Better life with steem || The Diary Game || 21 November, 2024 ||

in hive-120823 •  6 hours ago 

Picsart_24-11-21_18-36-02-157.jpg

সকাল বেলা

IMG_20241121_180413.jpg

HELLO▶

everyone

শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ইশ্বরের কৃপায় বেশ ভালো আছি ৷ তাহলে শুরু করা যাক আজকে আমার সারাদিনের সকল কার্যক্রম ৷

আজ বৃহস্পতিবার সকাল ৭ টা বেজে ঘুম থেকে উঠেছিলাম তারপর দেখি বাইরে গিয়ে চারদিকে অনেক কুয়াশা আর কুয়াশার জন্য সূর্য টা ঠিক ভাবে দেখা যাচ্ছে না তারপরও একটা কুয়াশা ভরা সকাল ক্যামেরা বন্দি করে নিলাম ৷

তারপর ব্রাশ করে সোজা চলে গেলাম দোকানে প্রতিদিন চা না খাইলে কেমন জানি লাগে সেজন্য প্রায় দিনই চা সাথে কিছু নাস্তা করে থাকি ৷

IMG_20241121_180819.jpg

দোকানে গিয়ে একটা রং চা নিলাম তারপর দেখি পাঁচ টাকা দামের পাপড় গুলো রয়েছে সেই পাপড় গুলো নিলাম ৷ চায়ের সাথে পাপড় চুবিয়ে খাইলাম আমার কাছে বেশ স্বাদ লেগেছে ৷

অনেক দিন পর পাপড় গুলা খাইলাম আগে যখন ছোট ছিলাম এই পাপড় গুলো খুব খেয়েছিলাম একটা পাপড়ের দাম আগে এক টাকা করে ছিল ৷ এখন ২ টাকা দামে বিক্রি করতেছে এই পাপড় গুলো ৷

যাই হোক নাস্তা করে বাড়িতে আসলাম তারপর কাপর পরিবর্তন করে নিলাম কাজে যেতে হবে জন্য ৷ তারপর চলে গেলাম ক্ষেতে সেখানে ধান বাঁধতে হবে তারপর সেই ধানের আঠি গুলো বাড়িতে নিয়ে আসতে হবে ৷

দুপুর প্রায় ১২ টা পর্যন্ত ধানের আঠি বাঁধলাম তারপর জল খাওয়ার জন্য বাড়িতে আসলাম বাড়িতে এসে অল্প করে ভাত খেয়ে নিলাম ৷

IMG_20241121_181441.jpg

দুপুর বেলা

ভাত খেয়ে আবার কাজে যাওয়ার সময় হঠাৎ করে সমপাপুড়ি বিক্রেতা কে দেখতে পেলাম তারপর ১০ টাকা দিয়ে একটা সমপাপুড়ি নিলাম ৷ ছোট থাকতে আগে কত কিছু দিয়ে এই সমপাপুড়ি গুলো কিনে খেয়েছিলাম আজ সেই পুরনো দিনের স্মৃতি গুলো ভেসে উঠলো ৷

যাই হোক এমনিতে কাজের দিন এদিকে সময় পার হয়ে যাচ্ছে তাই আর কোথাও দেরী না করে সোজা চলে আসলাম ক্ষেত বাড়িতে ৷

IMG_20241121_182046.jpg

সন্ধ্যা বেলা

কাজ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তারপর স্নান করে রাত্রে চলে আসলাম চৌরাস্তা বাজারে ৷ তারপর দেখি কেরাম বোর্ড খেলা জমজমাট চলতেছে সেজন্য একটু কেরাম বোর্ড খেলা উপভোগ করলাম ৷

IMG_20241121_182651.jpg

কেরাম বোর্ড খেলার পাশেই এক ছোট ভাইয়ের দোকান যেখানে প্রতিদিন একটু করে আড্ডা দেওয়া হয় ৷ খেলা দেখা হয়ে গেলে তার দোকানে বসলাম ৷ তারপর দেখি পাঁচ টাকা দামের চাল ভাজা বিক্রি করতেছে দেখে ভালো লাগলো সেজন্য একটা চাল ভাজা খাওয়ার জন্য নিলাম ৷

চাল ভাজার প্যাকেটের ভিতরে একটা শুকনা মরিচ দেওয়া হয়েছে যেটা গুরা করে খেলে ভালোই স্বাদ লাগে ৷ রাত প্রায় ৮ টা বাজে এদিকে কাজ করে শরীর অনেক ব্যাথা তাই আর দেরী না করে সোজা চলে আসলাম বাড়িতে ৷

তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

শুভ রাত্রি 🌼🌼

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসRedmi note 13 pro +
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...