সকাল বেলা |
---|
HELLO▶
everyone
শুভ সকাল !! প্রতিদিনের সকালের চেয়ে আজকের সকাল বেলা টা একটু অন্যরকম হয়েছে ৷ আজকে সকাল বিছানা ছেরে কাচি নিয়ে চলে যাই ধান কাটতে আমাদের ধান গুলো পেঁকে গেছে এখন শুধু কেটে ফেলার পালা ৷
তাই খুব সকালে উঠে মুখে কিছু না দিয়েই চলে যাই ক্ষেতে তারপর ধান কাটা শুরু করে দেই একটু পর যতই সময় যাবে ততই রোদের তাপমাত্রা বেড়ে তখন আর ধান কাটতে ইচ্ছে করবে না এই জন মূলত সকাল সকাল ধান ক্ষেতে যাওয়া ৷ আর এই সময় একটু ঠান্ডা অনুভব হবে সাথে ধান কাটাও বেশী করে আগাবে ৷
যাই হোক আমি খুব সকাল থেকে সকাল ১০ টা পর্যন্ত প্রায় এক পোয়া জমি কেটে ফেললাম ৷ এদিকে পেটে অনেক ক্ষুদা লেগেছে সেজন্য আর না কেটে চলে আসলাম বাড়িতে ৷
খাওয়া দাওয়া করে ভাবলাম আরেকটু কেটে আসবো কিন্তু যে রোদ উঠেছে এই সময়ে গিয়ে বেশী ধান কাটতে পারবো না তাই ভাবলাম আগামীকাল থেকে সকাল বিকাল ধান কাটবো এই সব ভেবে আর গেলাম না ৷
বিকাল বেলা |
---|
বিকেল হওয়ার সাথে বাঁধাকপির চারা তুলা শুরু করলাম তারপর সেই চারা গুলো নিয়ে জমিতে গিয়ে চারা রোপণ করতে শুরু করলাম ৷
বাঁধাকপির চারা গুলো সমান সাইজ না হওয়ায় রোপণ করতে বেশ অসুবিধা হয়ে পড়েছে একেকটি চারা একেক রকমের হয়েছে সেজন্য রোপণ করলে দেখে শুনে করতে হচ্ছে ৷
আর এভাবে চারা রোপণ করলে অনেক সময় লেগে যাচ্ছে কি আর করার চারা গুলো তো আর নষ্ট করা যাবে না ৷ যেমন টা রয়েছে সেভাবেই দেখে শুনে চারা গুলো রোপণ করে দিলাম শুধু একটু ভালো মত কয়েকদিন যত্ন নিতে হবে ৷
সন্ধ্যা বেলা |
---|
কাজ করে শেষ সন্ধ্যায় বাড়ি ফিরলাম তারপর স্নান করে খাওয়া করলাম ৷ এরপর শরীরের ব্যাথায় আর থাকতে না পেরে চলে আসলাম বাজারে তারপর ঔষুধের দোকানে গিয়ে ব্যাথার ঔষুধ কিনে নিলাম ৷
তারপর ঔষুধ খেয়ে কিছু ভালো লাগছে না জন্য কেরাম বোর্ড খেলা হচ্ছে সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কেরাম বোর্ড খেলা উপভোগ করলাম ৷ প্রায় আধা ঘন্টা পর শরীরের ভিতর একটা ভালো লাগা অনুভূতি শুরু হয় ৷
খেলা দেখা শেষ করে চলে গেলাম সোলা বুট খেতে পেটে অনেক ক্ষুদা লেগেছে চৌরাস্তায় তেমন কিছু খাবার পাওয়া না গেলেও সোলা বুট অত্যন্ত একটি সুস্বাদু খাবার পাওয়া যায় ৷ যাই হোক সোলা বুট খেয়ে একটা ছোট ভাইয়ের দোকানে বসে পড়লাম ৷
আজকে সারাদিন কারেন্ট ছিলো না আর ফোনও চার্জ নেই সেজন্য ছোট ভাইয়ের দোকানে বসে ফোন টা একটু চার্জ দিলাম ৷
প্রায় আধা ঘন্টা ফোন চার্জ করার পর চলে আসলাম বাড়িতে ৷ তারপর বাড়িতে এসে আবার ফোন চার্জে লাগিয়ে দিয়ে রাতের খাবার খেতে বসলাম ৷
তো বন্ধুরা আজকে এই ছিল ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🌼
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আপনি আজকে ধান কাটতে গিয়েছিলেন আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আসলে কবে যে ধান কাটার মৌসুম পড়ছে এটা আমি বুঝতে পারছি না আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম এখন মনে হয় ধান কাটার মৌসুম চলছে।
যাই হোক ধান কাটতে কাটতে আপনার অনেক ক্ষুধা লাগে তাই আপনি বাসায় গিয়েছিলেন খাবার খাওয়ার জন্য কিন্তু যে রোদ পড়েছে তার জন্য আর ধান কাটতে যেতে ইচ্ছা হয়নি অবশ্যই ধান কাটতে গেলে সকাল সকাল রোদ কম থাকে তখন ধান কাটা অনেক বেশি হয় রোদ বেরিয়ে গেলে ধান কাটতে অনেক কষ্ট হয়।
যাই হোক আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাই ধান কাটার মৌসুম চলছে এই সময়ে ধান কাটতে হবে কৃষকেরা ধান কাটা নিয়ে ব্যস্ত শুধু কৃষক না অনেক গারস্থ্য ধান ঘরে তুলার জন্য ব্যস্ত হয়ে পরেছে ৷
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে আপনাদের কাজ শুরু হয়ে গেছে তাই সকাল থেকে ধানের কাজ করতে হয় আবার ফুলকপির চারা রোপণ করেছেন।। হঠাৎ করে কাজ করলে শরীরে অনেক ব্যথা হয় আর নিয়মিত কাজ করতে করতে সেই ব্যাথা এমনিতেই ভালো হয়ে যায় তারপরও অনেক সময় ওষুধ খাওয়ার প্রয়োজন আছে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit