সকাল বেলা |
---|
HELLO.
everyone,,
শুভ সকাল সবাই কে !! আমি গত দুদিন ধরে রংপুরে আছি আগামীকাল ডাক্তার দেখা হয়েছে হয়তো কালকে বাড়িতে চলে যাবো তারপর আবার এদিকে আমাদের দুর্গা পূজো আজকে থেকে শুরু হয়েছে আজকে ষষ্ঠি ভেবেছি আজকেই চলে যাবো বাড়িতে কিন্তু কালকে একটু কাজ বাকি থাকার কারণে আজকে আর যেতে পারলাম না ৷
কাল বাকি কাজ টুকু সেরে ফেলে সকাল সকাল যাওয়ার চেষ্টা করবো জানি না কি হয় ৷ যাই হোক আজকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর বাইরে গিয়ে চা বিস্কিট খেয়ে নিলাম এদিকে মেসের রান্না খালা আসবে তারপর রান্না করা হবে প্রায় দুপুর ১২ টা বেজে যাবে রান্না করতে করতে যার জন্য সকাল বেলা কিছু খেয়ে নিলাম ৷
দুপুরের খাবার খেয়ে আবু সাঈদ চত্তরে চলে গেলাম ঘুরার জন্য যেখানে কয়েক মাস আগে রংপুরে আবু সাঈদ শহিদ হয়েছিল সেখানে আবু সাঈদ চত্তর নামে নতুন ভাবে নাম করণ করা হয়েছে ৷
সেখানে বেশ কিছুক্ষণ ঘুরলাম তারপর তার পাশেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিলো সেখানে বেশ কিছুক্ষণ ঘুরলাম তারপর আর ভালো লাগে না জন্য চলে আসলাম মেসে ৷ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর স্নান করতে চলে গেলাম স্নান করে এসে ঘুমিয়ে পড়েছিলাম ৷
বিকেল বেলা |
---|
বিকেল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর এক ছোট ভাইয়ের নাকি কালকে ভাইবা আছে তার জন্য সে চুল কাটাতে যাবে আমাকেও সাথে নিয়ে আসলো ৷ তারপর সে চুল কাটতে বসলো আমি বসে রইলাম প্রায় এক ঘন্টা পর চুল কাটা হয়ে গেল তারপর বিল পেমেন্ট করে চলে আসলাম বাসায় ৷
বাসায় এসে কিছুক্ষণ বিশ্রাম নিতে না নিতে আমার ফোনে ফোন আসলো আমাদের বাড়ির পাশে একজন মানুষ রংপুর আনতে আনতে সে পরলোক গমন করেছিল এই কথা টা শুনে অনেক খারাপ লাগতেছে মানুষ টা কয়েকদিন ধরে অসুস্থ ছিল আজকে বেশী হওয়ায় তাকে রংপুর মেডিকেল নিয়ে আসতে আসতে মারা যায় ৷
কথা গুলা শুনে খুব খারাপ লাগতেছে কি আর করার এটাই হল জীবন কখন কি হবে বলা যাবে না আর যা কিছুই হোক না কেন সব কিছু মেনে নিতেই হবে আর এটাই বাস্তবতা ৷
যাই হোক কথা গুলো শুনে এখানে আর থাকতে ইচ্ছে করে না বাড়ি যেতে মন চায় কিন্তু আজকে আর যাওয়া হবে না কালকে সকাল সকাল কাজ গুলো সেরে চলে যেতে হবে ৷
সন্ধ্যা বেলা |
---|
মেসে আর ভালো লাগতেছে না যার জন্য সবাই মিলে একটু বাইরে চলে আসলাম ঘুরার জন্য বিশেষ করে শহরে রিকসায় ঘুরতে অনেক রিকশা ভাড়া দিতে লাগে একটু রাস্তা রিকশা করে গেলেই দশ টাকার মত করে ভাড়া দিতে লাগে ৷
তারপরও আমরা বেশ কিছুক্ষণ ধরে সবাই মিলে ঘুরলাম ঘুরার পর হঠাৎ করেই দেখতে পেলাম রাস্তার পাশে একজন মানুষ ভাপা পিঠা বিক্রি করতেছে তার মানে শীতের আভাস পাওয়া যাচ্ছে এখন থেকে শুরু হয়ে যাবে ভাপা পিঠার আয়োজন হাটে বাজারে বাড়িতে প্রায় সব খানে এই ভাপা পিঠা গুলো দেখার সুযোগ মিলবে ৷
আর এই ভাপা পিঠা গুলো দেখতেও অসাধারণ আর খেতেও অনেক স্বাদ লাগলো ৷ ভাপা পিঠার উপরের অংশে বেশ সুন্দর ভাবে মিথাই আর নারিকেল এর গুড়ো দিয়েছে যার জন্য অনেক আকর্ষণীয় এবং স্বাদ অতুলনীয় হয়েছে ৷
মেসে ফেরার পথে মেসের পাশেই আরেকটি ভাজা পোড়ার দোকান দেখতে পেলাম সেখানে পুরি, গুলগুলা, পিয়াজু ,চপ বিক্রি করতেছে সেখান থেকে বেশ কিছু খাবার কিনে নিলাম সাথে চারটা টমেটোর সস কিনে নিলাম ৷ তারপর মেসে এসে খাবার গুলো খেয়ে নিলাম ৷
খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বসে পড়লাম পোস্ট লেখার জন্য ৷ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |