সকাল বেলা |
---|
HELLO.
everyone,,
শুভ সকাল সবাই কে !!! প্রতিদিনের মত আজকেও সকাল বেলা ঘুম ভাঙলো তারপর বিছানা গুছিয়ে বাইরে আসলাম তারপর কিছুক্ষণ হাঁটাহাটি করলাম এরপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম ৷
এরপর দোকানে গিয়ে চা নাস্তা টা সেরে ফেললাম তারপর বাড়িতে এসে ফোনের টুকটাক কাজ গুলো করতে লাগলাম ৷ এমন সময় আমার একটা কাকু আমাকে ডাকতেছে আমি বাইরে এসে শুনলাম ঠাকুর বানানোর জন্য মালি এসেছে ৷
আপনারা হয়তো জানেন আর কিছুদিন পরেই আমাদের সনাতন ধর্মের কালী পূজো আরম্ভ হতে যাচ্ছে ৷ আর এই কালী পূজো সাধারনত এক দিন ব্যাপী হয়ে থাকে ৷
যাই হোক আগের কালী মূর্তি টি এখন ভাসিয়ে দিতে হবে এর জন্য আমাকে ডাকছে তারপর আমি চলে গেলাম মন্দিরে সেখান থেকে কালি মায়ের মূর্তি টি বের করে ভ্যানে উঠালাম তারপর পাশেই একটি ছোট নদী রয়েছে সেখানে আস্তে আস্তে করে নিয়ে গেলাম ৷
আমরা চার পাঁচ জন নিলে মূর্তি টাকে নদীতে নিয়ে আসলাম কিন্তু নদীতে তেমন পানি ছিল না অল্প পরিমাণে পানি ছিল আর তার পাশে কোন গভীর খাল ছিল না যেখানে ভেসে দিলে খুব সহজেই ভেসে যেতো যাই হোক আমরা সবাই মিলে এই টুকু পানিতেই ভেসে দিলাম ৷
তারপর একটি কাচি দিয়ে বাঁশের বাতা গুলো কেটে কেটে দিলাম যেন খুব সহজেই মূর্তি টা ভেসে চলে যেতে পারে ৷ অবশেষে সবকিছু ঠিকঠাক করে দেওয়ার পর ভেসে চলে গেলো তারপর আমরা সেখান থেকে চলে আসলাম ৷
কালী পূজো ছোট হলেও যেখানে সেখানে অনেক ধুমধাম করে করা হয় ৷ সবচেয়ে মজার বিষয় হলো এই কালী পূজো তে আমরা অনেক প্রদীপ জ্বেলে দেই এই দৃশ্য গুলো দেখতে আসলেই অসাধারণ লাগে ৷
দুপুর বেলা |
---|
মা বাবা আজকে বাড়িতে নেই আমার মায়ের দীর্ঘদিন থেকে এলার্জি রোগে ভূগছে অনেক ঔষুধ ডাক্তার দেখা হয়েছে তবুও সেরে উঠছে না ৷ এজন্য আজকে আবার ঠাকুরগাঁও শহরে গেছে এলার্জি ডাক্তারের কাছে ৷
বাড়িতে অনেক কাজা গোয়াল ঘরে গিয়ে গরুকে খাবার জল দিলাম তারপর কিছু গরুকে ঔষুধ খাওয়াতে হবে সেই সব কাজ গুলো আস্তে ধীরে সেরে ফেললাম ৷
তারপর কাজ শেষ করে স্নান টা সেরে ফেললাম পেটে অনেক ক্ষুদাও লাগছে মা সকালে রান্না করে গেছে সকাল বেলা খেয়েই শেষ ৷
এত কিছু না ভেবে চলে গেলাম বাজারে আর বাজারে গিয়ে একটি ভাতের হোটেলে গিয়ে সবজি আর ডিমের ঝোল দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিলাম ৷ তারপর একটু রেস্ট করে চলে আসলাম বাড়িতে ৷
তারপর রুমে এসে ফোন চাপতে চাপতে কখন যে ঘুমিয়েছিলাম নিজেও জানি না তারপর ঘুম ভাঙলো দেখলাম ৫ টা বেজে গেছে সেজন্য তারাহুরো করে গরুর জন্য পোয়াল গোয়াল ঘরে রেখে দিলাম তারপর গরুর গোবর গুলো পরিষ্কার করে রাখলাম ৷
সবকাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেলো এর পর ফ্রেশ হয়ে বাবাকে ফোন করলাম বাবা বললো ৩০ মিনিটের মত লাগবে আসতে ৷
সন্ধ্যা বেলা |
---|
মা বাবা বাড়িতে আসলে তারপর আমি চলে গেলাম ঔষুধ আনতে অনেক গুলো ঔষুধ লিখে দিয়েছে সাত দিনে তিন হাজার টাকার ঔষুধ লাগতেছে মায়ের জন্য ৷
যাই হোক টাকা টা বড় কথা না আগে শরীরের সুস্থতা টাই বড় কিছু শরীর সুস্থ থাকলে জীবনে অনেক কিছু করা যাবে ৷ মায়ের জন্য ঔষুধ গুলো ঠিকঠাক ভাবে কিনে নিয়ে চলে আসলাম চৌরাস্তা মোড়ে ৷ সেখানে আর দেরী না করে একটা পানের খিলি খেয়ে চলে আসলাম বাড়িতে ৷
বাড়িতে এসে ঔষুধ গুলো মায়ের কাছে সব কিছু বুঝিয়ে দিলাম তারপর রাতের খাবার খেয়ে পোস্ট লিখতে বসে পড়লাম ৷
সবাইকে জানাই শুভ রাত্রি !! ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
কালী পূজোর মূর্তি ভাসানো থেকে শুরু করে পরিবারের প্রতি আপনার যত্ন ও দায়িত্বশীলতা, সবকিছুতেই আপনার আন্তরিকতা ফুটে উঠেছে। মায়ের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আপনার প্রতিদিনের সংগ্রাম ও ভালোবাসার ছোঁয়ায় ভরা এই দিনগুলো সত্যিই প্রশংসনীয়। শুভরাত্রি এবং ভালো থাকুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit