল এই তিনটা জিনিস দেখে আমারও পছন্দ হয়ে গেল ৷
তারপর আমি দাম দর করে সবকিছুই কিনে নিলাম তারপর মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনে নিলাম ৷ তারপর একটি ভ্যান বিয়ে সোজা চলে আসলাম বোনের বাড়িতে ৷
সন্ধ্যা বেলা |
---|
সন্ধ্যা বেলায় পৌঁছে তারপর জন্মদিনের সবকিছু আয়োজন চলছে যেহেতু ২ বছরের বাচ্চা ঘুমিয়ে পড়বে তার জন্য খুব তারাতারি করে আয়োজন শুরু হয়েছে ৷
অবশেষে কেক কাটা শুরু হয়ে গেল কিন্তু ছোট বাচ্চা সাথে সাথে কান্না করে দিল মনে হয় ভয় করতেছে তারপরও ঐ ভাবে কেক কাটা হয়ে গেল ভালো ভাবে কোন ভিডিও ছবি তুলতে পারলাম না ৷
তারপর কেক কাটা শেষ হয়ে গেলে বাকি ছোট বাচ্চাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে তাদের জন্য লুচি পরোটা দই তারপর পায়েস মিষ্টি এসব খাবারের আয়োজন করা হয়েছে ৷ সবাই মিলে একসাথে বসে খাইলাম ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |