সকাল বেলা |
---|
HELLO
everyone...
শুভ সকাল বন্ধুরা ,, ইশ্বরের কৃপায় আজকেও প্রতিদিনের মত সকাল সকাল ঘুম ভাঙলো আজকে একটু খুব সকালেই ঘুম ভেঙেছিল তার কারণ হল মা বাবা বাড়িতে নেই গোয়াল ঘরে গরু রাখা হয়েছে সেগুলো বের করতে হবে তার জন্য ভোর পাঁচ টার সময়ে অ্যালার্ম দিয়ে রেখেছি যেন উঠতে দেরী না হয়ে যায় ৷
তারপর সকাল সকাল সব কাজ গুলো সেরে নিলাম বাড়ির আঙিনায় ঝারু দিলাম তারপর বাড়ির বাইরে একটু করে ঝারু দিলাম যাতে করে পরিবেশ টা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি ? কাজের মধ্যে কাজ এগুলাই ছিল আর তেমন কোন কাজ ছিল না বাড়িতে ৷
কাজ শেষ করে ফ্রেশ হয়ে নিলাম তারপর রুমে এসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম নেওয়ার পর ভাবলাম দোকানে গিয়ে নাস্তা করে আসি তো চলে আসলাম দোকানে আর দোকানে প্রতিদিন একই জিনিস আর খেতে ইচ্ছে করে না তারপরও রুটি আর চা খেয়ে নিলাম ৷
তারপর দেখি দোকানের পাশেই মাছ বিক্রেতা মাছ বিক্রি করতেছে গ্রামের অনেক মানুষের ভিড় জমেছে একেক জন ৮ , ১০ কেজি করে মাছ কিনে নিয়ে যাচ্ছে ৷ তারপর দেখি মাছ গুলো অনেক কম দামে দিচ্ছে যার জন্য মানুষ এত গুলো করে মাছ কিনে নিয়ে যাচ্ছে ৷ আমি আর কি নিবো মা বাড়িতে নেই আমি এগুলা ঠিক ঠাক করতে পারবো না তাই আর নিলাম না দেখে চলে আসলাম বাড়িতে ৷
আমাদের বাড়িটা রাস্তার পাশে থাকাতে আমি বাইরে অনেক সময় ধরে থাকি না তাছাড়াও বাড়িতে কেউ নেই ৷ আর বর্তমান সময়ে আমাদের এদিকে দিনেই ছিনতাই হচ্ছে যার জন্য আমাকে বাড়িতেই থাকতে হচ্ছে ৷
দুপুর বেলা |
---|
সেই সকাল থেকে রুমে থাকতে থাকতে খুব খারাপ লাগছে আর এদিকে বার বার কারেন্ট চলে যাচ্ছে সবকিছুতেই যেন অন্যরকম লাগতেছে ৷
তারপর হটাৎ একটা আইডিয়া চলে আসে অনেক দিন ধরে নুডুলস খাওয়া হয় না যদিও এটা ছোট বাচ্চাদের খাবার আমি ও মাঝে মাঝে খাই ভালো লাগে তো 😊 ৷ বাড়িতে অবশ্য নুডুলস রাখা আছে সেখান থেকে দুই প্যাকেট বের করলাম তারপর একটা ডিম নিলাম ভাবছি আজকে নিজে রান্না করে খাবো ৷
তবে গ্যাসের চুলায় আমি ভালো নুডুলস রান্না করতে পারি কিন্তু গ্রামের চুলাতে পারি না একটু বিরক্ত লাগে ৷ যাই হোক আজকে খেতেই হবে তাই প্রথমত পেঁয়াজ কেটে নিলাম তারপর মরিচ দিতে যাবো দেখি মরিচ নেই কি আর করার ঐ ভাবেই মসলা পাতি ও ডিম দিয়ে নুডুলস টা রান্না করে নিলাম ৷
দুপুরের খাবার টা না হয় আজকে নুডুলস খেয়ে কেটে দেই তারপর একেবারে সন্ধ্যায় খাবার খাবো হয়তো মা বিকেলেই আজকে চলে আসবে ৷
রান্না শেষ করে ফ্রেশ হয়ে রুমে এসে সব টুকু নুডুলস একাই খেয়ে নিলাম খেতে খেতে মনে মনে বললাম রান্না টা খারাপ হয় নি ভালোই হয়েছে ৷
খাওয়া শেষ করে বাড়ির কিছু দেখাশোনা কাজ ছিল সেগুলো আস্তে আস্তে সেরে ফেললাম ৷
সন্ধ্যা বেলা |
---|
মা বাবা সন্ধ্যার আগেই বাড়ি ফিরে তখন আমি একটু বাজারে যাওয়ার জন্য বাইরে চলে আসলাম তারপর একটা বড় ভাইয়ের বাইকে করে বাজারে এসে সোজা ঔষুধের দোকানে চলে গেলাম কিছু ঔষুধ শেষ হয়ে গেছে সেগুলো ঠিকমত নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম ৷
মা আমার জন্য বোনের বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিল সেগুলো খেয়ে নিলাম তারপর ঔষুধ খেয়ে পোস্ট লিখতে শুরু করে দিলাম ৷
শুভ রাত্রি 🙏❤
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আপনার আম্মা বাড়িতে থাকলে হয়তোবা আপনিও কিছু মাছ কিনে নিয়ে আসতেন বাড়ির জন্য কেননা মাছেলের দাম অনেকটাই কম বিক্রি করছে তুলনা মূলকভাবে।
ভাই মাছ কাটা কোন বিষয় না যেকোনো কাজ করতে হলে ইচ্ছা ও মানসিক শক্তি দরকার হয় যদি ইচ্ছা করেন তাহলে কোন কাজ আপনার জন্য বাধা নাই। দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদেরকে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাছগুলো দাম তুলনামূলক অনেক কম ছিল।
আমি হলে কিছু মাছ বাড়ির জন্য কিনে নিয়ে আসতাম কষ্ট করে আমি নিজেই সেগুলো ধরে এবং কেটে রাখতাম।
আপনি সুন্দরভাবে আপনার দৈনন্দিন কার্যক্রম গুলো উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর কার্যক্রম উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit