Better life with steem || The Diary Game || 22 march, 2024 ||

in hive-120823 •  11 months ago 

Picsart_24-03-22_23-30-22-353.jpg

সকাল বেলা

IMG_20240322_120117.jpg

শুভ সকাল বন্ধুগণ ,,

আজকে আমার ঘুম ভাঙ্গে ৯ টা বাজে তখন ঘুম থেকে উঠেই দেখি আমার প্রচন্ড গলা ব্যাথা অনুভব লাগে মনে মনে ভাবছি এত অসুখ আমাকেই ধরতেছে ৷ এই তো কয়েকদিন আগে জ্বর ছিল সেই জ্বরে আমি কাবু হয়ে গেছি এখন আবার গলা ব্যাথা শুরু হয়েছে ৷

মনটা খারাপ করে বাইরে চলে আসলাম যেহেতু শরীর খারাপ বাইরে গিয়ে একজায়গায় কিছুক্ষণ বসে থাকলাম ৷ তারপর বাড়িতে এসে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম ৷ গলা ব্যাথা ঢুকি গিললেই গলায় প্রচন্ড ব্যাথা অনুভব হয় ৷ কিছু খেতে পারবো কি না জানি না চলে গেলাম দোকানে সেখানে চা আর রুটি নিয়ে ভিজিয়ে গিলিয়ে গিলিয়ে খাইলাম ৷

IMG_20240322_115853.jpg

তারপর বাড়ি আসার পথে দেখতে পাইলাম রাস্তার ইট গুলো ভাঙ্গা শুরু করে দিয়েছে ৷ আমাদের বাড়ির পাশের কাচা রাস্তা পাকা করার কাজ শুরু করে দিয়েছে ৷ বর্ষার দিনে এই কাচা রাস্তা গুলোতে হাঁটা চলা বা যে কোন যানবাহান যাতায়াত খুবই কষ্টকর হয়ে থাকে ৷ যাই হোক আমাদের জন্য বেশ সুবিধাই হলো রাস্তা পাকা হয়ে গেলে যাতায়াত ব্যবস্থা অনেক সুবিধাকর হয়ে যাবে ৷

অবশেষে বাড়িতে চলে আসলাম ভালো লাগছে না শরীর রুমে গিয়ে শুয়ে পড়লাম ৷ শুয়ে শুয়ে থাকতে থাকতে হঠাৎ করেই ঘুমিয়ে পড়ি একেবারে ১২ টা বেজে ঘুম থেকে উঠেছি ৷ ঘুম থেকে উঠে আবার শরীর টা বেশী খারাপ লাগতেছে তাই জলদি করে স্নান টা সেরে ফেললাম ৷ তারপর দুপুরের খাবার টা কষ্ট করেই খেয়ে নিলাম ৷

IMG_20240322_225852.jpg

বিকেল বেলা

আজকে কাকিমাদের বাড়িতে মেহমান আসবে জন্য আমাকে বলে চালের গুড়া করে আনতে আর এই দিকে অসুস্থ থাকা সত্বেও চলে গেলাম নাও করতে পারলাম না ৷ আর মিলে গিয়েও দেখি বেশ কয়েকজন লোক আসছে চালের গুড়া করতে ৷

আমার আগে যারা এসেছিলো তারা আগেই সিরিয়াস দিয়ে রেখেছে আমি পাঁচ ছয় জনের পর সিরিয়াল নিলাম ৷ আঁধা ঘন্টার মধ্যে আমার আগের সিরিয়াল গুলো চাল গুড়ো করে নিল তারপর আমাকে দিলো ৷ তারপর সেখান থেকে চলে আসলাম বাড়িতে ৷

বাড়িতে এসে রুমে আসলাম তারপর শুয়ে শুয়ে স্টিমিট প্লাটফর্মে গিয়ে কিছু বন্ধুদের পোস্ট পড়ে বেশ কিছু কমেন্ট করলাম ৷ এই দিকে রাত হয়ে যাচ্ছে বাড়িতে আর ভালো লাগে না কিছুক্ষণের জন্য বাইরে চলে আসলাম ৷

IMG_20240322_231314.jpg

হঠাৎ করেই একটা বড় ভাইয়ের সাথে দেখা সে বললো চল এক জায়গায় ঘুরে আসি ৷ তারপর তো আমি বললাম আমি একটু অসুস্থ যেতে পারবো না তারপরও জোর করে নিয়ে গেলো ৷ আমিও ভাবলাম যাই একটু ঘুরে আসি গেলে হয়তো মন ভালো লাগবে ৷

তারপর চলেই গেলাম বড় ভাইয়ের প্রয়োজনীয় কাজ শেষ করে চলে আসলাম বাড়িতে ৷ বাড়িতে এসে হালকা কিছু খাওয়া দাওয়া করে রুমে এসে পোস্ট লেখা শুরু করে দিলাম ৷

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ৷ সবাই কে জানাই শুভ রাত্রি ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

TEAM BURN

Your post has been successfully curated by @inspiracion at 35%.

Thanks for setting your post to 25% for @null.
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.

Team Burn (1).png

Burning STEEM by sending it to the @null account helps reduce the supply of STEEM and so increase its price.

Thank you for your support 🙏

সারাটা দিনের কার্যক্রম আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখুন ভালো লাগলো এবং এটা শুনে খারাপ লাগলো বেশ কিছুদিন আগে আপনার জ্বর এসেছিল আবার এখন গলা ব্যথা হয়েছে আশা করব সৃষ্টিকর্তা আপনাকে খুব দ্রুত সুস্থ করে দেবেন।

হ্যা ভাই আবহাওয়া কারনে এমন হচ্ছে সেদিন রাতে অনেক ঠান্ডা আর বাতাস ছিলো যার জন্য গলা ব্যাথা শুরু হয়েছে ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Thank you for summarizing and sharing your day with us. The day starting with discomfort of sore throat was sad, hot tea was a good solution my friend. Try to take hot ginger water and you will feel more better.

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ আপনার মঙ্গল কামনা করি সৃষ্টিকর্তার কাছে ৷

সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার গলা ব্যথা শুরু করেছে। গলা ব্যথা করলে কোন কিছু খাওয়া খুব কষ্টকর হয়ে যায়। কারণ একটু কিছু খেলেই গলায় টান পায় পরে অনেক ব্যথা করে। আপনাদের কাকিমার বাসায় মেহমান আসবে এজন্য চালের গুড়া করার জন্য রাইস মিলে গিয়েছেন। ধন্যবাদ সারাদিনের দিনলিপি তুলে ধরার জন্য।

হ্যা ভাই কয়েকদিন থেকে অনেক সমস্যার মধ্যে সময় গুলো যাচ্ছে বিশেষ করে শারীরিক সমস্যা নিয়ে ৷ আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

শুনে খারাপ লাগলো আপনার গলা ব্যথা আসলে কিছু কিছু সমস্যা হঠাৎ করেই দেখা দেয়।। আর হ্যাঁ আপনার মত আমিও মাঝে মাঝে চাউল গুড়া করে নিয়ে আসে।।

হ্যা ভাই গলা ব্যাথা জন্য কাজ করতে ভালো লাগে না কোথাও বসে থাকবো তাও ভালো লাগে না ৷ তারপরও টুকটাক কাজ করে যেতে হয় ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

সত্যি কথা বলতে আমাদের শরীর যদি অসুস্থ থাকে তাহলে কোন কিছুই ভালো লাগেনা খাওয়া থেকে শুরু করে যে কোন জিনিসই।।