সকাল বেলা |
---|
HELLO▶
everyone
শুভ সকাল বন্ধুরা সবাই কে জানাই শীতের সকালে শুভেচ্ছা 😊 বর্তমানে শীতকালীন চলছে আর শীতকালে একটু দেরী করেই উঠতে মন চায় তারপরও গ্রামের মানুষেরা খুব সকাল বেলা ঘুম থেকে উঠে এটা গ্রামের মানুষদের অভ্যাস হয়ে গেছে বলা যায় ৷
যাই হোক আমিও সকাল সকাল ঘুম থেকে উঠলাম তারপর বাইরে এসে সকাল বেলার কিছু প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করলাম তারপর কিছু ছবিও ক্যামেরা বন্দি করে নিলাম ৷
তারপর দেখলাম একটি গাছে সব গুলো পাতা ঝরে পরে গেছে আর এভাবে গাছটিকে অসম্ভব সুন্দর লাগতেছে ৷ তারপর যখন আবার গাছে নতুন পাতা গজাতে থাকবে তখন দেখতে আরো অনেক সুন্দর লাগবে ৷
এমনও আরো অনেক গাছ রয়েছে যে গাছ গুলোতে শীতের শুরুতেই গাছের সব পাতা ধরে যাবে তারপর আবার নতুন পাতা গজাতে শুরু করে দিবে ৷
যাই হোক সকালে বেলা একটু ঘুরাঘুরি করেই পার করলাম তারপর ক্ষেতে কপি চাষ করেছি সেই ক্ষেতের কপি গুলো দেখতে গেলাম ৷ আশে পাশের জমিতে অনেক গরু ছাগল ছেরে দেওয়া আছে তাই বার দেখতে যেতে হয় ৷ যদিও জমিতে জাল দিয়ে ঘেরাও করা আছে তারপরও ছাগল ঢুকে কপির গাছ গুলো খেয়ে ফেলে আর একবার কপির গাছ গুলো খেয়ে ফেললে সেই কপির গাছ গুলো আর বড় হওয়ার সম্ভাবনা থাকে না ৷
বিকেল বেলা |
---|
সারাদিন টুকটাক কাজ করার পর হঠাৎ সিদ্ধান্ত নিলাম যে নদীর পারে গিয়ে একটু বসে থাকবো ইদানিং মন ও শরীর কিছুই ভালো যাচ্ছে না ৷ আর এই সব চিন্তা ভাবনা মাথায় সব সময় ঘুরপাক খাচ্ছে সেজন্য একটা ছোট ভাইকে সাথে নিয়ে নদীর পারে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম ৷
তারপর দেখতে পেলাম একটি নৌকা করে দুইজন জেলে নদীতে মাছ ধরতেছে তাদের এই দৃশ্য টা আমার কাছে অসাধারণ লাগে ৷ তারা যে এইভাবে মাছ ধরে তাদের অনেক কষ্ট হয় সারাদিন নৌকা আর পানির মধ্যে থাকতে হয় তাদের ৷
যাই হোক সন্ধ্যার আগে আগে আমরা বাড়ি না এসে চৌরাস্তা বাজারে চলে আসলাম ৷ নদীর আশেপাশে কোন দোকান পাট ছিল না বলে কোন কিছু খেতে পারি নি তাই চৌরাস্তা বাজারে এসে ১৫ টাকা দামের খোলা চিপস এর প্যাকেট একটা কিনে নিয়ে দুজনে মিলে খেয়ে নিলাম ৷
তারপর খাওয়া শেষে দোকানের পাশে কেরাম বোর্ড খেলা চলতেছে আর আমরা সেখানে গিয়ে কিছুক্ষণ কেরাম বোর্ড খেলা উপভোগ করলাম ৷
রাত প্রায় ৯ টা বাজে আর শীতের রাতে বাইরে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না আমার অনেক দিন যাবৎ ধরে সর্দি আর জ্বর সেজন্য রাতে বেশী দেরী না করে সোজা বাড়িতে হেঁটে হেঁটে চলে আসলাম ৷
তারপর তো প্রতিদিনের মত একই কাজ রাতের খাবার খেয়ে সোজা রুমে এসে পোস্ট লিখতে শুরু করলাম ৷
শুভ রাত্রি 🌼
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |