সকাল বেলা |
---|
HELLO.
everyone
শুভ সকাল বন্ধুরা !! কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজ শনিবার রোজ সকালে উঠে পড়লাম আর এখন খুব সকালে উঠা মানেই শীতকালের আবহাওয়া উপভোগ করা ৷
যাই হোক সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর মা ধান সিদ্ধ করতেছে সেজন্য ধান গুলো বস্তায় ভরার জন্য চলে আসলাম ৷ আসলে আমরা কয়েকদিন পর পর ধান সিদ্ধ করে থাকি এতে করে চাল গুলো ভালো থাকে দুই মাস তিন মাস পর্যন্ত ৷ আর যখন একেবারে ধান সিদ্ধ করা হয়ে থাকে তখন চাল গুলো দীর্ঘদিন পর্যন্ত থাকায় চালের মধ্যে ছোট ছোট এক ধরনের পোঁকা সৃষ্টি হয় ৷
আর সেই সময়ে সেসব চাল গুলো আর খেতে ইচ্ছে করে না যার জন্য আমরা দুই মাস বা তিন মাস পর পর ধান সিদ্ধ করে থাকি ৷
আমি ধান গুলো বস্তায় ভরে দিয়ে তারপর বাবা ধান গুলো নিয়ে চাতালে চলে গেলেন আর এই পর্যন্তই আমার কাজ শেষ হয়ে যায় ৷
তারপর আরেক টা কাজে চলে আসলাম আমাদের বাড়ির পাশে ধানক্ষেতের জমির পাশে একটি ছোট পুকুর রয়েছে সেখানে প্রতিবছর দেশী মাছ আসে কিন্তু কয়েক বছর ধরে দেশী মাছ খুব কম পরিমাণে পাওয়া যায় ৷
তার কারণ ছিল পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণে কচুরিপানা গুলো থাকে তাহলে যে কোন মাছ থাকতে চায় না তারা অন্য জায়গায় আশ্রয় স্থান খুজতে থাকে ৷ আসলে এই ছোট ছোট কচুরিপানা গুলো থাকায় পুকুরের মধ্যে রোদ প্রবেশ করতে পারে না আর সাধারনত যে কোন ধরনের মাছ ছায়াযুক্ত স্থান মোটেও পছন্দ করতে চায় না ৷ ফলে মাছ গুলো এই ধরনের পুকুরে খুবই কম থাকে এর জন্য মূলত এই ছোট ছোট কচুরিপানা গুলো প্রতিদিন এসে তুলে ফেলে দেই ৷
সাধারনত এই কচুরিপানা গুলো যতই দিন যাবে ততই বাড়তে থাকে তারপরও প্রতিদিন এসে টুকটাক করে কচুরিপানা গুলো তুলে ফেলে দেই এতে করে পুকুরের ভিতরে খুব সহজেই রোদ প্রবেশ করতে পারবে ৷ এতে করে মাছ ও বেশ পরিমাণে পাওয়া যাবে ৷
বিকেল বেলা |
---|
সব কাজ দুপুরের মধ্যে শেষ হয়ে যায় পরে স্নান করে বিকেল বেলা একটু নদীর পারে আসলাম ঘুরার জন্য ৷ নদীতে জেলেরা মাছ ধরে নৌকা দিয়ে জাল ফেলে এসব দেখতে বেশ ভালোই লাগে ৷ তবে মজার বিষয় হল জেলেরা অনেক সময় বড় বড় মাছ তুলে থাকে এই সব দেখার জন্যই নদীতে প্রায় সময় যাওয়া হয় ৷
জেলেরা সাধারনত অনেক পরিশ্রম করে অনেক জেলে আছেন যারা সকাল থেকে মাছ ধরে বিকেল বেলা যায় মাছ বিক্রি করতে আবার অনেক জেলে আছেন তারা সারারাত মাছ ধরে সকাল বেলা যায় বিক্রি করতে ৷
আসলে নদীর মাছ অনেক দামী মাছ আর নদীর মাছ যদি একজন জেলে ২ কেজি মত ধরে থাকে তাহলে তারা ২ কেজি মাছ অনায়াসে ১ হাজার টাকার উপরে বিক্রি করতে পারবে ৷ এতে করে হিসেব করা যায় একজন জেলে দিনে কমপক্ষে ১ হাজার টাকার উপরে ইনকাম করে থাকে ৷
নদীর পাড়ে আমরা অনেক রাত পর্যন্ত ছিলাম আর জোৎস্নার আলোতে নদীর সবকিছু আমাছামা দেখা যাচ্ছে বেশ ভালোই লাগছে রাতের পরিবেশ টা ৷ আমরা নদীর ধারে বসে থাকতে থাকতে হঠাৎ করেই একটা নৌকা চলে আসে তারা জাল ফেলে নদীতে মাছ ধরতেছে আর এই সময়ে আমি ছবি টা তুলেছিলাম আমার কাছে পুরো বিকেল সময় টা নদীর পাড়ে কাটানোর সবচেয়ে সুন্দরতম মুহূর্ত টা হল এই রাতের জোৎস্নার পাশাপাশি নৌকা দিয়ে যখন মাছ ধরতেছে ৷
যাই হোক আমরা নদীর পাড় থেকে চলে আসলাম চৌরাস্তা বাজারে তারপর সেখানে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম টুকটাক চা পানি খেয়ে দেয়ে বাড়িতে চলে আসলাম ৷
বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম তারপর রাতের খাবার খেয়ে পোস্ট লিখতে বসে পড়লাম ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🌼
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |