সকাল বেলা |
---|
HELLO▶
everyone
শুভ সকাল 🌼 প্রতিদিনের মত আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর সোজা ঘুম থেকে উঠেই কপি বাড়িতে চলে গেলাম জল দেওয়ার জন্য ৷ কয়েকদিন হয়ে গেলো কপি লাগাইছি আর সাধারনত কপি গাছে শুরু থেকেই পরিচর্যা ও যত্ন নিতে হয় ৷
যাই হোক সকাল সকাল কপি গুলোতে একটু করে জল দেওয়া শুরু করলাম যাতে করি কপি গুলো খুব তারাতারি বেড়ে উঠতে পারে আর এই সময়ে কপি গাছে জল না দিলে অধিকাংশ কপির গাছ মরে যাওয়ার সম্ভবনা রয়েছে ৷
আমরা আগাম কপি লাগাইছি যদি সঠিকভাবে যত্ন নেওয়া যায় তাহলে কপির উপযুক্ত বাজার মূল্য পাওয়ার সম্ভবনা রয়েছে ৷ বর্তমান সময়ে যে শাকসবজীর দাম তা কিনে এনে খাওয়া অনেকের কষ্টদায়ক হয়েছে পরেছে এবং আমাদের নিজেদেরও ঠিক একই অবস্থা ৷
যাই হোক সবগুলো কপি গাছে জল দিলাম তারপর জল দেওয়া শেষ হয়ে গেলে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নেই ৷ আজকে আর নাস্তা করার জন্য দোকানে গেলাম না বাড়িতেই হালকা কিছু নাস্তা করে নিলাম ৷
আমার কাকু ধান মাড়াই করবে সেজন্য আমাকে বলে রাখতে আমি যেন তাদেরকে একটু সহযোগিতা করতে পারি আমি ও আর না করতে পারলাম না ৷ সকাল ১১ টায় ধান মাড়াই করা মেশিন আসে তারপর আমিও রেডি হয়ে নিলাম তাদের কাজে একটু সহযোগিতা করতে ৷
প্রায় এক ঘন্টা মেশিন চললো এদিকে আমি খড়ের পুন্জিতে উঠেছি খড় গুলো পুন্জে দেওয়ার জন্য ৷ মুখে গামছা বাঁধার পরও অনেক ধুলা মুখের ভিতরে ঢুকেছে একটু পর মনে হচ্ছে গলা টা যেন আমার ঝলসে যাচ্ছে ৷ যাই হোক বাড়িতে ঔষুধ আনা ছিল তারপর ঔষুধ খেয়ে একটু স্বাভাবিক মনে হচ্ছে ৷
বিকেল বেলা |
---|
কাজ শেষ করে স্নান করে বিকেল বেলা একটু বাজারে গেলাম কিছু কাজ ছিল জন্য ৷ কাজের পর বাড়িতে খাওয়া করা হয় নাই এদিকে পেট চো চো করতেছে সেজন্য একটা খিচুরির দোকানে গিয়ে আগে এক প্লেট খিচুরি সাথে একটা ডিম ভাজি করে নিলাম ৷
খাওয়া দাওয়া শেষ করে বিল পেমেন্ট করে আমার কিছু প্রয়োজনীয় কাজ ছিল সেগুলো শেষ করলাম তারপর বাড়িতে চলে আসলাম ৷
সন্ধ্যা বেলা |
---|
বাড়িতে বিকেল সময় টা কাটিয়ে চলে আসলাম চৌরাস্তা মোড়ে সেখানে প্রতিদিন আড্ডা তারপর টুকটাক কাজ যা থাকে সব কিছু সেরে ফেলি ৷ যাই হোক তারপর চলে গেলাম পিয়াজু খেতে শীতের সময়ে গরম গরম পিয়াজু খেতে ভালোই লাগে ৷ আমাদের সাথে একটা ছোট ভাই ছিল তাকে নিয়ে পিয়াজুর দোকানে এসে তিনটা করে পিয়াজু খাইলাম ৷
তারপর বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর দোকান থেকে খোলা পটেটো চিপস নিয়ে আসলাম ৷ প্যাকেটের চিপস থেকে এই খোলা চিপসের অনেক স্বাদ সেজন্য আর কি নিয়ে আসা আর ওজনেও অনেক গুলো উঠে ৷
বাড়িতে এসে রাতের খাবার খেয়ে সোজা রুমে এসে পোস্ট লিখতে শুরু করলাম ৷ তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🌼
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আসলে ভাই যে কোন জিনিস চাষ করতে হলে তার প্রতি যত্নশীল অনেক বেশি হতে হয়।কপি গাছ রোপন করার আমার কোন অভিজ্ঞতা নেই। তবে এতটুকু বুঝতে পারি যে কোন ফসল পরিশ্রম ছাড়া ভালো ভাবে আমাদের বাসায় আসে না। যাই হোক সকাল সকাল কপি গাছে পানি দিতে গিয়েছিলেন। এবং অবশ্যই আজ যে পরিশ্রম করছেন তার ফল একদিন ভালো পাবেন। শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটা পড়ে অনেক ভালো লাগলো গ্রামীণ পরিবেশ নিজের হাতে সবজি চাষ করার মজা কিন্তু অন্যরকম,, আর এটাকে সঠিকভাবে পরিচর্যা করলে এর থেকে ভালো অর্থই পাওয়া যায় কারণ বাজারে যে সবজি দাম।।
আর হ্যাঁ আপনি কিন্তু একদম ঠিক কথা বলেছেন শীতের সময় গরম গরম পেঁয়াজু খেতে অনেক ভালো লাগে,, আপনার সারাদিনের পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit