সকাল বেলা |
---|
HELLO.
everyone
শুভ সকাল বন্ধুরা ,, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন ৷ আমিও ইশ্বরের কৃপায় বেশ ভালো আছি ৷
আমার সারাদিনের কার্যক্রম শুরু হওয়ার আগে প্রতিদিন একই কাজ করে থাকি যেমন, সকাল বেলা ঘুম থেকে উঠে একটু রাস্তায় হাঁটাহাটি করে নিয়ে ফ্রেশ হয়ে নেই তারপর বাড়ির পাশে দোকানে এসে চা নাস্তা করে থাকি ৷
তারপর আবার বাড়ি এসে ফোনের টুকটাক কাজ গুলো করে থাকি ৷ আর ফোনের কাজ গুলো করতে করতে প্রায় ৯ থেকে ১০ টা বেজে যায় ৷ আর এভাবেই সকাল সময় টা চলে যায় ৷
সকালের নাস্তা হিসেবে খেয়েছিলাম একটা ১০ টাকা দামের কেক সাথে একটা চা ৷ আমার অভ্যাস হয়ে গেছে সকালে চা নাস্তা না করলে সকাল বেলা ভাত খেতে ইচ্ছে করে না ৷
দুপুর বেলা |
---|
দুপুর বেলা ভালো লাগছে না জন্য চলে গেলাম আবার দোকানে সেখানে কিছুক্ষণ বসে থাকলাম তারপর দেখি ঝালমুড়ি বিক্রেতা এসেছে তাই সেখানে গিয়ে ১০ টাকার ঝালমুড়ি কিনে নিলাম ৷
আসলে আমি তেমন ঝালমুড়ি পছন্দ করি না তবে এই দাদুভাই ঝালমুড়ি বিক্রেতা যদি আসে তাহলে মাঝে মধ্যে খাই কারণ এই দাদু ভাই এর ঝালমুড়ি খেতে বেশ মজা লাগে তাছাড়াও দাদু ভাই ঝালমুড়ি তৈরি করার মসলটা অনেক সুস্বাদু করে তৈরি করে থাকেন ৷
যাই হোক ঝালমুড়ি খেয়ে বাড়িতে চলে আসলাম তারপর স্নান টা সেরে নিলাম ৷ স্নান করে খাওয়া করে ফোন নিয়ে বসে পড়লাম তারপর ফোনের টুকটাক কাজ গুলো আস্তে আস্তে করতে লাগলাম ৷
ঠিক বিকেলে চলে আসলাম করতোয়া নদীর পারে বর্তমানে মানসিক কিছু সমস্যার কারণে একা একা ভালো লাগে না তার জন্য যে কাউ কে সাথে নিয়ে যেখানে সেখানে ঘুরতে যাই ৷ ঘুরাঘুরি করার ফলে মান মানসিকতা অন্য দিকে চলে যায় সেজন্য একটু ভালো লাগে ৷
আসলে সত্যি কথা বলতে কি কারো মায়ায় পড়লে তাকে ছারা যে কতটা খারাপ লাগে সেটা আমি নিজে বুজতে না পারলে হয়তো কোনদিন বুঝতে পারতাম না ৷
অনেক দিন হয়ে গেলো এখনো মন কে শক্ত করে রাখতে পারি না আমার এতই আবেগ যে আমাকে নিজেকে ভালো রাখতে দেয় না ৷ আমি ইশ্বরকে প্রতিদিন বলি আমাকে একটু শক্তি দেও যেন কিছু মানুষকে খুব সহজেই ভুলতে পারি ৷
যাই হোক নদীর পাড়ে বেশ কিছু সময় বসে থাকলাম তারপর প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে সেখানে আর দেরী না করে চলে আসলাম বাজারে ৷
সন্ধ্যা বেলা |
---|
অতিরিক্ত টেনশন আর বিষন্নতার জন্য কিছু খেতে গেলেই প্রচুর পরিমাণে বমি বমি লাগে কিন্তু কি আর করার তারপরও জোর করে খাই পেটে খিদে লাগলে তো আর পেট শুকিয়ে রাখা জায় না তবে খুব অল্প পরিমাণে খেতে হয় বেশী খেলে খুব খারাপ লাগে মনে হয় এখনি বমি করি ৷
যাই হোক বাজারের মধ্যে একটি দোকানে বসে একটা গোল বিস্কিট গুলো খাইলাম তারপর একটা ছোট জুসের বোতল নিয়ে খেয়ে নিলাম ৷
কেবল সন্ধ্যা ৭ টা বাজে এখনি বাড়িতে গেলে ঘুম ও ধরবে না আর কিছুই ভালো লাগবে না আর বাড়িতে গেলেই আমি একা তখন আরো অনেক টেনশন চলে আসবে মাথায় ৷ তাই কিছুক্ষণ বাজারে থেকে বন্ধুদের সাথে সময় কাটালাম ৷
এরপর ৯ টা বেজে বাড়িতে আসলাম তারপর ফ্রেশ হয়ে অল্প কিছু খাবার খেয়ে পোস্ট লিখতে বসে পড়লাম ৷
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল !! সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো, বিশেষ করে আপনার দিনযাপনের প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে তুলে ধরেছেন। জীবন ছোট ছোট অভ্যাসগুলো এবং দৈনন্দিন কাজগুলো দিয়েই গঠিত, এবং এই সময়গুলোকে উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও মানসিক টেনশন এবং বিষন্নতা কাটিয়ে ওঠা কঠিন হতে পারে, তবুও প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো, বন্ধুদের সাথে সময় কাটানো এগুলো মনকে শান্ত করতে অনেক সাহায্য করে। আশা করছি, আপনার প্রতিদিনের জীবন ধীরে ধীরে আরও সহজ ও সুখময় হয়ে উঠবে। ইশ্বর আপনাকে শক্তি দিন এবং মনের শান্তি দিন। ভালো থাকুন!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit